ETV Bharat / sports

Sourav plays at Eden : ইডেনের পিচে ‘মহারাজকীয় প্রত্য়াবর্তন’ সৌরভের

author img

By

Published : Dec 3, 2021, 8:59 PM IST

শনিবার কলকাতায় বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা ৷ প্রথা অনুযায়ী আগের দিন ব্যাট-বল হাতে মাঠে নামেন বোর্ড কর্তারা (Board officials played a match) ৷ বহুদিন পর ফের ব্যাট হাতে ইডেন মাতালেন সৌরভ ৷

Sourav Ganguly
‘মহারাজকীয় প্রত্য়াবর্তন’ সৌরভের

কলকাতা, 3 ডিসেম্বর : ইডেনে ব্যাট হাতে নামলেন মহারাজ ৷ প্যাড-গ্লাভস পরা সৌরভে ফের একবার মজল তিলোত্তমা ৷ তবে বোর্ড প্রেসিডেন্টের ‘বাপি বাড়ি যা’ সত্ত্বেও হারতে হল সৌরভের দলকে ৷

Prince of Calcutta took away all the light of the match
ম্যাচের যাবতীয় আলো কেড়ে নিলেন ‘প্রিন্স অব ক্যালকাটা’ ৷

শনিবার কলকাতায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ সভা ৷ তাই শহরে হাজির হন বোর্ডের শীর্ষ কর্তারা ৷ শুক্রবার মাঠে নামেন তাঁরা (Board officials played a match at Eden Gardens) ৷ বোর্ড সভাপতি একাদশ এবং বোর্ড সচিব একাদশের ম্যাচের যাবতীয় আলো কেড়ে নেন প্রিন্স অফ ক্যালকাটা ৷

প্যাড-গ্লাভস পরা সৌরভে ফের একবার মজল তিলোত্তমা ৷

গতবছর আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামেও ব্যাট হাতে দেখা গিয়েছিল দেশের অন্যতম সেরা ক্যাপ্টেনকে ৷ ওই ম্যাচে হাফসেঞ্চুরিও করেছিলেন তিনি ৷ এদিনও পঞ্চাশ ছুঁই ছুঁই সৌরভের ব্যাটেও দেখা 'দাদাগিরি' ৷ 35 রানের ঝোড়ো ইনিংস খেলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷

custom before the AGM of BCCI
বিসিসিআই'য়ের এজিএমের আগে প্রথা অনুযায়ী আজ মাঠে নামলেন বোর্ড কর্তারা ৷

সৌরভের সঙ্গী ভারতীয় দলে তাঁর প্রথম অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন ৷ ইডেন বরাবরই যার পয়া মাঠ হিসেবেই পরিচিত ৷ অন্যদিকে বল হাতে কামাল দেখালেন জয় শাহ । তাঁর দাপটেই 15 ওভারের ম্যাচে এক রানে সৌরভ-আজহারদের হারিয়ে জিতল সচিব একাদশ । বোর্ড সচিব তুলে নেন তিন উইকেট।

Board President XI
বোর্ড সভাপতি একাদশ

প্রথমে ব্যাট করে 128 রান তোলে সচিব একাদশ । অরুণ ধামাল ও জয়দেব শাহের ব্যাটে ভর করে এই রান তোলে বোর্ড সচিবের দল । অরুণ করেন 36 রান । জয়দেব করেন 40 । একটি উইকেট নেন সৌরভ ।

Board Secretary XI
বোর্ড সচিব একাদশ

রান তাড়া করতে নেমে ভাল শুরু করেছিলেন সৌরভের দলের দুই ওপেনার অভিষেক ডালমিয়া ও বিজয় পাটিল । 50 রানের পার্টনারশিপ গড়েন তাঁরা । তবে দু'জনেই রান আউট হন । এরপরেই একের পর এক উইকেট তুলে নেন জয় । আজহারকে 2 রানে ফেরান তিনি । 35 রান করে নিজেই উঠে যান সৌরভ । শেষ পর্যন্ত তাঁর দলকে হারতে হয় এক রানে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.