ETV Bharat / sports

ICC World Cup 2023: সুস্থ শুভমন, আমেদাবাদে দলের সঙ্গে যোগ দিতে চলেছেন ভারতীয় ওপেনার

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 5:13 PM IST

Updated : Oct 13, 2023, 10:28 PM IST

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X

Shubman Gill Join Men in Blue at Ahmedabad in ICC World Cup: আইসিসি বিশ্বকাপে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন শুভমন গিল ৷ ইটিভি ভারতের সঞ্জীব গুহর সঙ্গে বিশেষ আলোচনায় নামপ্রকাশে অনিচ্ছুক বোর্ডের একটি বিশ্বাসযোগ্য সূত্র এ খবর জানিয়েছেন ৷

কলকাতা, 11 অক্টোবর: ভারতীয় ক্রিকেটের অনুরাগী এবং সমর্থকদের জন্য অবশেষে সুখবর ৷ যারা এতদিন শুভমন গিলের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায় চিন্তিত ছিলেন, তাঁদের জন্য তো অবশ্যই ভালো খবর দিচ্ছে বিসিসিআই-এর একটি নির্ভরযোগ্য সূত্র ৷ আমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন শুভমন ৷ নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই-এর এক সূত্র এ দিন ইটিভি ভারতকে একথা জানিয়েছেন ৷

বুধবার তিনি ইটিভি ভারতকে বলেন, ‘‘যতদূর খবর আমরা পেয়েছি, তাতে গিল এই মুহূর্তে সুস্থ রয়েছেন ৷ তিনি আমেদাবাদে দলের সঙ্গে সফর করবেন ৷ তবে, শুভমন দুর্বল রয়েছেন ৷ তাই ম্যাচে ফেরার জন্য তাঁর যথেষ্ঠ পরিমাণ বিশ্রামের প্রয়োজন ৷ তবে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের দিন দলের সঙ্গে ড্রেসিংরুমে থাকবেন তিনি ৷’’

বোর্ডের সূত্র জানিয়েছে, এই মুহূর্তে শুভমনে জ্বর নেই ৷ এমনকি গতকাল প্লেটলেট কাউন্ট কমে গেলেও, এই মুহূর্তে চিকিৎসকদের চেষ্টায় তা অনেকটাই বেড়েছে ৷ কিন্তু, 19 নভেম্বর প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধে পুণের মাঠে নামতে পারবেন কি ? এই প্রশ্নের নিশ্চিত কোনও জবাব বোর্ডের কাছে নেই ৷ পুরোটাই নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার উপর ৷ দুর্বলতা কাটিয়ে কত দ্রুত ভারতীয় ওপেনার ফিট হতে পারবেন ? তার উপরেই সবটা নির্ভর করছে ৷

তবে, বোর্ডের সূত্র নিশ্চিত করেছেন, ‘‘এই মুহূর্তে শুভমন গিল সুস্থ আছেন এবং চেন্নাই থেকে সরাসরি আমেদাবাদের বিমান ধরবেন 14 অক্টোবরের ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে ৷’’ প্রসঙ্গত, গতকাল এমনও খবর ছড়িয়েছিল যে, টিম ম্যানেজমেন্ট শুভমন গিলের বদলি চেয়ে আবেদন করতে পারে ৷ বিসিসিআই-এর শীর্ষ ওই সূত্র এই খবরকে পুরোপুরি মিথ্যে এবং ভুয়ো বলে জানিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত বদলের কোনও কথাই ওঠেনি ৷ গিল সুস্থ এবং খুব দ্রুত পুরোপুরি ফিট হয়ে যাবেন ৷ আর খুব তাড়াতাড়ি এই টুর্নামেন্টে তাঁকে খেলতে দেখা যাবে ৷’’

আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমন; তবু পাক ম্যাচে ওপেনারের থাকা নিয়ে সংশয়

উল্লেখ্য, গত 4 অক্টোবর শুভমন ডেঙ্গি আক্রান্ত হন ৷ এর পর বিসিসিআই-এর চিকিৎসকদের তত্ত্বাবধানে চেন্নাইয়ে টিম হোটেলেই ছিলেন ৷ কিন্তু, 10 অক্টোবর জানা যায়, প্লেটলেট কাউন্ট কমে যাওয়ায় চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভরতি করানো হয় ভারতীয় ওপেনারকে ৷ সেখানে তাঁর শারীরিক পরীক্ষা করা হয় ৷ এমনকি দলের চিকিৎসক রিজওয়ান খান শুভমনের সঙ্গেই ছিলেন ৷ তিনি প্রতিনিয়ত শুভমনের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন ৷ এই মুহূর্তে 24 বছরের ভারতীয় ব্যাটার দুরন্ত ফর্মে রয়েছেন ৷ শেষ পাঁচটি ওয়ান-ডে ম্যাচে 2টি সেঞ্চুরি এবং একটি হাফ-সেঞ্চুরি রয়েছে শুভমনের ৷

Last Updated :Oct 13, 2023, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.