ETV Bharat / sports

Shikhar on Shubman Selection: জাতীয় দলে নিজের আগে শুভমনকে বাছবেন, জানালেন শিখর

author img

By

Published : Mar 26, 2023, 1:08 PM IST

ওপেনার হিসেবে শুভমন গিলকে দরাজ সার্টিফিকেট দিলেন শিখর ধাওয়ান (Shikhar on Shubman Selection) ৷ জানালেন, নির্বাচক হলে ফর্মের বিচারে শুভমনকে তিনি নিজের আগে দলে সুযোগ দিতেন ৷

Shikhar on Shubman Selection ETV BHARAT
Shikhar on Shubman Selection

কলকাতা, 26 মার্চ: ভারতীয় দলে নিজের আগে শুভমন গিলকে বাছবেন ৷ এমনটাই জানালেন আপাতত ফর্মের কারণে দলের বাইরে থাকা আরেক ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan will Pick Shubman Gill Before Himself) ৷ আর এর প্রধান কারণ হিসেবে তিনি জানালেন, বর্তমানে তিন ফরম্যাটে শুভমনের ফর্ম ৷ 23 বছরের শুভমন এই মুহূর্তে তাঁর কেরিয়ারের পিক ফর্মে রয়েছেন ৷ গত কয়েকমাসে 6টি আন্তর্জাতিক সেঞ্চুরি করে ফেলেছেন এই ভারতীয় ওপেনার ৷ এমনকী আগামী অক্টোবর মাসে ভারতে আয়োজিত বিশ্বকাপে নিজের জায়গা ওপেনার হিসেবে প্রায় পাকা করে ফেলেছেন৷

ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান সম্প্রতি একটি সাক্ষাৎকার দেন ৷ সেই সাক্ষাৎকারকে উল্লেখ করেই সংবাদ সংস্থা পিটিআই এই খবর করেছে ৷ সেখানে শিখর বলেন, "যেভাবে শুভমন খেলছে তা অসাধারণ ৷ আগে ও জাতীয় দলের ওয়ান ডে ও টেস্ট টিমে ছিল ৷ এখন টি-20 খেলছে ৷ আর ভালো রান করছে ৷ ও আন্তর্জাতিক স্তরে অনেক বেশি ক্রিকেট খলবে ৷ কিন্তু, আমি এখন আর সেটা পারব না ৷ আর আমি যদি সিলেক্টর হতাম, তাহলে অবশ্যই শুভমনকে আগে সুযোগ দিতাম ৷ শিখরের আগে ৷"

শিখর এও জানিয়েছেন, অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড় তাঁকে গত কয়েকবছর ধরে সমর্থন করে গিয়েছেন ৷ তাঁকে 2023 বিশ্বকাপের জন্য নিজের ফর্ম ধরে রাখার জন্য পরিশ্রম করে যেতে বলেছিলেন ৷ কিন্তু, সম্প্রতি শুভমনের বেশ কয়েকটি ইনিংস অসাধারণ ছিল ৷ শিখর নিজেও এটা স্বীকার করেছেন ৷ 2022 সালের শেষের দিকে তাঁর ফর্ম হঠাৎই পড়ে যায় ৷ আর সেই সময় শুভমন নিজেকে প্রমাণ করেছে ৷ ফলে এই মুহূর্তে ভারতীয় দলে নিজের জায়গা দেখছেন না শিখর ৷

আরও পড়ুন: চোটের কারণে আইপিএল-এর প্রথম থেকে রজত পাতিদারকে পাবে না আরসিবি

একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এমন পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে বলে মনে করেন শিখর ধাওয়ান ৷ এমনকী বাংলাদেশের বিরুদ্ধে গতবছর শেষ ওয়ান ডে-তে ঈশান কিষাণ ডবল সেঞ্চুরি করেছিলেন ৷ কিন্তু, তারপরেও ঈষানের জায়গা প্রথম একাদশে পাকা হয়নি ৷ এখনও তিনি দলের সঙ্গে বিকল্প ওপেনার হিসেবে ঘুরছেন ৷ উল্লেখ্য, শিখর ধাওয়ান তাঁর শেষ ওয়ান ডেয়ার খেলেছিলেন গতবছর ডিসেম্বর মাসে ৷ বাংলাদেশের বিরুদ্ধে সেই সিরিজে তাঁর ফর্ম একেবারই ছিল না ৷ তার পরেই ঘরের মাঠে প্রথমে শ্রীলঙ্কা এবং পরে নিউজিল্যান্ড সিরিজে শুভমনকে সুযোগ দেয় নির্বাচক কমিটি ৷ যে সুযোগকে দু’হাতে লুপে নেন শুভমন গিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.