ETV Bharat / sports

IND vs SL Series: শ্রীলঙ্কা সিরিজের দল বাছবে 'বরখাস্ত' চেতন শর্মা নেতৃত্বাধীন কমিটি !

author img

By

Published : Dec 25, 2022, 7:43 PM IST

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 জানুয়ারি থেকে টি-20 ও একদিনের সিরিজ খেলবে ভারত (Team for Upcoming Sri lanka series) ৷ সেই সিরিজের দল বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বরখাস্ত হওয়া চেতন শর্মার নেতৃত্বাধীন কমিটিকে (Sacked Chetan Sharma Headed Selection Committee) উপরেই ৷

Sacked Chetan Sharma Headed Selection Committee  ETV BHARAT
বরখাস্ত হওয়া চেতন শর্মার নেতৃত্বাধীন কমিটি

মুম্বই, 25 ডিসেম্বর: আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতীয় দল নির্বাচন করবে বরখাস্ত হওয়া চেতন শর্মার নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি (Sacked Chetan Sharma Headed Selection Committee) ৷ নতুন নির্বাচক কমিটি গঠন না-হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই ৷ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামী 3 জানুয়ারি থেকে 3টি টি-20 ম্যাচের সিরিজ (IND vs SL Series) এবং 3টি একদিনের ম্যাচের সিরিজ খেলবে ভারত (Team for Upcoming Sri lanka series) ৷ সেই দল নির্বাচন করবে টি-20 বিশ্বকাপের পর বরখাস্ত হয়ে যাওয়া জাতীয় নির্বাচক কমিটি ৷ যার নেতৃত্বে থাকবেন চেতন শর্মা ৷ নামপ্রকাশে অনিচ্ছুক বিসিসিআই-এর একটি সূত্রের তরফে একথা জানানো হয়েছে সংবাদ সংস্থা পিটিআই-কে ৷

প্রসঙ্গত, সোমবার 26 ডিসেম্বর থেকে বিসিসিআই (BCCI)-এর পরামর্শদাতা কমিটি নতুন ‘জাতীয় নির্বাচক কমিটি’ গঠনের জন্য ইন্টারভিউ নেবে ৷ সেই ইন্টারভিউ চলবে 26-28 ডিসেম্বর পর্যন্ত ৷ সেই ইন্টারভিউয়ের পর নতুন জাতীয় নির্বাচক কমিটি গঠন করা হবে ৷ বিসিসিআই সূত্রে খবর, 15 জানুয়ারি থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ড সিরিজের দল বাছাইয়ের দায়িত্ব থাকবে নব-নির্বাচিত কমিটির হাতে ৷ বিসিসিআই-এর ওই সূত্র জানিয়েছে, ‘‘পুরনো নির্বাচক কমিটি সম্ভবত শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটের জন্য দল বেছে নেবে ৷’’

পাশাপাশি, শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টি-20 সিরিজে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) নাও ফিরতে পারেন ৷ ওই সূত্রের তরফে বলা হয়েছে, ‘‘এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে না, রোহিত শর্মার আঙুল টি-20 সিরিজের আগে পুরোপুরি ঠিক হয়ে যাবে ৷ তাই এই সিরিজে হার্দিক পান্ডিয়া অধিনায়কত্ব করবেন ৷ আর কেএল রাহুলের প্রসঙ্গে বলতে গেলে, তাঁর টি-20 আন্তর্জাতিকে হাতে গোনা কিছুদিন রয়েছে ৷’’ এমনও একটি সম্ভাবনা রয়েছে যে, টি-টোয়েন্টি আন্তর্জাতিক দলে কেবলমাত্র সেই ফর্ম্যাটে বিশেষজ্ঞ ক্রিকেটারদেরই রাখা হবে ৷ কিছু সিনিয়র ক্রিকেটার, যেমন বিরাট কোহলি (Virat Kohli)-র মতো কয়েকজনকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানিয়েছে বিসিসিআই-এর ওই সূত্র ৷

আরও পড়ুন: শ্রেয়স-অশ্বিনের ব্যাটে দ্বিতীয় টেস্টে কষ্টার্জিত জয়, 2-0 সিরিজ ভারতের

তবে, চেতন শর্মার নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিকে দিয়ে টি-20 ও একদিনের সিরিজের দল ঘোষণা কার্যত অবাক করে দিচ্ছে বিশেষজ্ঞ মহলকে ৷ টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের হারের পর, জাতীয় নির্বাচক কমিটিকে দায়ী করা হয়েছিল ৷ সেই জাতীয় নির্বাচক কমিটিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দল বাছাইয়ের দায়িত্ব কেন দেওয়া হল, সেই প্রশ্ন উঠছে ৷ বলা হচ্ছে, নির্বাচক কমিটি বাছাইয়ের দায়িত্ব যে, উপদেষ্টা কমিটিকে দেওয়া হয়েছে, তাঁদের উপরেই সেই দায়িত্ব ছাড়া উচিত ছিল ৷

যা নিয়ে বিসিসিআই-এর ওই সূত্র জানিয়েছেন, চেতন শর্মা এবং তাঁর নেতৃত্বাধীন কমিটি এখনও ঘরোয়া ক্রিকেটের উপর নজর রাখছে ৷ তাঁরা বিজয় হাজারে ট্রফি এবং রঞ্জির সব দলের 2টি করে ম্যাচ দেখেছে ৷ তাই চেতন শর্মাদের উপরেই শ্রীলঙ্কা সিরিজের দল বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.