ETV Bharat / sports

Rohit Sharma on Batting Numbers: ভারতীয় দলে কারও জায়গা নির্দিষ্ট নয়, মিডল-অর্ডারে নমনীয়তা চান রোহিত

author img

By

Published : Aug 21, 2023, 9:35 PM IST

No One in National Team Owns Particular Batting Position: ভারতীয় দলের কোনও ব্যাটার একটি নির্দিষ্ট জায়গায় ব্যাট করবেন, তা নাও হতে পারে ৷ আজ এমনটাই জানালেন রোহিত শর্মা ৷ তাঁর কথায়, যে কোনও ব্যাটারকে, যে কোনও নম্বরে ব্যাট করতে হতে পারে ৷

Rohit Sharma on Batting Numbers ETV BHARAT
Rohit Sharma on Batting Numbers

মুম্বই, 21 অগস্ট: ভারতীয় দলের মিডল-অর্ডারের ব্যাটারদের নমনীয় হতে হবে ৷ জাতীয় দলের কোনও ব্যাটার একটি নির্দিষ্ট নম্বরেই ব্যাটিং করবেন এটা ভাবার কারণ নেই ৷ আজ এমনটাই জানালেন ভারত অধিনায়ক ৷ এশিয়া কাপের দল ঘোষণা করতে এসে সাংবাদিক বৈঠকে এ কথা বলে রোহিত ৷ তাঁর দাবি, ভারতীয় দলের প্রত্যেকটি প্লেয়ারকে যে কোনও জায়গায় ব্যাট করতে হতে পারে ৷ তার জন্য তাঁকে মানসিকভাবে প্রস্তুত থাকবে হবে ৷ তবে, অবশ্য বিষয়টি একরাতের ব্যাপার নয় বলে জানান রোহিত ৷ তাঁর কথায়, গত তিন-চার বছর ধরে এই প্রক্রিয়া চলে আসছে ৷ সেভাবেই ক্রিকেটাররা নিজেদের তৈরি করেছেন ৷

এমনকী যে ক্রিকেটাররা টিমের বাইরে থাকছেন বা প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না, তাঁদেরকেও স্পষ্ট একটি বার্তা দলের তরফে দেওয়া হয় বল জানান রোহিত ৷ আন্তর্জাতিক কেরিয়ারে সেই প্লেয়ার ঠিক কোন জায়গায় রয়েছেন, তাঁর থেকে দল কী চাইছে ? সেই নিয়ে ম্যানেজমেন্ট সংশ্লীষ্ট ক্রিকেটারকে একটি পূর্ণাঙ্গ ধারণা করিয়ে দেয় বলে জানান রোহিত ৷ তবে, এ দিন সাংবাদিক বৈঠকে রোহিতের কথায় স্পষ্ট, দল বাছাইয়ে জাতীয় নির্বাচক কমিটির থেকে রোহিত শর্মার পছন্দই বেশি গুরুত্ব পেয়েছে ৷

কারণ, সদ্য জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান হওয়া অজিত আগরকর যে দল সম্পর্কে ওয়াকিবহাল নন, তা সরাসরি জানালেন রোহিত ৷ তিনি বলেন, ‘‘অজিত কিছুদিন হল এসেছে ৷ ওর কোনও ধারণা নেই এর আগে দলে কী হয়েছে ? তাই আমি ওকে যতটা সম্ভব দল সম্পর্কে খবরাখবর দিয়েছি ৷’’ আর এর পরেই রোহিত বলেন, ‘‘আমি এই দলের কাছে একটা জিনিস স্পষ্ট করে দিয়েছি ৷ সবাইকে যে কোনও পজিশনে ব্যাট করার জন্য তৈরি থাকতে হবে ৷ কারণ, ক্রিকেট বর্তমানে একটা অন্য পর্যায়ে যাচ্ছে ৷ আপনি কোনও একটা নির্দিষ্ট জায়গায় নিজেকে থিতু করতে পারেন না ৷ আপনি বলতে পারবেন না, আমি এত নম্বরে ভালো খেলতে পারি ৷ আমি ওই নম্বরে ব্যাট করব ৷’’

আরও পড়ুন: এশিয়া কাপে 17 জনের দলে প্রত্যাবর্তন রাহুল-শ্রেয়সের, প্রাথমিক স্কোয়াডে তিলকও

তবে রোহিত জানান, কখনই বিষয়টি নিয়ে একরাতের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয় না ৷ কারণ, আমরা আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে কথা বলছি, কোনও ক্লাব ক্রিকেট নয় ৷ একজন প্লেয়ারকে এর জন্য ধীরে ধীরে তৈরি করা হয়েছে ৷ যাতে একজন ব্যাটার একদিন 6 নম্বরে ব্যাট করার পর, পরের ম্যাচে 4 নম্বরে নামতে কোনও সমস্যা না হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.