ETV Bharat / sports

Records in Asia Cup Final 2023: সিরাজের স্পেলে ছারখার লঙ্কা, এশিয়া কাপ ফাইনালে রেকর্ডের ছড়াছড়ি

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 5:43 PM IST

Updated : Sep 17, 2023, 6:16 PM IST

একাধিক রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে লজ্জা উপহার দিল ‘টিম ইন্ডিয়া’ ৷ এশিয়া কাপ ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন স্কোর শ্রীলঙ্কার ৷

Etv Bharat
Etv Bharat

কলম্বো, 17 সেপ্টেম্বর: সকাল থেকেই মুখভার কলম্বোর আকাশের ৷ টসের পর কয়েক পসলা বৃষ্টিতে নির্ধারিত সময়ের পরেই শুরু হয়েছিল ভারত-শ্রীলঙ্কা ফাইনাল ৷ যদিও কোনও প্রতিকূলতাই ভারতের সাজঘরে রোদ ঝলমলে আবহাওয়ায় বাধ সাধতে পারেনি ৷ যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ দিনের প্রথমেই বুঝিয়ে দিয়েছিলেন, বাকি দিনটা কী হতে চলেছে ৷ কার্যত তাই হল ৷ একাধিক রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে লজ্জা উপহার দিল ‘মেন ইন ব্লু’ ৷

50 রানে অল-আউট হয়ে গিয়েছে দ্বীপরাষ্ট্র ৷ 6 উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ ৷ বুমরার ঝুলিতে গিয়েছে 1টি উইকেট ৷ 3টি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া ৷

আরও পড়ুন: হায়দরাবাদের গলি থেকে ক্রিকেটের রাজপথ, দ্বীপরাষ্ট্রে দাদাগিরিতে মহাকাব্য লিখছেন সিরাজ

  • প্রথম ওভারেই 4 উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ ৷ ভারতের হয়ে প্রথম বোলার হিসেবে এক ওভারে 4 উইকেট নিয়েছেন হায়দরাবাদি পেসার ৷
  • ম্যাচের ষষ্ঠ ওভারেই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ । ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে এটাই কি এখন পর্যন্ত দ্রুততম 5 উইকেট ? 2003 বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে 16 বলে 5 উইকেটে রেকর্ড গড়েছিলেন চামিন্দা ভাস ৷ তা ছুঁয়েছেন সিরাজ ৷
  • এশিয়া কাপে ভারতের বিরুদ্ধেই ফাইনালে 6 উইকেট নিয়েছিলেন অজন্তা মেন্ডিস ৷ ফাইনালে এক ইনিংসে পাওয়া উইকেটের নিরিখে তাঁকে ছুঁলেন সিরাজ ৷
Asia Cup Final
এশিয়া কাপ ফাইনালে রেকর্ডের ছড়াছড়ি
  • এশিয়া কাপ ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন স্কোর শ্রীলঙ্কার ৷ ফাইনালে কোনও দলেরও এটাই সর্বনিম্ন স্কোর ৷
  • ওয়ান-ডে ক্রিকেটে কোনও দলের সবচেয়ে কম ওভার খেলে অল-আউট হওয়ার নিরিখেও দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা ৷ এ দিন মাত্র 15.2 ওভারে অল-আউট হয়েছেন দাসুন শনাকারা ৷ এর আগে আফগানিস্তানের বিরুদ্ধে জিম্বাবোয়ে মাত্র 13.5 ওভারে অল-আউট হয়ে যায় ৷
  • শ্রীলঙ্কার ইনিংসে মোট পাঁচজন ব্যাটার শূন্যতেই আউট হয়ে যান ৷ এটাও রেকর্ড ৷
  • এশিয়া কাপে এর আগে কোনও দল 10 উইকেটে ম্যাচে জেতেনি, ভারতই প্রথম ৷
Last Updated : Sep 17, 2023, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.