ETV Bharat / sports

Shastri on National Team Job : চামড়া মোটা ছিল বলে টিকে গিয়েছি, জাতীয় দলের দায়িত্ব প্রসঙ্গে বললেন শাস্ত্রী

author img

By

Published : Apr 26, 2022, 8:57 PM IST

দেশে একটা গোষ্ঠী সবসময় তাঁর ব্যর্থতা চেয়ে এসেছে ৷ কিন্তু চামড়া মোটা থাকায় জাতীয় দলের কোচের পদে টিকে গিয়েছেন তিনি (Ravi Shastri says jealous gang wanted him to fail but he developed thick skin) ৷ 'দ্য গার্ডিয়ান'-কে বললেন রবি শাস্ত্রী ৷

Shastri on National Team Job
চামড়া মোটা ছিল বলে টিকে গিয়েছি, জাতীয় দলের দায়িত্ব প্রসঙ্গে বললেন শাস্ত্রী

মুম্বই, 26 এপ্রিল : বরাবরই তিনি ঠোঁটকাটা স্বভাবের ৷ জাতীয় কোচের পদে মেয়াদোত্তীর্ণ হওয়ার পর থেকেই বিভিন্ন মাধ্যমে মুখ খুলছেন তাঁর চেনা ভঙ্গিতে ৷ দিনকয়েক আগে মানসিক ক্লান্তির শিকার বিরাট কোহলিকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন ৷ এবার 'দ্য গার্ডিয়ান'-কে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত ম্যানেজিং ডিরেক্টর রবার্ট কি-কে চাকরি বাঁচানোর জন্য তাঁর পথ অনুসরণ করতে বললেন রবি শাস্ত্রী ৷ কী সেই পথ ? জাতীয় দলের প্রাক্তন কোচ জানালেন, টিকে থাকতে হলে রবার্ট কি-কে চামড়া মোটা করতে হবে ৷ ভারতের কোচ থাকাকালীন ঠিক যেমনটা তিনি করেছিলেন ৷

শাস্ত্রী জানিয়েছেন, জাতীয় দলের কোচ থাকাকালীন দেশে একটা গোষ্ঠী সবসময় তাঁর ব্যর্থতা চেয়ে এসেছে ৷ কিন্তু চামড়া মোটা থাকায় টিকে গিয়েছেন তিনি (Ravi Shastri says jealous gang wanted him to fail but he developed thick skin) ৷ ব্রিটিশ সংবাদপত্রকে কোহলিদের প্রাক্তন কোচ বলেছেন, "আমার কাছে কোনও স্তরের কোচিং ডিগ্রি ছিল না ৷ তাতে আমার কিছু যায় আসে না ৷ ভারতের মত দেশে হিংসা করার লোকের অভাব হয় না, যারা সবসময় তোমার ব্যর্থতা কামনা করবে ৷ কিন্তু আমার চামড়া ছিল ডিউক বলের চামড়ার চেয়েও মোটা ৷"

এরপরই ইসিবি-র নয়া ক্রিকেটিং ডিরেক্টরের উদ্দেশে শাস্ত্রী বলেন, "রবকে চাকরি বাঁচিয়ে রাখতে গেলেও আমার মত চামড়া মোটা করতে হবে ৷ কারণ প্রতিনিয়ত তোমার কাজকে আতস কাঁচের নীচে ফেলা হবে ৷ তবে আমি এই ভেবে খুশি যে নেতৃত্বদানের বিষয়ে রবের ঝুলি পরিপূর্ণ ৷"

আরও পড়ুন : ‘মানসিকভাবে ক্লান্ত বিরাটের বিশ্রামের প্রয়োজন’, ব্যাড প্যাচ কাটাতে দাওয়াই শাস্ত্রীর

জাতীয় দলের কোচের হিসেবে সঞ্চয় করা অভিজ্ঞতা থেকে শাস্ত্রী জানিয়েছেন, ভারত হোক বা ইংল্যান্ড ৷ জাতীয় দলগুলোর পরিচালনা খানিকটা একই পদ্ধতিতে হয় ৷ অ্যাসেজ হারের পর জো রুটের নেতৃত্ব থেকে অব্যাহতি ৷ সবমিলিয়ে বর্তমানে কোণঠাসা ইংল্যান্ড ক্রিকেটকে বিদেশে সিরিজ জয়ের অভ্যেস তৈরি করতে বলেছেন শাস্ত্রী ৷ আর সে ক্ষেত্রে বাইরের কথা যত তাড়াতাড়া জানালা দিয়ে ছুড়ে ফেলা যাবে, ততই মঙ্গল ৷ জানিয়েছেন প্রথম এবং একমাত্র কোচ হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ী ভারতীয় কোচ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.