ETV Bharat / sports

'30 ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন...!' নিজের এলাকায় মিগজাউম বিপর্যয়ের অভিজ্ঞতা শোনালেন অশ্বিন

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 1:06 PM IST

Ravichandran Ashwin on Cyclone Michaung: মিগজাউমের তাণ্ডবে নিজের রাজ্যের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ৷ চেন্নাই যে কতটা বিপর্যয়ের মুখোমুখি হয়েছে, সেটা বোঝা গিয়েছে ভারতীয় দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের একাধিক টুইটের মাধ্যমে।

নিজের এলাকার ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অশ্বিন
Ravichandran Ashwin on Cyclone Michaung

চেন্নাই, 6 ডিসেম্বর: মঙ্গলবার দুপুরে প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম অন্ধ্রপ্রদেশের বাপাতলায় আছড়ে পড়ার পর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তামিলনাড়ুর চেন্নাই ৷ স্থলভাগে আছড়ে পড়ার সময়ে মিগজাউমের গতি ছিল ঘণ্টায় 90 থেকে 100 কিলোমিটার। 110 কিলোমিটার বেগে হাওয়া বয়েছে। বিপর্যয়ের প্রভাবে তাঁর এলাকায় বিপর্যয়ের চিত্র সোশাল মিডিয়ায় শেয়ার করলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ চেন্নাই ক্রিকেটার এক্সে লিখলেন, "30 ঘণ্টারও বেশি সময় ধরে আমার এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কী হবে বুঝতে পারছি না!"

মিগজাউমের প্রভাব অন্ধ্রপ্রদেশের তুলনায় তামিলনাড়ুতেই বেশি পড়েছে। চেন্নাইয়ে প্রায় কুড়ি জনের মৃত্যুর খবর এসেছে। জলমগ্ন পুরো শহর। আর শহরের বিপর্যয়ের কথা অশ্বিনের টুইটে যেন আরও স্পষ্ট হল ৷ অশ্বিন চেন্নাইয়ের বাসিন্দা ৷ এক্স হ্যান্ডেলে তিনি গতকাল বিকেল নাগাদ জলমগ্ন শহরের একটি ছবি শেয়ার করেন। তার ক্যাপশনে তিনি লিখেছেন, " 30 ঘণ্টারও বেশি সময় হয়ে গেল, আমাদের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। অনুমান করছি, অনেক জায়গায় এই একই অবস্থা। জানি না, আমাদের হাতে কী বিকল্প রয়েছে।"

চেন্নাই যে কতটা বিপর্যয়ের মুখোমুখি হয়েছে, সেটা বোঝা গিয়েছে ভারতীয় দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের এর আগের করা একাধিক টুইটের। তিনি সকলকে নিরাপদে থাকার বার্তা দিয়েছিলেন আগে থেকেই । এই ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাই এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, গাছের নীচে চাপা পড়ে ও অন্যান্য বিভিন্ন কারণে এখনও পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে।

তবে প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম আছড়ে পড়ার আগে থেকেই চেন্নাই বানভাসি হয়ে উঠেছিল। কোথাও হাঁটুসমান জল ছিল, কোথাও আবার কোমর সমান। দু'দিন ধরে বৃষ্টি এবং তার জেরে তৈরি হওয়া বন্যা পরিস্থিতির জেরে কোট্টুরপুরম, মুথিয়ালপেট, তাম্বারম, অশোকনগর, কাট্টুপক্কম, পেরুনগুড়ির মতো শহরের বেশিরভাগ এলাকা কয়েক ফুট জলের তলায় চলে গিয়েছে। শহরের বেশির ভাগ এলাকা জলের তলায় চলে যাওয়ায় রবিবার থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। পানীয় জলের সমস্যাও শুরু হয়েছে কোথাও কোথাও। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জলমগ্ন এলাকাগুলি ঘুরে উদ্ধারকাজের পাশাপাশি ত্রাণ বিলির কাজও শুরু করেছে।

  1. চেন্নাইয়ে বন্যা পরিস্থিতির শিকার আমির খান, লাইফ বোটে উদ্ধার করা হল অভিনেতাকে
  2. শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত 'মিগজাউম', ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলে বানভাসি চেন্নাইয়ে মৃত 17
  3. বুধ-বৃহস্পতিতে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গজুড়ে, পরশু থেকে নামবে পারদ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.