ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বজয়ী অধিনায়কের 36 বছরের রেকর্ড ভাঙলেন ডাচ অধিনায়ক স্কট

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 1:57 PM IST

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X

Netherlands Skipper Scott Edwards in ICC World Cup: বিশ্বকাপের মঞ্চে কিংবদন্তি কপিল দেবের রেকর্ড ভাঙলেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস ৷ 1987 সালে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কপিল দেবের গড়া কীর্তি মঙ্গলবার নিজের নামে করলেন ডাচ উইকেট-কিপার ব্যাটার ৷

ধরমশালা, 18 অক্টোবর: দক্ষিণ আফ্রিকাকে 38 রানে হারিয়ে 2023 ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় অঘটন ঘটিয়ে ফেলেছে নেদারল্যান্ডস ৷ ডাচদের এই জয়ে ব্যাট হাতে বড় অবদান রয়েছে তাঁদের অধিনায়ক স্কট এওয়ার্ডসের ৷ 69 বলে 78 রানের অপরাজিত ইনিংস খেলে নেদারল্যান্ডসকে বৃষ্টি বিঘ্নিত 43 ওভারের ম্যাচে 245 রানের সম্মানজনক স্কোরে পৌঁছে দিয়েছিলেন তিনি ৷ এর বাইরেও একটি বড় কীর্তি অর্জন করেছেন ডাচ অধিনায়ক ৷ ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি কপিল দেবের 36 বছরের পুরনো রেকর্ডও ভাঙলেন করলেন স্কট এডওয়ার্ডস ৷

1987 সালের বিশ্বকাপে অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত নম্বরে ব্যাট করতে নেমে কপিল দেব সর্বোচ্চ 72 রানের ইনিংস খেলেছিলেন ৷ সেই রেকর্ড অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সাত নম্বরে নেমে কোনও ক্রিকেটার এর আগে ভাঙতে পারেননি ৷ তবে মঙ্গলবার ধরমশালার মাঠে কপিল দেবের সেই রেকর্ড ভাঙলেন এডওয়ার্ডস ৷ তিনি 69 বলে 78 রানের ইনিংস খেলেছেন ৷ তাঁর অপরাজিত ইনিংস এবং লোয়ার-অর্ডারের ছোট, কিন্তু প্রভাবশালী ইনিংসে ভর করে প্রোটিয়াদের বিরুদ্ধে 43 ওভারে 8 উইকেট হারিয়ে 245 রান তোলে নেদারল্যান্ডস ৷

সেই রান তাড়া করতে নেমে ডাচদের সামনে আত্মসমর্পণ করলেন বিশ্ব ক্রিকেটের বিস্ফোরক সব ব্যাটাররা ৷ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা থেকে বাঁ-হাতি কুইন্টন ডি’কক ৷ কেউই ডাচ স্পিনারদের সামনে টিকতে পারলেন না ৷ বিশেষত, দক্ষিণ আফ্রিকার হয়ে একসময় বিশ্বকাপ খেলা ভ্যান ডার ম্যারউইয়ের সামনে ৷ একসময় দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই বাঁ-হাতি স্পিনার মঙ্গলবার প্রোটিয়াদের টপ-অর্ডারে ধস নামান ৷

আরও পড়ুন: 48 ঘণ্টার ব্যবধানে ফের অঘটন! এবার প্রোটিয়াদের জয়রথ থামাল ডাচরা

ভ্যান ডার ম্যারউইয়ের শিকারের তালিকায় ছিলেন, অধিনায়ক তেম্বা বাভুমা এবং তিন নম্বরে নামা রাসি ভ্যান ডার ডুসেন ৷ দক্ষিণ আফ্রিকার ইনিংস মাত্র 207 রানে শেষ হয়ে যায় ৷ তবে, তা আরও আগে হতে পারত ৷ যদি শুরুতেই বাঁ-হাতি ডেভিড মিলারের ক্যাচ বাউন্ডারি লাইনে না ফেলতেন নেদারল্যান্ডসের ক্রিকেটার ৷ ফলে সেখান থেকে অন্তত কুড়ি রান কম উঠত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.