ETV Bharat / sports

T20 World Cup : নিয়মরক্ষার ম্য়াচে নামিবিয়াকে স্বল্প রানে বেঁধে রাখতে ব্যর্থ টিম ইন্ডিয়া

author img

By

Published : Nov 8, 2021, 9:17 PM IST

Updated : Nov 8, 2021, 9:43 PM IST

নিয়মরক্ষার ম্য়াচ হলেও মনে করা হয়েছিল নামিবিয়াকে স্বল্প রানে বেঁধে রাখবে ভারতীয় দল ৷ কিন্তু ভারতের বিরুদ্ধে সহজে হাল ছাড়তে রাজি নয় তারা ৷ ব্যাট হাতে বুঝিয়ে দিল নামিবিয়া ৷ দুবাইয়ে গ্রুপের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে 132 রান তুলল তারা ৷

T20 World CuT20 World Cupp
নিয়মরক্ষার ম্য়াচে নামিবিয়াকে স্বল্প রানে বেঁধে রাখতে ব্যর্থ টিম ইন্ডিয়া

দুবাই, 8 নভেম্বর : নিয়মরক্ষার ম্য়াচ হলেও মনে করা হয়েছিল নামিবিয়াকে স্বল্প রানে বেঁধে রাখবে ভারতীয় দল ৷ কিন্তু ভারতের বিরুদ্ধে সহজে হাল ছাড়তে রাজি নয় তারা ৷ ব্যাট হাতে বুঝিয়ে দিল নামিবিয়া ৷ দুবাইয়ে গ্রুপের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে 132 রান তুলল তারা ৷ অর্থাৎ, ব্যাট হাতে লড়াইটা খুব একটা সহজ হচ্ছে না রোহিত-কোহলিদের ৷ ব্য়ক্তিগতভাবে কেউ বড় স্কোর না করলেও সম্মিলিত প্রয়াসে 8 উইকেটে এদিন 132 রান তোলে নামিবিয়া ৷

টি-20 ফর্ম্য়াটে অধিনায়ক হিসেবে এদিন শেষবারের মত টস করতে নামেন বিরাট কোহলি ৷ অধিনায়ক হিসেবে বিদায়ী ম্য়াচে টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কোহলি ৷ অধিনায়ক হিসেবে বিদায়বেলায় টস জিতে এদিন আবেগঘন কোহলি জানান, নতুন কারও হাতে দায়িত্ব সঁপে এটা সামনে তাকানোর সময় ৷ আমি দলের খেলায় ভীষণ গর্বিত ৷ রোহিত আছে, ও এখন থেকে দলের দায়িত্ব সামলাবে ৷

আরও পড়ুন : গ্রুপ লিগে পাঁচে পাঁচ পাকিস্তানের, সেমিফাইনালে সামনে অস্ট্রেলিয়া

নামিবিয়ার কোনও ব্যাটারকেই এদিন হাত খুলতে দেননি ভারতীয় বোলাররা ৷ তবু ওপেনার স্টিফেন বার্ডের 21, ডেভিড উইসের 26 রানে ভর করে 132-এ পৌঁছে যায় নামিবিয়া ৷ 3টি করে উইকেট নেন দুই অভিজ্ঞ স্পিনার জাদেজা এবং অশ্বিন ৷ 2টি উইকেট বুমরার ঝুলিতে ৷ 4 ওভারে মাত্র 16 রান দিয়ে সবচেয়ে কৃপণ বোলিং করেন জাদেজা ৷

Last Updated : Nov 8, 2021, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.