ETV Bharat / sports

Mukesh Kumar ODI Debut: বার্বেডোজে অভিষেকেই দুরন্ত মুকেশ, জাদেজার ঘূর্ণি বেসামাল হেটমায়াররা

author img

By

Published : Jul 27, 2023, 7:11 PM IST

Updated : Jul 27, 2023, 8:39 PM IST

Mukesh Kumar ODI Debut against West Indies: ক্রিকেটের কুলীন ফর্ম্যাটের পর এবার ওডিআই ফর্ম্যাটেও দেশের জার্সি গায়ে চড়ালেন বঙ্গ পেসার ৷ জোয়েল গার্নারের দেশে অভিষেকেই নজর কাড়তে তৈরি মুকেশ কুমার ৷

Etv Bharat
Etv Bharat

বার্বেডোজ, 27 জুলাই: দাপট দেখিয়ে টেস্ট সিরিজ জিতেছে ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’ ৷ সেই জয়ের ধারা বজায় রাখার লক্ষ্যে ওডিআই সিরিজে নামল ‘মেন ইন ব্লু’ ৷ কেনসিংটন ওভালে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠাল রাহুল দ্রাবিড়ের ছেলেরা ৷ টেস্টের পর এবার ওডিআই ফর্ম্যাটেও দেশের জার্সি গায়ে চড়ালেন মুকেশ কুমার ৷ জোয়েল গার্নারের দেশে অভিষেকেই নজর কাড়তে তৈরি বাংলার জোরে বোলার ৷ ডেবিউ ম্যাচে ইতিমধ্যেই উইকেট তুলে নিয়েছেন মুকেশ ৷ অ্যালিক অ্যাথানাজেকে ফিরিয়ে প্রথম ওডিআই উইকেটের স্বাদ পেয়েছেন বঙ্গ-পেসার ৷ 3 উইকেট তুলে ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে কোনঠাসা করার কাজটা করে ফেলেছেন রবীন্দ্র জাদেজা ৷

টেস্ট সিরিজে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দাপট ছিল ভারতের ৷ বৃষ্টির ফলে ম্যাচ ভেস্তে গেলেও সিরিজ জিতে নিয়েছে দল ৷ ব্যাট হাতে দাপট দেখিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ৷ ক্যারিবিয়ান মুলুকে সেঞ্চুরি পেয়েছেন ভারতের দুই ব্যাটিং ভরসাই ৷ এবার তিন ম্যাচের ওডিআই সিরিজেও সেই দাপট বজায় রাখতে বদ্ধপরিকর ভারত ৷

চোট সারিয়ে দলে ফিরেছেন শার্দূল ঠাকুর ৷ টেস্ট ম্যাচে আহত ঠাকুরের জায়গাতেই অভিষেক হয়েছিল মুকেশের ৷ ‘লর্ড’ শার্দূলের পাশাপাশি মুকেশ-উমরানের বলে শাই হোপদের অল্প রানে বেঁধে দ্রুত টার্গেট তুলে নেওয়াই লক্ষ্য রোহিতদের ৷ অন্যদিকে ওডিআই ফর্ম্যাটে দল ভারী করতে টিমে ফেরানো হয়েছে শিমরন হেটমায়ারকে ৷

আরও পড়ুন: প্রথম টেস্ট উইকেটের পর 'বিরাট আলিঙ্গন' স্বর্গীয় অনুভূতি, জানালেন মুকেশ

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক, মুকেশ কুমার

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ (অধিনায়ক/উইকেটরক্ষক), কাইল মায়ার্স, ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানাজে, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ইয়ানিক ক্যারিয়া, ডমিনিক ড্রেকস, জেডন সিলস, গুদাকেশ মতি

আরও পড়ুন: নবরাত্রির জেরে বিশ্বকাপে বদলাতে পারে ভারত-পাক ম্যাচের সূচি

Last Updated : Jul 27, 2023, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.