ETV Bharat / sports

Martin Guptill : আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 'বিরাট' নজির টপকালেন গাপটিল

author img

By

Published : Nov 19, 2021, 8:06 PM IST

Martin Guptill
আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 'বিরাট' নজির টপকালেন গাপটিল

বিরাট নজির টপকে যাওয়ার পথে এদিন জীবন ফিরে পান কিউয়ি মারকুটে ওপেনার ৷ প্রথম ওভারে ভুবনেশ্বর কুমারের শেষ বলে কেএল রাহুল ক্য়াচ মিস না করলে একই মেরুতে থেকে যেতেন কোহলি-গাপটিল ৷

রাঁচি, 19 নভেম্বর : সম্ভাবনায় সিলমোহর দিয়ে রাঁচিতে বিরাট কোহলিকে টপকে গেলেন মার্টিন গাপটিল ৷ বিরাটের চেয়ে 10 রানে পিছিয়ে থেকে এদিন ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-20তে ইনিংসের গোড়াপত্তনে নেমেছিলেন কিউয়ি ওপেনার ৷ অপেক্ষা দীর্ঘায়িত হয়নি ৷ প্রথম ওভারে 14 রান সংগ্রহ করেই টি-20তে ভারতের সদ্য়-প্রাক্তন অধিনায়কের 'বিরাট' রেকর্ড টপকে যান গাপটিল ৷ আপাতত আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহক তিনি ৷

তবে বিরাট নজির টপকে যাওয়ার পথে এদিন জীবন ফিরে পান কিউয়ি মারকুটে ওপেনার ৷ প্রথম ওভারে ভুবনেশ্বর কুমারের শেষ বলে কেএল রাহুল ক্য়াচ মিস না করলে একই মেরুতে থেকে যেতেন কোহলি-গাপটিল ৷ রাহুলের ফস্কানো ক্য়াচ বাউন্ডারির সীমানা ছুঁতেই কোহলির 3,227 আন্তর্জাতিক টি-20 রান টপকে যান কিউয়ি ওপেনার ৷ তবে কোহলির রান টপকে যেতে 114 ইনিংস ব্যয় হল গাপটিলের ৷ পক্ষান্তরে কোহলির এই রান এসেছে মাত্র 91টি ইনিংসে ৷

যদিও গাপটিলের মারকাটারি ইনিংস এদিন লম্বা হয়নি ৷ পঞ্চম ওভারে চাহারের ডেলিভারিতে পন্থের হাতে ধরা পড়েন তিনি ৷ 15 বলে তাঁর 31 রানের ইনিংসে ছিল 3টি চার, 2টি ছয় ৷ আউট হয়ে গাপটিল যখন এদিন ডাগ-আউটে ফেরেন তখন তাঁর ঝুলিতে 3,248 আন্তর্জাতিক টি-20 রান ৷

আরও পড়ুন : বিপর্যয় সামলে জয় দিয়েই বাংলাদেশ সফর শুরু করলেন বাবররা

জয়পুরের মতো ধোনির শহরেও সিরিজের দ্বিতীয় টি-20 ম্য়াচে টস জেতেন রোহিত শর্মা ৷ একইসঙ্গে সিরিজ জয়ের লক্ষ্য়ে দ্বিতীয় ম্য়াচে ফের রান তাড়া করার পথেই হাঁটেন তিনি ৷ যদিও দ্বিতীয় ম্য়াচে উইনিং কম্বিনেশন ভাঙতে হয় ভারতীয় টিম ম্য়ানেজমেন্টকে ৷ প্রথম ম্য়াচে হাতে চোট পাওয়া মহম্মদ সিরাজের পরিবর্তে আন্তর্জাতিক অভিষেক হয় 2021 আইপিএলে সর্বাধিক উইকেটশিকারি হর্ষল প্য়াটেলের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.