ETV Bharat / sports

Ashes second Test : ল্যাবুশেনের রেকর্ড শতরানে পিঙ্ক বল টেস্টেও চালকের আসনে ব্যাগি-গ্রিনরা

author img

By

Published : Dec 17, 2021, 7:52 PM IST

পিঙ্ক বল টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে অ্যাডিলেডে এদিন তৃতীয় শতরানটি করেন মার্নাস ল্যাবুশেন (Marnus Labuschagne scores record third ton in pink ball test) ৷ কেরিয়ারে এটি অজি ব্যাটারের ষষ্ঠ শতরান হলেও অ্যাসেজে ল্যাবুশেনের প্রথম শতরান এটি ৷ প্রথমদিন দু'বার জীবন ফিরে পাওয়ার পর এদিন ফের ক্যাচ ফস্কে অজি ব্যাটারকে জীবনদান করেন জেমস অ্যান্ডারসন ৷

Ashes second Test
ল্যাবুশেনের রেকর্ড শতরান, পিঙ্ক বল টেস্টেও চালকের আসনে ব্যাগি গ্রিনরা

অ্যাডিলেড, 17 ডিসেম্বর : তুমুল বজ্রপাতে অ্যাডিলেডে অ্যাসেজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলার যবনিকা পড়ল নির্ধারিত সময়ের আগেই ৷ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পাহাড়প্রমাণ রানের সামনে জো রুটের দল তখন 2 উইকেটে 17 (England ends day two on 17/2) ৷ সবমিলিয়ে প্রথম টেস্টে জয়ের পর অ্যাডিলেডে দিন-রাতের টেস্টেও জাঁকিয়ে বসেছে অজিরা (Australia takes control of Pink Ball Test match in Adelaide) ৷ সৌজন্যে মার্নাস ল্যাবুশেনের রেকর্ড শতরান ৷ ডেভিড ওয়ার্নারের পর দ্বিতীয় দিন শতরান মাঠেই রেখে এলেন অধিনায়ক স্টিভ স্মিথ ৷

93 রানে আউট হলেন অজিদের স্ট্যান্ড-ইন দলনায়ক ৷ তাঁর আগে পিঙ্ক বল টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে অ্যাডিলেডে এদিন তৃতীয় শতরানটি করেন মার্নাস ল্যাবুশেন (Marnus Labuschagne scores record third ton in pink ball test) ৷ কেরিয়ারে এটি অজি ব্যাটারের ষষ্ঠ শতরান হলেও অ্যাসেজে ল্যাবুশেনের প্রথম শতরান এটি ৷ প্রথমদিন দু'বার জীবন ফিরে পাওয়ার পর এদিন ফের ক্যাচ ফস্কে অজি ব্যাটারকে জীবনদান করেন জেমস অ্যান্ডারসন ৷ শেষ পর্যন্ত 103 রান করে ওলি রবিনসনের শিকার হন তিনি ৷

ব্রিসবেনে অভিষেকে উইকেটের পিছনে বিশ্বরেকর্ড গড়ার পর দ্বিতীয় টেস্টে অর্ধশতরান এল অ্যালেক্স ক্যারির ব্যাটে ৷ শেষদিকে মিচেল স্টার্কের অপরাজিত 39 রান এবং মাইকেল নেসেরের ঝোড়ো 35 (24) রানে ভর করে 9 উইকেটে 473 রান তুলে প্রথম ইনিংসে ইতি টানে অস্ট্রেলিয়া ৷

আরও পড়ুন : Pat Cummins ruled out of Adelaide Test: কোভিড আতঙ্কে অ্যাসেজের দ্বিতীয় টেস্টে নেতা বদল অস্ট্রেলিয়ার

অজিদের বড় রানের সামনে মাত্র 12 রানেই দুই ওপেনারের উইকেট হারায় ইংল্যান্ড ৷ 4 রানে মিচেল স্টার্কের শিকার হন ররি বার্নস ৷ 6 রানে হাসিব হামিদকে ফেরান মাইকেল নেসের ৷ দিনের শেষে 1 রানে অপরাজিত ডেভিড মালান ৷ ইংরেজ অধিনায়ক জো রুট অপরাজিত 5 রানে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.