ETV Bharat / sports

আইপিএল নিলামের তোড়জোড় শুরু, ওয়ালেটে কত নিয়ে নামছে ফ্র্যাঞ্চাইজিগুলো?

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 5:48 PM IST

IPL 2024 Auction: 19 ডিসেম্বর আইপিএল-এর নতুন মরশুমের জন্য নিলাম শুরু হতে চলেছে ৷ নিলামে উঠতে চলেছে 333 জন খেলোয়াড়ের নাম ৷ তার আগে দেখে নেওয়া যাক কার ওয়ালেটে বাকি রয়েছে কত টাকা ৷

Etv Bharat
Etv Bharat

মুম্বই, 16 ডিসেম্বর: বাকি আর মাত্র তিন দিন ৷ 19 ডিসেম্বর আইপিএলের নতুন মরশুমে নিলামে উঠতে চলেছে 333 জন খেলোয়াড়ের নাম ৷ শুধু আনক্যাপড খেলোয়াড়রাই নয় তালিকায় রয়েছেন প্যাট কামিন্স, ট্রাভিস হেড, রাচিন রবীন্দ্র, স্টিভেন স্মিথের মতো একাধিক বিশ্ববন্দিত তারকা ৷ সদ্য শেষ হওয়া ভারতের মাটিতে আয়োজিত ওয়ান ডে বিশ্বকাপে একের পর এক দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন এই তারকারা ৷ আর তাই আইপিএল নিলামেও তাঁদের নিয়ে দাম যে চড়বে তা বলাই বাহুল্য ৷ 77 জন ক্রিকেটারের জন্য নিলামে লড়াই হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ৷ এর মধ্যে বিদেশি খেলোয়াড় 30 জন ৷ তবে তার আগে দেখে নেওয়া দরকার এই মুহূর্তে কার ওয়ালেটে ঠিক কত টাকা পড়ে রয়েছে ৷ আর আগামী নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি কতজন ক্রিকেটারকে কিনতে পারবে ৷

আইপিএলের এই নিলাম পর্বটি আয়োজিত হবে আগামী 19 ডিসেম্বর ৷ দুবাইয়ের কোকা-কোলা এরিনায় 214 জন ভারতীয় খেলোয়াড় এবং 119জন বিদেশি খেলোয়াড়ের ভাগ্য নির্ধারিত হবে ৷ দুপুর 1টা থেকে শুরু হবে এই নিলাম পর্ব ৷ ওয়ালেটে থাকা টাকার কথা বলতে গেলে সবচেয়ে বেশি টাকা বাঁচিয়ে রেখেছে গুজরাত টাইটান্স ৷ তাঁদের কাছে রয়েছে 38.15 কোটি টাকা ৷ তাঁরা 2 জন বিদেশি এবং 6 জন দেশীয় ক্রিকেটারকে দলে নিতে পারবে ৷ এরপর সর্বাধিক 34 কোটি টাকা আছে সানরাইজার্স হায়াদরাবাদের কাছে ৷ তাঁরা দলে আনতে পারেন 3 জন বিদেশি খেলোয়াড় এবং 3 জন ভারতীয় খেলোয়াড়কে ৷ 32.70 কোটি টাকা আছে কলকাতা নাইট রাইডার্সের ওয়ালেটে ৷ তারা কিনতে পারবে 4 জন বিদেশি খেলোয়াড় এবং 4 জন ভারতীয় খেলোয়াড়কে ৷ চেন্নাই সুপার কিংসের কাছে আছে 31.40 কোটি টাকা ৷ তাদের দলে জায়গা পেতে পারে 3 জন বিদেশি খেলোয়াড় এবং 3 জন ভারতীয় খেলোয়াড় ৷

29.10 কোটি টাকা ওয়ালেটে বাঁচিয়ে রেখেছে পঞ্জাব কিংস ৷ নিলাম থেকে 2 জন বিদেশি এবং 6 জন দেশীয় খেলোয়াড় বেছে নিতে পারবে তারা ৷ 28.95 কোটি টাকা আছে দিল্লি ক্যাপিটালসের কাছে ৷ তারা দলে নিতে পারবে আরও মোট 9জন খেলোয়াড়কে ৷ তার মধ্যে 4টি আসন সংরক্ষিত রয়েছে বিদেশিদের জন্য ৷ বিরাট কোহলির রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের কাছে আছে 23.25 কোটি টাকা ৷ দলে জায়গা পেতে পারেন আরও 3 জন বিদেশি খেলোয়াড় এবং 3 জন ভারতীয় খেলোয়াড় ৷

4 জন বিদেশি খেলোয়াড় মিলিয়ে মোট 8 জন খেলোয়াড়কে নিলাম থেকে কিনতে পারবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ানসও ৷ তবে হাতে রয়েছে মাত্র 17.75 কোটি টাকা ৷ 3 জন বিদেশি খেলোয়াড় ও 5 জন ভারতীয় খেলোয়াড় কিনতে পারবে রাজস্থান রয়্যালসও ৷ তাদের ওয়ালেটে টাকা অবশিষ্ট রয়েছে 14.50 কোটি ৷ সমস্ত দলগুলির মধ্যে সবচেয়ে কম টাকা রয়েছে লখনউ সুপার জায়ান্টসের হাতে ৷ তাদের ওয়ালেটে রয়েছে মাত্র 13.15 কোটি টাকা ৷ যদিও 6 জন খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ রয়েছে তাদের কাছে ৷ এর মধ্যে 2টি আসন সংরক্ষিত বিদেশি খেলোয়াড়দের জন্য ৷

আরও পড়ুন:

  1. 'আসল টেস্ট ক্রিকেটের স্বাদ পেল মেয়েরা', দীপ্তিদের প্রশংসায় পঞ্চমুখ অমল
  2. রোহিত যুগ অতীত, কামব্যাকেই মুম্বই ইন্ডিয়ান্সের নয়া অধিনায়ক হার্দিক
  3. ধোনিকে সম্মান জানাতে বিশেষ পদক্ষেপ, 7 নম্বর জার্সি সরিয়ে নিল বিসিসিআই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.