ETV Bharat / sports

পান মশলার দোকান চালিয়ে ছেলেকে ক্রিকেটার বানানোর স্বপ্ন বাবার, আইপিএল নিলামে বাংলার 'সব্যসাচী' কৌশিক

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 11:07 PM IST

Updated : Dec 19, 2023, 2:36 PM IST

IPL Auction 2024: আইপিএল-এর নিলামে এবার বাংলার তরফে নতুন আকর্ষণ 'সব্যসাচী' ক্রিকেটার কৌশিক মাইতি ৷ দুই হাতেই সমানে স্পিন করতে পারেন তিনি ৷ লেফট আর্ম অর্থডক্স এবং অফব্রেক দু'টি অস্ত্র রয়েছে তাঁর কাছে ৷ তিনি ডাক পান কিনা সেটাই দেখার ৷

koushik-maiti-bengal-bowler-will-be-in-the-in-ipl-auction
আইপিএল নিলামের আকর্ষণ এবার বাংলার 'সব্যসাচী' কৌশিক

কৌশিক মাইতির প্রতিক্রিয়া

কলকাতা, 18 ডিসেম্বর: আইপিএল-এর নিলাম এখন আলোচনা তুঙ্গে ৷ দশটি দল ঝাঁপাবে 77 জন মনের মতো খেলোয়াড়কে খুঁজে নিতে ৷ আর এই নিলামে বাংলা থেকেও ডাক পেলেন একজন তরুণ ক্রিকেটার ৷ বাংলার এই ক্রিকেটারকে বলাই যায় 'সব্যসাচী'। সব্যসাচী কথার আভিধানিক অর্থ যে দুই হাতে সমান নিপুন ৷ বাংলার এই বছর বাইশের ক্রিকেটারও একেবারে তাই ৷ তাঁর বিশেষত্ব তিনি দুই হাতেই বল করতে পারেন। নাম কৌশিক মাইতি ৷

মঙ্গলবার দুবাইয়ে 333 জন ক্রিকেটারের নাম উঠবে নিলামে । বড় নাম রয়েছে অনেক । আকাশ ছোঁয়া দাম দিয়ে তাঁদের দলে টানতে মরিয়া লড়াই করবে সমস্ত দলগুলি মরিয়া ৷ তবে বাংলার এই 'সব্যসাচী' ক্রিকেটারকে নিয়েও আগ্রহের চোরাস্রোত রয়েছে । এর আগে শ্রীলঙ্কার বোলার কামিন্দু মেন্ডিস এইভাবেই নজর কেড়েছিলেন সকলের ৷ তিনিও ছিলেন একজন স্পিনার । বাঁ হাতে অর্থডক্স এবং ডান হাতে অফস্পিন করতেন এই বোলার ৷ খেলেছেন জাতীয় দলেও ৷ একইভাবে অফব্রেক এবং লেফট আর্ম অর্থডক্স বোলিং করেন কৌশিকও ৷ 22 বছর বয়সি এই ক্রিকেটার ক্লাব ক্রিকেটে তো বটেই বাংলা দলের জার্সিতেও কৌশিক একই কৃতিত্ব দেখিয়েছেন । বল করে উইকেটও নিয়েছেন ।

বিজয় হাজারে ট্রফিতে বাংলার জার্সিতে তাঁর অভিষেক হয়েছে । মুস্তাক আলি ট্রফিতেও খেলেছেন কৌশিক । বিজয় হাজারে ট্রফিতে কৌশিক পঞ্জাবের বিরুদ্ধে তিনটি উইকেট পেয়েছেন । একটি উইকেট তিনি পেয়েছেন ডান হাতে । দু'টো উইকেট পেয়েছেন বাঁ-হাতে বল করে । একজন ক্রিকেটারের হাত থেকে এমন বোলিং নজর টেনেছে আইপিএল-এর দলগুলিরও । রাজস্থান রয়্যালসের শিবিরে গিয়ে প্র্যাকটিস ম্যাচে চারটি উইকেট পেয়েছেন কৌশিক । আবার দিল্লি ক্যাপিট্যালসের শিবিরে মিলেছে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রিকি পন্টিংয়ের উৎসাহ এবং আশ্বাস ।

কলকাতা নাইট রাইডার্সের শিবিরে ডাক পেলেও বাংলার হয়ে মুস্তাক আলি ট্রফিতে খেলা থাকায় সেখানে যাওয়া সম্ভব হয়নি । অন্য বছরগুলো যেভাবে আইপিএল-এর নিলাম হয় এবার তত বড় নিলাম হবে না ৷ তবে কোনও দলের পছন্দ না হলে বাংলা দলের হয়েই আরও বড় লক্ষ্যপূরণে ঝাপাতে চান তিনি ।

হাওড়ার বকুলতলায় বাবা-মা-দাদাকে নিয়ে কৌশিকের সংসার । একটা ছোট্ট পান মশলার দোকান চালিয়ে কৌশিককে বড় করেছে বাবা-মা । এবার ক্রিকেটকে বাহন করে কৌশিক বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে চায় । বর্তমানে কৌশিকের ক্রিকেট থেকে রোজগার এবং দাদার চাকরির উপার্জনে সংসার চলে । সৌরভকে দেখে ক্রিকেটের প্রেমে পড়েন তিনি ।

পরবর্তী সময়ে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির ক্রিকেট নৈপুণ্য তাঁকে আরও বেশি অনুপ্রাণিত করেছে । মাধ্যমিক পাশ করার পরে পড়াশোনায় বিরতি দিয়ে ক্রিকেটকে আঁকড়ে ধরেছিলেন কৌশিক । এবার দুরশিক্ষার আওতায় দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেওয়ার পরিকল্পনা সাজিয়েছেন ক্রিকেটের সঙ্গে সমান্তরালভাবে ।

বিজয় হাজারে ট্রফি এবং মুস্তাক আলি ট্রফিতে তাঁকে দু হাতে বল করতে দেখে প্রতিপক্ষ বোলাররা বিভ্রান্ত হয়েছেন । রিকি পন্টিংও এই দু'হাতে বল করার গুণকে আরও পরিশালিত করতে উৎসাহ দিয়েছেন । কেন এই দু হাতে বোলিং করার ভাবনা? কৌশিক জানান, প্রথম একাদশে জায়গা নিশ্চিত করতেই দু'হাতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন কৌশিক । এককথায় দলে অস্তিত্ব রক্ষার তাগিদই লক্ষীরতন শুক্লার ক্রিকেট অ্যাকাডেমিতে ক্রিকেটের পাঠ নেওয়া কৌশিককে সব্যসাচী হতে অনুপ্রাণিত করেছে । বাংলা দলে লক্ষীরতন শুক্লা এবং সৌরাশিস লাহিড়ী ভুল ত্রুটি শুধরে দেন । অফস্পিনার হিসেবে রবিচন্দ্রন আশ্বিনকে পছন্দ কৌশিকের । ক্রিকেটকে বাহন করে জীবনের রাজপথে দৌড়তে চান তিনি । আইপিএলে সুযোগ পেলে গলি থেকে রাজপথের দিকে আরেকটু এগিয়ে যাবে কৌশিক ।

আরও পড়ুন:

Last Updated : Dec 19, 2023, 2:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.