ETV Bharat / sports

Ranji Trophy : কলকাতায় এবার রণজি ট্রফির ফাইনাল, প্রকাশিত হল ঘরোয়া সূচি

author img

By

Published : Aug 31, 2021, 7:46 PM IST

এবারের রণজি ট্রফি শুরু হচ্ছে 2022 সালের 5 জানুয়ারি থেকে ৷

Ranji Trophy
Ranji Trophy

কলকাতা, 31 অগস্ট : ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ করল বিসিসিআই ৷ তার মধ্যে 22 নভেম্বর সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনাল হবে দিল্লিতে ৷ একইভাবে এবারের রণজি ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায় ৷ 16 মার্চ ইডেন গার্ডেন্সে বসবে ফাইনালের আসর ৷

এবারের রণজি ট্রফি শুরু হচ্ছে 2022 সালের 5 জানুয়ারি থেকে ৷ টুর্নামেন্ট আয়োজিত হবে ছয়টি শহরে ৷ মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা, আমেদাবাদ, ত্রিবান্দ্রম এবং চেন্নাই ৷ ফাইনাল ছাড়াও 20 ফেব্রুয়ারি থেকে নকআউটের ম্যাচগুলি কলকাতায় হবে ৷ প্রতিটি টিমকে ম্যাচের আগে পাঁচদিনের বাধ্যতামূলক কোয়ারান্টিনে থাকতে হবে ৷ অন্যদিকে লখনউ, গুয়াহাটি, বরোদা, দিল্লি, হরিয়ানা এবং বিজয়ওয়াড়া হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি ম্যাচগুলি ৷ 16 নভেম্বর থেকে দিল্লিতে শুরু হবে মুস্তাক আলির নকআউট পর্ব ৷ তবে বিজয় হাজারে ট্রফির ভেনু এখনও ঘোষিত হয়নি ৷

আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : হাই জাম্পে জোড়া পদক; রুপো জয় থাঙ্গাভেলুর, শরদের ব্রোঞ্জ

এবারের গ্রুপ সি-তে রয়েছে মুম্বই, কর্নাটক, দিল্লি, হায়দরাবাদ, মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ড ৷ গতবারের রানার্স বাংলা আপাতত সহজ গ্রুপে পড়েছে ৷ গ্রুপ বি-তে বাংলার সঙ্গে রয়েছে বিদর্ভ, হরিয়ানা, কেরালা, ত্রিপুরা এবং রাজস্থান ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র, তামিলনাড়ু, রেলওয়ে, জম্মু-কাশ্মীর এবং গোয়া গ্রুপ ডি-তে রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.