ETV Bharat / sports

Kapil Dev: অতিরিক্ত ধকল এড়াতে বুমরাদের আইপিএল না-খেলার পরামর্শ কপিলের

author img

By

Published : Oct 9, 2022, 7:03 PM IST

Kapil Dev
অতিরিক্ত ধকল এড়াতে বুমরাদের আইপিএল না-খেলার পরামর্শ কপিলের

সম্প্রতি এক অনুষ্ঠানে বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিল দেব (Kapil Dev) জানান, ইদানিং তিনি ক্রিকেটারদের থেকে আইপিএলে (Indian Premier League) ব্যাপক চাপের কথা হামেশাই শুনে থাকেন ৷ আর সেই চাপ কাটানোর জন্য একমাত্র রাস্তা হিসেবে প্রতিযোগিতায় না-খেলার কথা বলেন ৷

মুম্বই, 9 অক্টোবর: আইপিএলের (Indian Premier League) অতিরিক্ত চাপে যদি জাতীয় দলের জার্সিতে মোক্ষম টুর্নামেন্ট মিস হয়ে যায় তাহলে ফ্র্যাঞ্চাইজি লিগ না-খেলাই শ্রেয় ৷ আধুনিক ক্রিকেটের চাপ সামলানোর মন্ত্র দিতে গিয়ে ক্রিকেটারদের এমনই দাওয়াই দিলেন কপিল দেব নিখাঞ্জ (Kapil Dev says do not play IPL to avoid pressure) ৷

সম্প্রতি এক অনুষ্ঠানে বিশ্বজয়ী ভারত অধিনায়ক জানান, ইদানিং তিনি ক্রিকেটারদের থেকে আইপিএল খেলার চাপের কথা হামেশাই শুনে থাকেন ৷ আর সেই চাপ কাটানোর জন্য একমাত্র রাস্তা হিসেবে প্রতিযোগিতায় না-খেলার কথা বলেন ৷

কিংবদন্তি বলেন, "আমি টেলিভিশনে বহু ক্রিকেটারদের বলতে শুনেছি আইপিএল খেলা ভীষণ ঝক্কি, ভীষণ চাপের ৷ এর ওষুধ হিসেবে আমি শুধু এটুকুই বলতে পারি যে খেলো না আইপিএল ৷" একইসঙ্গে 'হরিয়ানা হ্যারিকেন' জানান, খেলার প্রতি প্যাশন থাকলে চাপ অনুভূত হয় না ৷

বিশ্বজয়ীর কথায়, "একজন ক্রিকেটারের যদি খেলার প্রতি প্যাশন থেকে থাকে তাহলে সে কোনও চাপই বুঝতে পারবে না ৷ আমি প্যাশন, ডিপ্রেশনের মত মার্কিন শব্দগুলিকে খুব একটা বিশ্বাস করি না ৷ আমি এক কৃষক পরিবারের ছেলে, আমরা আনন্দ করেই ক্রিকেটটা খেলে এসেছি ৷ খেলাকে ভালোবাসলে চাপের কোনও বিষয়ই নেই ৷"

আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে আত্মপ্রকাশ বাংলার শাহবাজের

ধারাভাষ্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন ক্রিকেটীয় ইস্যু নিয়ে মতামত পোষণ করে থাকেন কপিল দেব ৷ ইংল্যান্ড সফরে চার্লি ডিন-কে করা দীপ্তি শর্মার (Deepti Sharma) মানকাডিং বিতর্ক নিয়েও মুখ খুলেছিলেন তিনি ৷ বিশ্বজয়ী অধিনায়ক জানিয়েছিলেন, মানকাডিং নিয়ে যখন এত বিতর্ক তখন ব্যাটারকে রান সম্পূর্ণ করতে দেওয়া হোক, তবে বিষয়টি শর্ট রান হিসেবে পরিগণিত হোক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.