ETV Bharat / sports

Umran Malik Father Interview : "কখনও চাইনি ছেলে সবজি বিক্রি করুক", বলছেন উমরানের গর্বিত বাবা

author img

By

Published : May 24, 2022, 9:19 PM IST

ছেলে প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার পর উচ্ছ্বাসের সীমা নেই বাবার ৷ ইটিভি ভারতের মুখোমুখি হয়ে জানালেন, এবার নীল জার্সিতে দেশের নাম উজ্জ্বল করুক উমরান (Umran Malik father hopes that his son will shine in blue jersey as well) ৷

Umran Malik Father
ছেলের সাফল্যে গর্বিত উমরানের বাবা

জম্মু ও কাশ্মীর, 24 মে : রবিবার ছেলে যখন প্রথমবারের জন্য জাতীয় দলে ডাক পেল, আবদুল রশিদ তখন তাঁর সবজির দোকানে অন্যান্যদিনের মত ব্যস্ত ক্রেতা সামলাতে ৷ শাহিদি চকে তাঁর সবজির দোকানই যে একসময় পরিবারের আয়ের একমাত্র উৎস ছিল ৷ তবে বাবা চাননি ছেলে পরিবারের হাল ধরতে সবজির দোকান সামলাক ৷ তাই ছেলেবেলা থেকে ক্রিকেট অন্তপ্রাণ উমরানকে স্বাধীনতা দিয়েছেন আবদুল রশিদ ৷ স্বাভাবিকভাবেই ছেলে প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার পর উচ্ছ্বাসের সীমা নেই বাবার ৷ ইটিভি ভারতের মুখোমুখি হয়ে জানালেন, এবার নীল জার্সিতে দেশের নাম উজ্জ্বল করুক উমরান (Umran Malik father hopes that his son will shine in blue jersey as well) ৷

এর আগে গত কুড়ি-বিশের বিশ্বকাপে জাতীয় দলের নেট বোলার হিসেবে উমরানকে বেছে নেওয়া হয়েছিল ৷ তবে আইপিএলের মঞ্চে গতিতে আশ্বস্ত করে জাতীয় দলে মেডেন কল-আপ যে সবচেয়ে স্পেশাল ৷ উমরানের সাফল্যে তাই উৎসবে মেতে ওঠে তাঁর মহল্লার বাসিন্দারা ৷ খবর পেয়ে ক্রেতাদের মধ্যে মিষ্টি বিলিয়েছেন বাবা আবদুল রশিদও ৷ ইটিভি ভারতকে বাইশ বছরের ক্রিকেটারের বাবা বললেন, "আমি খুশি এই ভেবে যে আমার ছেলে দেশের মানুষের ভালবাসা কুড়িয়ে নিয়েছে ৷ আশা করি ভবিষ্যতেও একইভাবে উমরানকে ভালবেসে যাবে দেশের মানুষ ৷"

ছেলের সাফল্যে গর্বিত উমরানের বাবা

আরও পড়ুন : পুরুষতন্ত্রের অবসান ঘটিয়ে অলিম্পিক পদকে চোখ বক্সিংয়ের নতুন রানি জারিনের

সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে জাতীয় দলের নির্বাচকমণ্ডলীকে আশ্বস্ত করার পর উমরান জাতীয় দলের জার্সিতেও সফল হবে, প্রত্যাশা আবদুল রশিদের ৷ তিনি বলছেন, "আমি কখনও চাইনি উমরান আমার মত ফল-সবজির দোকান চালাক ৷ আমি সবসময় চেয়ে এসেছি উমরান ওর স্বপ্নের পিছনে ছুটুক ৷ "আবদুল রশিদের আরও সংযোজন, "উমরান কঠোর পরিশ্রমী ৷ ট্রেনিংয়ের জন্য যা যা দরকার আমি সব দিয়েছি ওকে ৷ ওর মা এবং দুই বোন সবসময় ওকে সমরেথন জুগিয়ে গিয়েছে ৷ অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা উমরানের চাহিদাপূরণে কোনও ত্রুটি রাখিনি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.