ETV Bharat / sports

IPL 2023: কোহলির ব্যর্থতা ঢাকলেন ডু'প্লেসি-ম্যাক্সওয়েল, রাজস্থানকে 190 রানের লক্ষ্য দিল ব্যাঙ্গালোর

author img

By

Published : Apr 23, 2023, 3:30 PM IST

Updated : Apr 23, 2023, 5:42 PM IST

ঘরের মাঠে গো-গ্রিন বার্তা নিয়ে রাজস্থানের বিরুদ্ধে নামল আরসিবি ৷ আজ টস জিতে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ফিল্ডিং নিলেন চিন্নাস্বামীতে ৷ এদিনও বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দিচ্ছেন ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023

বেঙ্গালুরু, 23 এপ্রিল: ট্রেন্ট বোল্টের ইন স্যুইংগারে প্রথম বলেই আউট বিরাট কোহলি ৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে রানের খাতাই খুলতে পারলেন না স্ট্যান্ডবাই অধিনায়ক বিরাট ৷ এলবিডব্লিউয়ের শিকার হলেন তিনি ৷ অন্যদিকে, 3 নম্বরে ব্যাট করতে নামানো হয়েছিল শাহবাজ আহমেদকে ৷ তিনি মাত্র 2 রানে আউট হয়ে যান তিনি ৷ দু’টি উইকেটই নিয়েছেন ট্রেন্ট বোল্ট ৷ ফাফ ডু প্লেসিস এবং ম্যাক্সওয়েল আরসিবি-র ইনিংস টানছেন ৷

বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে ও সবুজায়ন সম্পর্কে সচেতন করতে রবিবার ‘গো গ্রিন’-এর বার্তা নিয়ে মাঠে নামল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ রাজস্থানের বিরুদ্ধে ঘরের মাঠ অর্থাৎ চিন্নাস্বামীতে সবুজ রঙের জার্সি পরে মাঠে নামলেন ফ্যাফ ডু'প্লেসি এবং বিরাট কোহলিরা ৷ রবিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ৷ টস জিতে সঞ্জু জানান, পিচ এবং স্টেডিয়ামের পরিস্থিতি বিচার করে রাজস্থান আরসিবির বিরুদ্ধে রান তাড়া করতে পছন্দ করবে ৷ অন্যদিকে, আজও আরসিবি'র অধিনায়কত্বের ব্যাটন সামলাচ্ছেন বিরাট ৷

শেষ ম্যাচে পঞ্জাব কিংসকে তাদের ঘরের মাঠে হারিয়েছে আরসিবি ৷ সেখানে রাজস্থান রয়্যালস তাদের শেষ ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হেরেছে ৷ ফলে চিন্নাস্বামীর ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাঙ্গালোরকে অল্প রানে আটকে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজস্থানের কাছে ৷ আজও আরসিবি'কে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি ৷ আর গত ম্যাচের মতোই ফ্যাফ ডু'প্লেসি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বিরাটের সঙ্গে ওপেন করবেন ৷

আরও পড়ুন: রান-আপ বদলে সাফল্য, জানালেন মুম্বইয়ের স্টাম্প ব্রোকার আর্শদীপ

এ দিন ওয়েন পার্নেলের বদলে ডেভিড উইলিকে খেলিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ মূলত, উইলির বোলিংয়ের পাশাপাশি, ব্যাটিংকে কাজে লাগাতেই এই বদল করেছে আরসিবি ৷ অন্যদিকে, হর্ষল প্যাটেলকে এ দিন সাবস্টিটিউ প্লেয়ার হিসেবে রেখেছে ব্যাঙ্গালোর শিবির ৷ করণ শর্মাকেও প্লেয়িং ইলেভেনে রাখা হয়নি ৷ রাজস্থান ডোনাভন ফেরেইরা এবং মুরুগান অশ্বিনকে সাবস্টিটিউ অপশনে রেখেছে ৷ রাজস্থানের প্রথম একাদশে কোনও বদল করা হয়নি ৷ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলা দলেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট ৷

Last Updated : Apr 23, 2023, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.