ETV Bharat / sports

RCB vs SRH: বিরাটদের বিরুদ্ধে ভদ্রস্থ স্কোর 'লাস্ট বয়' সানরাইজার্সের

author img

By

Published : Oct 6, 2021, 9:30 PM IST

Updated : Oct 6, 2021, 10:09 PM IST

গত ম্যাচে প্লে-অফ নিশ্চিত করা বিরাট কোহলির আরসিবি বুধবার 13তম ম্যাচে আবু ধাবিতে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদের ৷ বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় সানরাইজার্সকে 141 রানে বেঁধে রাখল আরসিবি ৷

RCB vs SRH
সানরাইজার্স বাধা টপকাতে বিরাটদের সামনে 142 রানের লক্ষ্যমাত্রা

আবু ধাবি, 6 অক্টোবর: লক্ষ্য লিগ টেবিলে প্রথম দু'টি জায়গার একটি সুনিশ্চিত করা ৷ গত ম্যাচে প্লে-অফ নিশ্চিত করা বিরাট কোহলির আরসিবি বুধবার 13তম ম্যাচে আবু ধাবিতে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদের ৷ বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় সেই ম্যাচে সানরাইজার্সকে 141 রানে বেঁধে রাখল আরসিবি ৷ অর্থাৎ, পয়েন্টের নিরিখে ধোনিদের ছুঁতে কোহলিদের প্রয়োজন 142 রান ৷

তবে রয়-কেন জুটি ভরসা জোগালেও তার ফায়দা তুলতে ব্যর্থ হয় সানরাইজার্স ৷ অধিনায়ক আউট হওয়ার পর দীর্ঘায়িত হয়নি রয়ের ইনিংস ৷ 5টি বাউন্ডারির সাহায্যে 38 বলে 44 রান করে ডাগ-আউটে ফেরেন তিনি ৷ 15 ওভারে দলের রান তখন 4 উইকেটে 107 ৷ শেষের কয়েকটি ওভারে সেই অর্থে বিধ্বংসী হয়ে উঠতে পারেননি কোনও সানরাইজার্স ব্যাটসম্যানই ৷

আরও পড়ুন: অধিনায়কের অনন্য নজিরে স্পেশাল হয়ে রইল মুম্বইয়ের দাপুটে জয়

আরসিবি বোলারদের দাপটে নিয়মিত ব্যবধানে উইকেট হারানো লিগের 'লাস্ট বয়' হায়দরাবাদ কোনক্রমে ভদ্রস্থ স্কোর খাড়া করে ৷ ঋদ্ধিমান করেন 8 বলে 10 রান, হোল্ডার করেন 13 বলে 16 ৷ শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 7 উইকাট হারিয়ে 141 রান তোলে অরেঞ্জব্রিগেড ৷ আরসিবি-র হয়ে বল হাতে সবচেয়ে সফল হর্ষল প্যাটেল ৷ 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট নেন তিনি ৷

Last Updated : Oct 6, 2021, 10:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.