ETV Bharat / sports

Dhoni on Jadeja : নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছিল জাদেজা : ধোনি

author img

By

Published : May 2, 2022, 8:14 AM IST

শুধু অধিনায়ক হিসেবেই নয়, প্রত্যাশামাফিক পারফর্ম করতেও ব্যর্থ জাদেজা ৷ ব্যাটার কিংবা বোলারের পাশাপাশি প্রভাব পড়েছিল জাদেজার ফিল্ডিংয়েও । শেষ কবে 'স্যর'-এর হাত থেকে এত ক্যাচ পড়তে দেখা গিয়েছে, তা মনে করতে পারছে না ক্রিকেট প্রেমীরাও । ধোনির আশা, দায়িত্ব থেকে অব্যহতি পেতেই ফের ফর্মে ফিরবে জাদেজা (Jadeja will back in action soon) ।

MS Dhoni on Ravindra Jadeja
কাঁটার মুকুট সরতেই ফর্মে ফিরবে জাদেজা

মুম্বই, 2 মে : টুর্নামেন্ট শুরুর আগে অনুরাগীদের চমকে দিয়ে দলের দায়িত্ব রবীন্দ্র জাদেজার হাতে সঁপে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ সেই সিদ্ধান্ত সুখকর হয়নি দলের জন্য ৷ প্রথম আট ম্যাচের 6টি'তে হারে টুর্নামেন্টের অন্যতম সফল দলটি ৷ তারপরেই দলের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতির মাথাতেই ফের নেতৃত্বের তাজ পরিয়ে দিয়েছে সুপার কিংস ৷

শুধু অধিনায়ক হিসেবেই নয়, নিজেও পারফর্ম্যান্স করতেও ব্যর্থ হয়েছেন জাদেজা ৷ যদিও ধোনি সাফ বলেন, "নেতৃত্বের চাপেই জাদেজার পারফর্ম্যান্স 'টলে' গিয়েছে । যদিও দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় গত বছরেই জানতেন, তাঁকে গুরুদায়িত্ব দেওয়া হবে । ফলে প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছিলেন জাড্ডু ।"

কানাঘুষো শোনা যাচ্ছিল, জাদেজার একমাত্র কাজ দলের হয়ে টস করতে যাওয়া । মাঠে বাকি সিদ্ধান্ত ধোনিই নেন । দেশের জার্সিতে সফলতম ক্যাপ্টেন বলেন, "প্রথম দু'ম্যাচে আমি অনেকটাই সাহায্য করেছি । যদিও তৃতীয় ম্যাচ থেকে কোনওরকম পরামর্শই দিতে যাইনি । চেয়েছিলাম, নিজের সিদ্ধান্ত ও নিজেই নিক । অধিনায়ক হওয়া মানে শুধু নিজের পারফর্ম্যান্সই নয়, দলের খারাপ পারফরম্যান্সের দায়িত্বও তোমার কাঁধেই চাপবে ।"

আরও পড়ুন : শতরান হাতছাড়া রুতুরাজের,তবে অধিনায়ক ধোনির প্রত্যাবর্তনে আমূল বদলে গেল চেন্নাই

ব্যাটার কিংবা বোলারের পাশাপাশি প্রভাব পড়েছিল জাদেজার ফিল্ডিংয়েও । শেষ কবে 'স্যর'-এর হাত থেকে এত ক্যাচ পড়তে দেখা গিয়েছে, তা মনে করতে পারছে না ক্রিকেটপ্রেমীরাও । যদিও ধোনির আশা, দায়িত্ব থেকে অব্যহতি পেতেই ফের ফর্মে ফিরবে জাদেজা ।

অন্যদিকে, অধিনায়কত্বে মাহি ফিরতেই জয়ে ফিরেছে চেন্নাই । রবিবার রুতুরাজের 99 এবং কনওয়ের 85 রানে সানরাইজার্সকে 203 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল ইয়েলো ব্রিগেড (CSK set 203 runs target for SRH) ৷ ফ্র্যাঞ্চাইজি লিগে সিএসকের হয়ে নয়া রেকর্ড গড়ে এদিন ওপেনিংয়ে উঠল 182 রান । রুতুরাজ-কনওয়ে টপকে গেলেন 2020 সালে চেন্নাইয়ের হয়েই করা ওয়াটসন-ডু'প্লেসির করা 181 রানের ওপেনিং পার্টনারশিপের রেকর্ড ।

রান তাড়া করতে নেমে হায়দরাবাদের হয়ে শুরুটা ভালই করেছিলেন অভিষেক শর্মা-কেন উইলিয়ামসন । 39 রান করেন ডাগ-আউটে ফেরেন শর্মা । কিউয়ি ব্যাটারের থেকে আসে 37 বলে 47 রানের ঝকঝকে ইনিংস । 5 নম্বরে নেমে বিধ্বংসী ইনিংস খেলেন নিকোলাস পুরানও । ক্যারিবিয়ানের ব্যাট থেকে আসে 33 বলে 64 রান । যদিও পুরান-উইলিয়ামসন লড়লেও 189 রানেই থেমে যায় নিজামের শহর । 13 রানে জিতে প্লে-অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল 'ধোনি অ্যান্ড কোং' ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.