ETV Bharat / sports

MS Dhoni: আইপিএল-এর পরিভাষা তিনিই, বলছে মাহি-র পরিসংখ্যান

author img

By

Published : May 30, 2023, 2:09 PM IST

আইপিএল-এর 15 বছরের ইতিহাসে বহু ক্রিকেটার অসংখ্য রেকর্ড গড়েছেন ৷ ভবিষ্যতেও নতুন রেকর্ড তৈরি হবে ৷ কিন্তু, সেই রেকর্ডের সঙ্গে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন একজনই ৷ তিনি মহেন্দ্র সিং ধোনি ৷

MS Dhoni ETV BHARAT
MS Dhoni

কলকাতা, 30 মে: আইপিএল-এর প্রাণ বললে একটাই নাম সামনে আসে ৷ আর তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি ৷ 29 মে, 2023 সাল তারিখটা আবারও সেটাই প্রমাণ করল ৷ 2008 সালে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়র লিগের যাত্রা ৷ সেই সময় থেকেই আইপিএল-এর এক সোনার সফর শুরু করেছিলেন অধিনায়ক এমএস ধোনি ৷ 2023 সালে 15 বছর পরেও তাঁর সেই সফর জারি রয়েছে ৷ আর তার প্রমাণ মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারের পরিসংখ্যান ৷

সোমবার রাতে আইপিএল কেরিয়ারের 250 তম ম্যাচটা খেলে ফেলেছেন তিনি ৷ মধ্যরাত পেরিয়ে কাপ জয়ের পর ধোনি জানালেন, এখনই তিনি অবসরের কথা ভাবছেন না ৷ আরও একটা সিজন খেলার ইচ্ছে প্রকাশ করেছেন ৷ তাই আশা করা হচ্ছে, ম্যাচ খেলার পরিসংখ্যানটা আরও বাড়বে ৷ তবে, ম্যাচের সংখ্যা দিয়ে ধোনির শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা করা যায় না ৷ উইকেটের পিছনে গ্লাভস হাতে 5 ফুট 11 ইঞ্চির লোকটা থাকা মানে বোলিং এন্ডের অতি সাধারণ মানের বোলারকেও বিভীষিকা মনে হতে পারে ৷

আরও পড়ুন: হলুদ ঝড়ে আরও উজ্জ্বল ধোনি, মাহেন্দ্রক্ষণ যে মহেন্দ্রর জন্যই

উইকেট-কিপার হিসেবে আইপিএল-এ সবচেয়ে সফল মহেন্দ্র সিং ধোনি ৷ 138টি ক্যাচ নিয়েছেন গ্লাভস হাতে (ফিল্ডার হিসেবে 4টি ক্যাচ) ৷ আর তার পিছনে রয়েছেন একমাত্র দীনেশ কার্তিক ৷ তিনি 133 ক্যাচ নিয়েছেম ৷ স্ট্যাম্পিং করার ক্ষেত্রেও সবার আগে মহেন্দ্র সিং ধোনি ৷ 42 বার ব্যাটার তাঁর বিদ্যুৎ গতির স্ট্যাম্পিংয়ের শিকার হয়েছেন ৷ সবচেয়ে বেশি ছয় মারার নিরিখেও প্রথম 5 জনের মধ্যে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি ৷ 15 বছরের আইপিএল কেরিয়ারে 239টি ছয় মেরে 4 নম্বরে রয়েছেন তিনি ৷ তাঁর আগে রয়েছে এবিডি (251), রোহিত শর্মা (257) এবং 1 নম্বরে ক্রিস গেইল (357) ৷ ধোনি সিজন 17 আইপিএল খেলতে নামলে এবিডি-কে টপকে যাওয়া খুব একটা অসম্ভব হবে না ৷

আরও পড়ুন: জাদেজার জাদুতে পঞ্চমবার খেতাব ধোনির

ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি, অধিনায়ক হিসেবেও মহেন্দ্র সিং ধোনির রেকর্ড সবার উপরে ৷ আইপিএল কেরিয়ারে 250 ম্যাচের মধ্যে 226 ম্যাচে অধিনায়ক হিসেবে খেলেছিলেন তিনি ৷ যার মধ্যে 133 ম্যাচ জিতেছেন ৷ পরিসংখ্যানের দিক থেকে এই দু’টি আইপিএল-এর সেরা পারফর্ম্যান্স কোনও অধিনায়কের ৷ 2017 সালে রাইজিং পুণে সুপার জায়ান্টসে কেবলমাত্র ক্রিকেটার হিসেবে খেলেছিলেন তিনি ৷ এমনকি চেন্নাইয়ের হয়ে গতবছর শেষের কয়েকটি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন ধোনি ৷ আর অধিনায়ক হিসেবে চেন্নাই সুপার কিংসকে 12 বার নক-আউট পর্যায়ে নিয়ে গিয়েছেন ধোনি ৷ যার মধ্যে 10টি ফাইনাল ও 5 বার খেতাব জয়ের রেকর্ড রয়েছে মাহি-র নামে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.