ETV Bharat / sports

Ms Dhoni : ছক্কা হাঁকিয়ে বল হারালেন ধোনি, তারপর...

author img

By

Published : Aug 24, 2021, 11:04 PM IST

আবুধাবিতে চেন্নাই সুপার কিংসের অনুশীলনে ছক্কা হাঁকালেন মহেন্দ্র সিং ধোনি ৷ পরে বল হারিয়ে যায় ৷ সেই বল খুঁজতে নিজেই ঝোপে ঢুকলেন তিনি ৷ টুইটারে ভিডিয়োটি পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস ৷

MS Dhoni
ছক্কা হাঁকিয়ে বল হারালেন ধোনি, বল খুঁজলেন নিজেই

আবুধাবি, 24 অগস্ট : সেপ্টেম্বরেই শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচগুলি ৷ ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে অনুশীলন শুরু করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ৷ অনুশীলনে গিয়ে এক অন্য অভিজ্ঞতার সম্মুখীন হতে হল তাঁকে ৷ অনুশীলন চলাকালীন প্রতিটি বলেই ছয় মারেন তিনি ৷ পরে সেই বল হারিয়ে যায় ৷ বল খুজতে নিজেই হাত লাগান তিনি ৷

তবে বল খুঁজতে গিয়ে দেখা যায় মাঠের বেড়া টপকে সাইড স্ক্রিনের পিছনে ঢুকছেন তিনি ৷ তবে তিনি একা নন, তাঁর সঙ্গে কয়েকজন সতীর্থও ছিলেন ৷ সম্প্রতি টুইটারে চেন্নাই সুপার কিংস একটি ভিডিয়ো পোস্ট করে ৷ তার ক্যাপশনে লিখেছে, "ধোনি সিক্সেস আওয়ার লাভ ফর থালা ৷ আউট অফ বাউন্স ৷" মুহূর্তে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় ৷

আরও পড়ুন: 1971 সালে ইংল্যান্ডে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় ভারতের মনোবল বাড়িয়েছিল : রবি শাস্ত্রী

বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএলের দ্বিতীয় পর্বের খেলাগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে ৷ সেই অনুযায়ী বিভিন্ন দল সেদেশে পৌঁছে অনুশীলন শুরু করেছে ৷ অনুশীলন করছে ধোনির চেন্নাই সুপার কিংসও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.