ETV Bharat / sports

MSD Gives Autograph to Gavaskar: হৃদয় ছোঁয়া 'ফ্যান মোমেন্ট', গাভাসকরকে অটোগ্রাফ মাহির

author img

By

Published : May 15, 2023, 1:31 PM IST

MSD Gives Autograph to Gavaskar ETV BHARAT
MSD Gives Autograph to Gavaskar

এখনও পর্যন্ত ক্রিকেট মাঠের অন্যতম সেরা 'ফ্যান মোমেন্ট' হয়ে উঠল রবিবার রাতের চিপকের দৃশ্য ৷ কিংবদন্তী সুনীল গাভাসকরের শার্টে অটোগ্রাফ দিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ আর সেই ছবিতে মজল তামাম ক্রিকেট বিশ্ব ৷

চেন্নাই, 15 মে: ক্রিকেটের সেরা 'ফ্যান মোমেন্ট'-এর সাক্ষী থাকল চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম ৷ কিংবদন্তী সুনীল গাভাসকরের শার্টে অটোগ্রাফ দিলেন আরেক কিংবদন্তী, মহেন্দ্র সিং ধোনি ৷ সেই মুহূর্তের ছবি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ চেন্নাই সুপার কিংস তাদের টুইটারে সেই ছবি শেয়ার করে লিখেছে, 'এটা সরাসরি আমাদের হৃদয় স্পর্শ করেছে ৷' তবে, শুধু সিএসকে সমর্থক বা ফ্র্যাঞ্চাইজি নয়, ধোনি অটোগ্রাফ দিচ্ছেন গাভাসকরকে, সেই মুহূর্তে সকল ক্রিকেচ প্রেমীর হৃদয় ছুঁয়ে গিয়েছে ৷

রবিবার আইপিএল সিজন-16’র লিগ রাউন্ডে চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে তাদের শেষ ম্যাচ খেলে ফেললো ৷ আর 'ইয়েললাভ'-এর জন্য সকল সমর্থকদের ধন্যবাদ জানাল সিএসকে ৷ এ দিন ম্যাচ শেষের পরেও সমর্থকরা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ৷ কারণ, 'থালা ধোনি' তাদের অভিবাদন জানাবেন বলে আগে থেকে ঠিক ছিল ৷ ধোনি-সহ সব ক্রিকেটারের সই করা জার্সি দর্শকদের দেওয়া হয়েছে ৷ পুরো মাঠ প্রদক্ষিণ করেন ধোনি এবং সিএসকে-এর ক্রিকেটাররা ৷ উপস্থিত দর্শকদের টেনিস বল স্মৃতি হিসেবে দেওয়া হয়েছে ৷

সেখানেই সম্প্রচারকারীদের হয়ে ধারাভাষ্যকার হিসেবে মাঠে উপস্থিত ছিলেন সুনীল গাভাসকর ৷ ম্যাচ শেষে ধোনির সঙ্গে তিনি দেখা করেন ৷ যখন জানতে পারেন, দর্শকদের ধোনির সই করা জার্সি উপহার দেওয়া হচ্ছে, তখন সুযোগ নষ্ট করতে চাননি সানি ৷ মহেন্দ্র সিং ধোনির কাছে অটোগ্রাফের আবদার করেন৷ কিন্তু, এমএসডি কোথায় দেবেন সেই অটোগ্রাফ ? সানির পরনে থাকা শার্টের পকেটের উপর অটোগ্রাফ দেন ধোনি ৷

আরও পড়ুন: রানা ও রিঙ্কুর যুগলবন্দিতে দাপুটে জয় কেকেআরের, চেন্নাইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে কলকাতা

এদিকে, রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ হারতে হয়েছে সিএসকে-কে ৷ অধিনায়ক নীতীশ রানা এবং রিঙ্কু সিংয়ে 99 রানের পার্টনারশিপের দৌলতে 9 বল বাকি থাকতে 4 উইকেট হারিয়ে জয়ের জন্য 145 রান তুলে নেয় নাইটরা ৷ 2012 আইপিএল ফাইনালের পর প্রথমবার সিএসকে-কে তাদের ঘরের মাঠে হারাল কেকেআর ৷ এই ম্যাচ হারের পর সুপার কিংসের প্লে-অফে কোয়ালিফাই করা কিছুটা কঠিন হয়ে গেল ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ ম্যাচ মাস্ট উইন সিএসকে-এর জন্য ৷ তবেই একমাত্র সরাসরি প্লে-অফে পৌঁছতে পারবে ইয়েলো-ব্রিগেড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.