ETV Bharat / sports

IPL 2023: আইপিএল-এ সিরাজকে গড়াপেটার প্রস্তাব, অভিযোগ দুর্নীতি দমন শাখায়

author img

By

Published : Apr 19, 2023, 12:46 PM IST

Updated : Apr 19, 2023, 1:15 PM IST

আইপিএল চলার মাঝে ফোন করে ভারতীয় ক্রিকেটারকে গড়াপেটার প্রস্তাব দেওয়ার অভিযোগ ৷ তবে, সেই প্রস্তাব খারিজ করে বোর্ডের অ্যান্টি করোপশন ইউনিটকে অভিযোগ জানালেন ভারতীয় পেসার ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023

মুম্বই, 19 এপ্রিল: ফের আইপিএল-এ গড়াপেটার ছায়া ৷ এবার জাতীয় দলের পেসার মহম্মদ সিরাজকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়ার অভিযোগ ৷ বিষয়টি বিসিসিআই অ্যান্টি করোপশন ইউনিটকে জানিয়েছেন সিরাজ ৷ সম্প্রতি সিরাজকে ফোন করে আরসিবি-র ভিতরের খবর ফাঁস করার প্রস্তাব দিয়েছিলেন এক ব্যক্তি ৷ বিসিসিআই-এর একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআই-কে এই তথ্য দিয়েছে ৷

ওই সূত্র জানিয়েছে, আইপিএল চলাকালীন একটি ফোন কল পেয়েছেন মহম্মদ সিরাজ ৷ সেখানে তাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরর ভিতরের খবর দেওয়ার প্রস্তাব দেয় ফোনের উলটো দিকে থাকা ব্যক্তি ৷ তবে, সিরাজ তৎক্ষণাত সেই প্রস্তাব নাকচ করে দেন এবং দ্রুত পুরো বিষয়টি সম্পর্কে বিসিসিআই-এর অ্যান্টি করোপশন ইউনিটকে অবগত করেন ৷ সিরাজের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে বিসিসিআই-এর এসিইউ বিভাগের আধিকারিকরা ৷ বিসিসিআই-এর ওই সূত্র জানিয়েছেন, যে ফোন কল সিরাজ পেয়েছিলেন সেটি কোনও বুকির কাছ থেকে আসেনি ৷

তাঁর কথায়, "সিরাজকে যে ব্যক্তি ফোন করেছিলেন, তিনি কোনও বুকি নন ৷ হায়দরাবাদের বাসিন্দা পেশায় একজন গাড়িচালক সিরাজকে ফোন করেছিলেন ৷ ওই ব্যক্তি ম্যাচ বেটিংয়ের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন ৷ ওই ব্যক্তি বেটিংয়ে টাকা খাটিয়ে প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন ৷ তাই সিরাজকে ফোন করে আরসিবি দলের ভিতরের তথ্য জানতে চেয়ছিলেন ৷" তবে, সিরাজ সেই প্রস্তাবে সায় দেননি ৷ তিনি দ্রুত বিষয়টি বিসিসিআই-কে জানান এবং সেই মতো পুলিশের সাহায্যে ওই ব্যক্তিকে ধরা হয়েছে বলে জানিয়েছেন ৷ তদন্তে আর কী উঠে এসেছে, তা এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন: 'অবশেষে একজন তেন্ডুলকর আইপিএল-এ উইকেট পেল', ছেলের সাফল্যে খুশি বাবা সচিন

উল্লেখ্য, এস শ্রীসন্থ, অঙ্কিত চৌহ্বান এবং অজিত চণ্ডিলা স্পট ফিক্সিং-কাণ্ডে গ্রেফতার হওয়ার পর বিসিসিআই তার দুর্নীতি বিভাগকে আরও শক্তিশালী করেছে ৷ প্রতিটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিসিসিআই-এর একটি এইউসি দল থাকে ৷ তাঁরা আইপিএল দলের সঙ্গে এক হোটেলে থাকেন ৷ প্রতিটি প্লেয়ার এবং সাপোর্ট স্টাফদের এ নিয়ে নির্দেশ দেওয়া থাকে যে, কোনও অচেনা বা সন্দেহজনক ব্যক্তির সঙ্গে কথা না বলতে ৷ এমনকী তেমন কোনও ব্যক্তির থেকে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংয়ের মতো প্রস্তাব পেলে, তা যেন দ্রুত এইউসি-কে জানানো হয় ৷

Last Updated : Apr 19, 2023, 1:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.