ETV Bharat / sports

IPL 2023: টানা 4 ম্যাচে হারের ধাক্কা ভুলে আরসিবি-র বিরুদ্ধে জয়ের খোঁজে নাইটরা

author img

By

Published : Apr 26, 2023, 11:53 AM IST

Updated : Apr 26, 2023, 1:43 PM IST

আজ বেঙ্গালুরুতে আরসিবি-র বিরুদ্ধে ফিরতি ম্যাচ খেলতে নামছে কলকাতা ৷ এই ম্যাচের আগে নাইট শিবিরে রয়েছে একাধিক সমস্যা ও প্রশ্ন ৷ কিন্তু, তার সমাধান কী, সেটাই এখন হাতড়ে বেড়াচ্ছে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023

বেঙ্গালুরু, 26 এপ্রিল: পরপর চার ম্যাচে হারের পর আজ আইপিএল-এর প্রথম ফিরতি লেগের ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইর্ডাস ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে নামবেন নীতীশ রানারা ৷ প্রথম লেগে আরসিবি-কে ঘরের মাঠে হারালেও পরিস্থিতি এখন পুরো উলটো ৷ ঘরে ও বাইরে পরপর 4 ম্যাচ হেরে বিধ্বস্ত নাইটরা ৷ অন্যদিকে, শেষ দুই ম্যাচে পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসকে হারিয়ে আত্মবিশ্বাসী আরসিবি ৷ যা নিয়ে কেকেআর-এর ব্রিটিশ ব্যাটার জেসন রয় জানালেন, হারটা হারই ৷ সেটাকে মেনে নিতে হবে ৷ তবে, তিনি নিজে. অধিনায়ক রানা, ভেঙ্কটেশ এবং রিঙ্কুর রানে থাকা ইতিবাচক ৷

আইপিএল-এর পয়েন্টস টেবিলে এই মুহূর্তে 10টি দল সাতটা করে ম্যাচ খেলে ফেলেছেন ৷ অর্থাৎ, সব দলের অর্ধেক ম্যাচ খেলা শেষ ৷ টুর্নামেন্টও মধ্যগগনে ৷ আজ বুধবার থেকে শুরু হবে দ্বিতীয় লেগের খেলা ৷ দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্স ৷ আজকের এই ম্যাচের আগে একাধিক সমস্যা নাইট শিবিরে ৷ বোলারদের ব্যর্থতার পাশাপাশি, ওপেনিংয়েও কোনও স্থিরতা নেই ৷ প্রতি ম্যাচেই কোনও না কোনও পরীক্ষা চলছে ৷ কার্যত দিশেহারা নাইট রাইডার্স ৷

এ নিয়ে গত ম্যাচে প্রথমবার নামা জেসন রয় দলের ব্যর্থতা কথা স্বীকার করে নিয়েছেন ৷ বলেন, "আমরা সকলেই চেষ্টা করছি। এটা ঠিক কয়েকজন রান পাচ্ছে ভালো খেলছে। এটা দলের পক্ষে ইতিবাচক দিক। তবুও হারটা হারই ৷ আমরা সকলেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি ৷" তবে, টানা চার হারে পরিস্থিতি এতটাই খারাপ যে, এখন থেকেই প্লে-অফের জন্য পরিসংখ্যানের অংক কষা শুরু হয়ে গিয়েছে নাইটদের ৷ অন্যদিকে, আন্দ্রে রাসেলের ব্যর্থতা নিয়েও এবার আলোচনা শুরু হয়েছে ৷ ক্যারিবিয়ান অল-রাউন্ডারকে ব্যাটিং অর্ডার আরেকটু উপরে নিয়ে আসার ভাবনা শুরু হয়েছে টিম ম্যানেজমেন্টে ৷

আরও পড়ুন: ব্যর্থ রোহিত-ইশান, মুম্বইকে 55 রানে হারাল গুজরাত

আরসিবি শিবির অনেকটাই চনমনে ৷ শেষ দুই ম্যাচ জিতে তাদের আত্মবিশ্বাস তুঙ্গে ৷ গত দু’ম্যাচে আরসিবি-র অধিনায়কত্ব করেছেন বিরাট ৷ ফাফ ডু প্লেসিস ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে শুধু ব্যাটিংটাই করছেন ৷ তাঁর পেটের পেশিতে চোট রয়েছে ৷ ফলে আজকের ম্যাচে রেড অ্যান্ড গোল্ড টিমের হয়ে টস কে করবেন, সেটাও দেখার ৷ সমস্যা তাদেরও রয়েছে ৷ বিরাট, ফাফ এবং ম্যাক্সওয়েল ছাড়া কেউ রান পাচ্ছেন না ৷ এই তিনজন একসঙ্গে ব্যর্থ হলে, আরসিবি-ক ব্যাটিং সেইদিনের মতো ধসে যাবে ৷ তাই মাহিপাল লোমরোর, শাহবাজ আহমেদ এবং দীনেশ কার্তিকের ব্যাট থেকেও রান চাইছে রয়্যাল চ্যালেঞ্জার্স শিবির ৷ তবে, এই মরশুমে আরসিবি-র সবচেয়ে বড় শক্তি তাদের বোলিং ৷ মহম্মদ সিরাজ স্বপ্নের ফর্মে রয়েছেন ৷ ওয়েন পার্নেল গত ম্যাচে না খেললেও, তিনি উইকেট পাচ্ছেন ৷ ডেভিড উইলি রাজস্থানের ম্যাচে সফল ৷ হর্ষল প্যাটেল এবং ওয়েইনাডু হাসারঙ্গাও ফর্মে রয়েছেন ৷

Last Updated : Apr 26, 2023, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.