ETV Bharat / sports

Kolkata Knight Riders: সানরাইজার্সের হাতেই সূর্যোদয়, শেষ চারে নাইটরা

author img

By

Published : Oct 8, 2021, 10:19 PM IST

Updated : Oct 8, 2021, 10:56 PM IST

Kolkata Knight Riders
আইপিএলের শেষ চারে নাইটরা

2021 আইপিএলের প্লে-অফে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স ৷ সানরাইজার্স হায়দারাবাদ 65 রান তুলতেই শেষ চারে জায়গা করে নিল কেকেআর ৷ চতুর্থ দল হিসেবে চতুর্দশ আইপিএলে প্লে-অফে জায়গা করে নিল কিং খানের দল ৷

আবুধাবি, 8 অক্টোবর: পারলেন না রোহিতরা ৷ 2021 আইপিএলের প্লে-অফে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স ৷ সানরাইজার্স হায়দারাবাদ 65 রান তুলতেই শেষ চারে জায়গা করে নিল কেকেআর ৷ চতুর্থ দল হিসেবে চতুর্দশ আইপিএল প্লে-অফে জায়গা করে নিল কিং খানের দল ৷ শেষ পর্যন্ত সানরাইজার্সের হাতেই সূর্যোদয় হল নাইটদের ৷ পুত্র আরিয়ানকে নিয়ে উদ্বেগের মধ্যেই বাদশাকে স্বস্তি দিয়ে গেলেন মর্গ্যানরা ৷

প্রথমার্ধে রোহিতদের ধুন্ধুমার ব্যাটিং দেখে একসময় মনে হয়েছিল তীরে এসে তরী না ডুবে যায় নাইটদের ৷ কারণ 171 বা তার বেশি রানে জয়ের সমীকরণ নিয়ে এদিন প্রথমে ব্যাট করে পাহাড়প্রমাণ 235 রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স ৷ যা আইপিএলের ইতিহাসে তাদের সর্বোচ্চ স্কোর ৷ নাইট রাইডার্সকে টপকে প্লে-অফে জায়গা করে নিতে 'লাস্ট বয়' সানরাইজার্সকে 64 বা তার কম রানের মধ্যে বেঁধে রাখতে হত মুম্বইকে ৷ কিন্তু তা সম্ভব করতে পারলেন না রোহিতের দলের বোলাররা ৷ 2018 পর এই প্রথমবার আইপিএলের প্লে-অফের যোগ্যতা অর্জনে ব্যর্থ হল মুম্বই ৷

গতকাল রাজস্থান রয়্যালসকে 86 রানের বিশাল ব্যবধানে হারানোর পর রোহিতদের প্লে-অফে যাওয়ার রাস্তা দুর্গম করে দিয়েছিল নাইটরা ৷ সবমিলিয়ে প্লে-অফে জায়গা করে নেওয়া পার্পল ব্রিগেডের কাছে ছিল সময়ের অপেক্ষা ৷ কিন্তু খাদের কিনারায় দাঁড়িয়ে দলের ব্যাটিং যতটা সম্ভব লড়াইয়ের রসদ জুগিয়ে যায় মুম্বইকে ৷ সৌজন্যে ইশান কিষানের অতিমানবিক ব্যাটিং ৷ চলতি আইপিএলের দ্রুততম অর্ধশতরান হাঁকিয়ে মুম্বইকে চালকের আসনে বসিয়ে দেন তিনি ৷ মাত্র 32 বলে 84 রান করেন ইশান ৷

পাশাপাশি সূর্যকুমার যাদবের তাঁর 40 বলে 82 রান মুম্বইয়ের রানের গন্ডি 200 পার করে ৷ শেষদিকে নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় 235 রানেই আটকে যায় রোহিতের দলের ইনিংস ৷ জবাবে 5.3 ওভারে মাত্র 1 উইকেট হারিয়ে সানরাইজার্স 65 রান তুলতেই নাইটদের প্লে-অফ যাত্রা নিশ্চিত হয় ৷ সিএসকে, দিল্লি ক্য়াপিটালস এবং আরসিবির পর চতুর্থ দল হিসেবে আইপিএল প্লে-অফে জায়গা করে নিল কেকেআর ৷

গত বছর নেট রান রেটে প্লে-অফ থেকে ছিটকে যেতে হয়েছিল নাইটদের ৷ এবার সেই নেট রান রেটই মর্গ্যানদের শেষ চারে পৌঁছে দিল ৷

Last Updated :Oct 8, 2021, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.