ETV Bharat / sports

IPL 2023: একাধিকবার নিম্নমানের খাবার পরিবেশন, মুম্বইয়ের নামী হোটেলের পরিষেবা নিয়ে ক্ষুব্ধ ঝুলন

author img

By

Published : May 6, 2023, 4:49 PM IST

Jhulan Goswami ETV BHARAT
Jhulan Goswami

খাবার অর্ডার করেছিলেন ৷ সেই অর্ডারে নিম্নমানের খাবার পরিবেশন করা হল প্রাক্তন ভারতীয় মহিলা পেসার ঝুলন গোস্বামীকে ৷ সোশাল মিডিয়ায় সেই নিয়ে সরব হলেন ঝুলন ৷

মুম্বই, 6 মে: মুম্বইয়ের এক নামী পাঁচতারা হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার পরিবেশন করার অভিযোগ আনলেন ঝুলন গোস্বামী ৷ সোশাল মিডিয়ায় সেই নিম্নমানের খাবারের ছবিও পোস্ট করেছেন মুম্বই ইন্ডিয়ান্স মহিলা দলের বোলিং কোচ ৷ তাও একবার নয়, তিন তিনবার খারাপ অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে বঙ্গ পেসারকে ৷ এই মুহূর্তে তিনি আইপিএলে বাংলা ধারাভাষ্যের জন্য মুম্বইয়ে রয়েছেন ৷ সেখানেই খারাপ অভিজ্ঞতার সাক্ষী হতে হল ঝুলনকে ৷

নামী-দামি হোটেলের বিরুদ্ধে মাঝে মধ্যেই নিম্নমানের খাবার পরিবেশন অথবা খারাপ পরিষেবার অভিযোগ ওঠে ৷ এবার সেই ধরনের অভিযোগ উঠল মুম্বই শহরের নামী এবং ঐতিহ্যশালী পাঁচতারা হোটেলের বিরুদ্ধে ৷ প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী অভিযোগ করেছেন, ওই পাঁচতারা হোটেল তাঁকে নিম্নমানের খাবার পরিবেশন করেছে ৷ তিনি সেই খাবারের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে, সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে ট্যাগও করেছেন সেই পোস্ট ৷ হোটেল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভাববেন বলে আশাপ্রকাশ করেছেন চাকদা এক্সপ্রেস ৷

ঝুলনের পোস্টে লিখেছেন, ‘‘তাজমহল মুম্বইয়ের খাবারের মান নিয়ে খুবই হতাশ ৷ হোটেলর কর্মীদের বিষয়টি জানানোর পরেও তিনবার খারাপ মানের খাবার পরিবেশন করা হয়েছে ৷ এমন একটি নামকরা প্রতিষ্ঠানের কাছ থেকে আরও ভালো পরিষেবা আশা করি আমরা ৷ কর্তৃপক্ষের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে, এই সমস্যার সমাধান করা ৷’’ সোশাল মিডিয়ায় ঝুলন যে খাবারের ছবি পোস্ট করেছেন ৷ সেখানে চারটে পুরি এবং এক বাটি তরকারীর ছবি পোস্ট করেছেন, যাতে তেল ভাসমান ৷

  • Disappointed with @TajMahalMumbai's food quality - served poorly thrice even after addressing it to the staff multiple times. Expected better from such a renowned establishment. Management needs to step up and address this issue immediately. #TajMahalPalace pic.twitter.com/jJqQGbHlVZ

    — Jhulan Goswami (@JhulanG10) May 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: খাদের কিনারে কলকাতা, মরণ-বাঁচন ম্যাচের আগে কীভাবে প্রস্তত হচ্ছেন বরুণরা ?

এখন দেখার হোটেল কর্তৃপক্ষ এ নিয়ে কী ব্যবস্থা নেয় ৷ এই মুহূর্তে আইপিএল-এর ধারাভাষ্যের জন্য মুম্বইয়ে রয়েছেন ঝুলন ৷ তিনি এবং অনুষ্টুপ মজুমদার-সহ বেশ কয়েকজন বাংলার প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটার ধারাভাষ্যের জন্য মুম্বইয়ে রয়েছেন ৷ আঞ্চলিক ভাষায় ধারাভাষ্য দিচ্ছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.