ETV Bharat / sports

IPL 2023: কোহলি বনাম ধোনির দ্বৈরথে দুই দলের চিন্তায় মিডল-অর্ডার

author img

By

Published : Apr 17, 2023, 12:12 PM IST

আইপিএল-এর সাউথ ইন্ডিয়া ডার্বিতে সোমবার মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংস ৷ ঘরের মাঠে আত্মবিশ্বাসে ভরপুর আরসিবি ৷ অন্যদিকে, সিএসকে-র চিন্তায় মাঝের ওভারে রান না ওঠা ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023

বেঙ্গালুরু, 17 এপ্রিল: একদিকে বিরাট কোহলি ৷ আর তাঁর বিপরীতে মহেন্দ্র সিং ধোনি ৷ বিশ্ব ক্রিকেটের দুই মহাতারকাকে 2008 সাল থেকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে আসছে আইপিএল ৷ আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ফের কোহলি বনাম ধোনির লড়াই ৷ যদিও, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক কোহলি নন ৷ দলের ব্যাটন থাকবে ফাফ ডু প্লেসিসের হাতে ৷ কিন্তু, আজও আরসিবি মানে বিরাট কোহলির দল ৷ আর উলটো দিকে ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে একজন ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সেই 2020 সালে অবসর ঘোষণা করেছিলেন ধোনি ৷ কিন্তু, তাঁর হাতে ব্যাট থাকলে প্রতিপক্ষের বোলিংকে যে তিনি একাই শেষ করে দিতে পারেন, তা আজও প্রমাণিত ৷

দক্ষিণ ভারতের এই ডার্বি ম্যাচে আজ দুই দলের সামনেই সুযোগ রয়েছে পয়েন্ট তালিকায় উপরের দিকে উঠে আসার ৷ সমসংখ্যক ম্যাচ খেলে 4 পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালোর 7 নম্বরে এবং চেন্নাই সুপার কিংস 6 নম্বরে রয়েছে ৷ ফারাক শুধু নেট রানরেটে ৷ সেখানে চেন্নাই ব্যাঙ্গালোরের থেকে অনেকটাই এগিয়ে ৷ আজকের ম্যাচে 2 পয়েন্ট অর্জন করার পাশাপাশি, আরসিবি চাইবে তাঁদের নেট রানরেটে উন্নতি করতে ৷ সেখানে বিরাট কোহলি এবং অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ফর্ম খুবই গুরুত্বপূর্ণ ৷ দুই ব্যাটারই এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছেন ৷ বিরাট ইতিমধ্যে 4 ম্যাচে 3টি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন ৷ ডু প্লেসিস 2টি হাফ সেঞ্চরি করেছেন ৷

রান পাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েলও ৷ কিন্তু, এই তিন ব্যাটারকে বাদ দিলে আরসিবি-র ব্যাটিং সেভাবে দাঁড়াতে পারছে না ৷ ফলে শুরুতে রান উঠলেও, ইনিংসের শেষের দিকে রান গতি কমে যাচ্ছে ৷ তবে, আরসিবি-র এবারের অন্যতম ভরসা তাদের বোলিং ৷ মহম্মদ সিরাজ, ওয়েন পার্নেল, বিজয়কুমার এবং হর্ষল প্যাটেলরা বোলিংয়ে আরসিবি-র কাজটা অনেকটাই সহজ করে দিচ্ছেন ৷ তবে, স্পিন বিভাগ সেভাবে পারফর্ম করতে না পারায় সিরাজদের পরিশ্রম দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ব্যর্থ হয়েছে ৷

অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের চিন্তা তাদের মিডল ওভারে রান তুলতে না পারা ৷ পাওয়ার প্লে-তে রুতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে লাগাতার রান করে যাচ্ছেন ৷ কিন্তু, এই দুই ব্যাটারের একজন ফ্লপ করে গেলেই মাঝের ওভারে রান গতি কমে যাচ্ছে চেন্নাইয়ের ৷ যার ফল প্রায় প্রতি ম্যাচেই ভুগতে হচ্ছে ধোনির চেন্নাইকে ৷ বিশেষত, মিডল-অর্ডারে মইন আলি এবং শিবম দুবের ধারাবাহিকতার অভাব রয়েছে ৷ অজিঙ্ক রাহানে মুম্বইয়ের পর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও রান পেয়েছেন ৷ কিন্তু, 3 নম্বরে নেমে দলকে স্থিরতা দিতে পাচ্ছেন না ৷ তাই লোয়ার অর্ডারে রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনির উপর বাড়তি চাপ পড়ছে ৷

আরও পড়ুন: আরব সাগরের পাড়ে ব্যর্থ ভেঙ্কটেশের সেঞ্চুরি, ঈশান-সূর্যর ব্যাটে টানা দ্বিতীয় হার নাইটদের

এই অবস্থায় চেন্নাইয়ের বোলিং তাদের আরেক মাথা ব্যাথার কারণ ৷ অনভিজ্ঞ পেস বোলিংকে সহজেই প্রতিআক্রমণে গিয়ে ছন্ন ছাড়া করে দিচ্ছে বিপক্ষ ৷ আর আজকের ম্যাচে বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসিসের মতো ব্যাটারদের সামনে আকাশ সিং, তুষার দেশপান্ডে, হাংগারগেকড়দের কঠিন পরীক্ষা হতে চলেছে ৷ এমনকি শ্রীলঙ্কান স্পিনার মহেশ তিকশনা এবং মইন আলি বলহাতে রান আটকাতে ব্যর্থ ৷ ফলে উইকেট নিলেও প্রতিপক্ষ বড় রান সহজেই তুলে নিচ্ছে ৷ তাই আজকের ম্যাচে আরসিবি ও সিএসকে একে অপরের দুর্বলতার সুযোগ নিতে পারে কিনা, সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.