ETV Bharat / sports

IPL 2022 : পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগে দিল্লি শিবিরে ফের কোভিডের হানা

author img

By

Published : Apr 20, 2022, 5:57 PM IST

দিল্লি স্কোয়াডে কোভিড সংক্রমণের তালিকায় নয়া সংযোজন কিউয়ি স্টাম্পার-ব্যাটার টিম সেইফার্ট ৷ যদিও দলের বাকিরা সুস্থ থাকায় বুধবার সন্ধেয় পূর্ব নির্ধারিত সূচি মেনেই খেলা হবে বলে জানা যাচ্ছে (DC to play against PBKS today at Brabourne stadium) ৷

Tim Seifert
দিল্লি শিবিরে ফের কোভিডের হানা

মুম্বই, 20 এপ্রিল : আইপিএলে বাকি ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে রীতিমত দুশ্চিন্তায় ফেলে দিয়েছে দিল্লি ক্যাপিটালস ৷ পারফরম্যান্স নয়, কারণটা কোভিড সংক্রমণ ৷ বাকি দলগুলো এখনও সুরক্ষিত থাকলেও ঋষভ পন্থদের স্কোয়াডে করোনা সংক্রমণ বেড়েই চলেছে ৷ বুধবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামার কয়েকঘণ্টা আগে করোনা আক্রান্ত হলেন দিল্লির আরেক বিদেশি ক্রিকেটার (Tim Seifert tests positive for COVID) ৷

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, দিল্লির স্কোয়াডে কোভিড সংক্রমণের তালিকায় নয়া সংযোজন কিউয়ি স্টাম্পার-ব্যাটার টিম সেইফার্ট ৷ যদিও দলের বাকিরা সুস্থ থাকায় বুধবার সন্ধেয় পূর্ব নির্ধারিত সূচি মেনেই ম্যাচ হবে বলে জানা গিয়েছে (DC to play against PBKS today at Brabourne stadium) ৷

পঞ্জাব ম্যাচ অনুষ্ঠিত করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই এদিন ম্যাচের আগে দিল্লি ফ্র্যাঞ্চাইজিকে ক্রিকেটারদের কোভিড পরীক্ষা করানোর বিশেষ অনুরোধ করা হয় বোর্ডের তরফে ৷ সেখানেই ভাইরাস আক্রান্তের খবর মেলে সেইফার্টের ৷ গত 15 এপ্রিল দিল্লির ফিজিও প্যাট্রিক ফারহার্ট প্রথম করোনার কবলে পড়েছিলেন ৷

আরও পড়ুন : অধিনায়কোচিত ইনিংসে 'বিরাট' ব্যর্থতা ঢাকলেন ফ্যাফ, লখনউকে হারিয়ে দু'য়ে আরসিবি

এরপর একে একে অসুস্থ হয়েছেন মিচেল মার্শ-সহ আরও চার ৷ মার্শ আক্রান্ত হওয়ার পর দিল্লি ক্রিকেটারদের পুনে সফর স্থগিত হয়ে যাওয়ায় পঞ্জাব-দিল্লি ম্যাচ মুম্বইয়ে স্থানান্তরিত করা হয় ৷ পঞ্জাবের বিরুদ্ধে দিল্লির আজকের ম্যাচ অনুষ্ঠিত হবে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ৷

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.