ETV Bharat / sports

মহারাষ্ট্রের কার্ফু আইপিএলে প্রভাব ফেলবে না : বিসিসিআই আধিকারিক

author img

By

Published : Apr 4, 2021, 9:30 PM IST

বিসিসিআই ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়া চিন্তা ভাবনাও করছে ৷ বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল বলেন, তাঁরা স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়া নিয়ে কথা বলছেন ৷

মহারাষ্ট্রের কারফিউ আইপিএলে প্রভাব ফেলবে না
মহারাষ্ট্রের কারফিউ আইপিএলে প্রভাব ফেলবে না

মুম্বই, 4 এপ্রিল : করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সপ্তাহান্তে লকডাউন এবং নাইট কার্ফু চালু করতে চলেছে মহারাষ্ট্র সরকার ৷ তারপরই একটা প্রশ্ন মাথায় আসে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কীভাবে দলগুলি ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসবে ৷ প্রশ্নের উত্তর দিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়ে দিল, এতে আইপিএল আয়োজনে কোনও সমস্যা হবে না ৷

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক আধিকারিক বলেন, দলগুলি বায়ো সিকিয়র বাবলে আছে ৷ তাঁরা বাসে করে যাতাযাত করবে ৷ সেগুলিও বাবলের অন্তর্গত ৷ তাই এটা কোনও সমস্যা নয় ৷

তিনি বলেন, ‘‘দেখুন, শুধুমাত্র দলগুলি নয়, বাস, ড্রাইভার ও প্রত্যেকে বায়ো সিকিয়র বাবলের মধ্যে আছেন ৷ তাই ম্যাচের দিন স্টেডিয়ামে যাওয়া কোনও সমস্যা হবে না ৷ ওই দিনগুলিতে প্রত্যেক দিন টেস্ট করা হবে, যেমনটা ইউএইতে করা হয়েছিল ৷ কার্ফু যাতায়াতে কোনও সমস্যা করবে না ৷’’

  • #VIVOIPL is back in India 🇮🇳 🙌

    Time to circle your favorite matches on the calendar 🗓️

    Which clashes are you looking forward to the most? 🤔 pic.twitter.com/kp0uG0r9qz

    — IndianPremierLeague (@IPL) March 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিসিসিআই ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়া চিন্তা ভাবনাও করছে ৷ বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল বলেন, তাঁরা স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়া নিয়ে কথা বলছেন ৷

আরও পড়ুন : আইপিএলে হনুমার সুযোগ পাওয়া উচিত ছিল : পূজারা

শুক্ল মিডিয়াকে বলেন, ‘‘করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে আমি মনে করি একমাত্র সমাধান ভ্যাকসিন নেওয়া ৷ বিসিসিআইও ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়ার চিন্তা ভাবনা করছে ৷ কেউ জানে না করোনা ভাইরাসের শেষ কোথায় ৷ তাই কোনও ডেড লাইন দেওয়া সম্ভব নয় ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.