ETV Bharat / sports

নীতীশের ব্যাটে ভর করে চেন্নাইকে 173 রানের টার্গেট দিল KKR

author img

By

Published : Oct 29, 2020, 7:04 PM IST

Updated : Oct 29, 2020, 9:20 PM IST

KKR vs CSK
KKR vs CSK

18:40 October 29

IPL 2020 : দুবাইয়ে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স

দুবাই, 29 অক্টোবর : নীতীশ রাণার অনবদ্য ব্যাটিং ৷ চেন্নাইকে 173 রানের টার্গেট দিল কলকাতা নাইট রাইডার্স ৷ আজ ওপেনারদের ভালো শুরুর পর ফের একবার পরপর উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স ৷ আজ টসে হেরে প্রথমে ব্যাট করে KKR ৷ দুই ওপেনার শুভমন গিল ও নীতীশ রাণা ভালো শুরু করেন ৷ দু’জনে জুটিতে 53 রান করেন ৷ নীতীশ খেললেন 61 বলে 87 রানের ইনিংস ৷  নির্ধারিত 20 ওভার শেষে কলকাতার সংগ্রহ 5 উইকেটে 172 রান ৷

ব্যক্তিগত 26 রানে করণ শর্মার বলে বোল্ড হন শুভমন ৷ ক্রিজ়ে নামেন সুনীল নারাইন ৷ কিন্তু বেশিক্ষণ স্থায়ী হল না তাঁর ইনিংস ৷ 7 রান করে ফেরেন তিনি ৷ চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথমবার সুযোগ পাওয়া রিঙ্কু সিংও দাগ কাটতে পারলেন না ৷ 11 বলে 11 রান করে ফেরেন তিনি ৷ অধিনায়ক ইয়ন মরগ্যান করলেন 12 বলে 15 রান ৷ তবে নীতীশকে যোগ্য সহযোগিতা করলেন তিনি ৷ শেষ দিকে ক্যামিও ইনিংস খেললেন দীনেশ কার্তিক ৷ 10 বলে 21 রানে অপরাজিত থাকলেন তিনি ৷

ইতিমধ্যে প্লে অফে যাওয়ার রাস্তা বন্ধ চেন্নাইয়ের কাছে ৷ মূলত সম্মান রক্ষার লড়াই ধোনির CSK-র ৷ দুবাইয়ে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৷ আজ মুম্বই বোলারদের মধ্যে দুটি উইকেট নেন লুঙ্গি এনগিডি ৷ এছাড়া একটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাদেজা ও করণ শর্মা ৷      

প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা দলে একটি পরিবর্তন করা হয়েছে ৷ একজন অতিরিক্ত ব্যাটসম্যানকে আজ খেলাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ৷ প্রথমবারের মতো 2020 IPL-এ নাইট দলে সুযোগ পেলেন রিঙ্কু সিং ৷ প্রসিদ্ধ কৃষ্ণার পরিবর্তে খেলছেন রিঙ্কু ৷

অন্যদিকে নিয়ম রক্ষার ম্যাচে দলে তিনটি পরিবর্তন চেন্নাই সুপার কিংস দলে ৷ আজকের ম্যাচে প্রথম একাদশে জায়গা হল না ফাফ ডুপ্লেসি, মনু কুমার ও ইমরান তাহিরের ৷ পরিবর্তে দলে এলেন শেন ওয়াটসন, লুঙ্গি এনগিডি ও করণ শর্মা ৷   

Last Updated :Oct 29, 2020, 9:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.