ETV Bharat / sports

Joffra Archer : কনুই এর ফ্র্যাকচারের কারণে দীর্ঘ সময়ের জন্য ক্রিকেটের বাইরে জোফরা আর্চার

author img

By

Published : Aug 6, 2021, 4:48 PM IST

দীর্ঘ সময়ের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার ৷ তাঁর ডান হাতের কনুই এর ফ্র্যাকচারের কারণে এ বছর আর ক্রিকেট খেলতে পারবেন না তিনি ৷ এমনকি ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে চলা অ্যাসেজ সিরিজেও খেলতে পারবেন না জোফরা ৷

Jofra Archer miss T20 World Cup and Ashes in Australia Due to right elbow fracture
Joffra Archer : কনুই এর ফ্র্যাকচারের কারণে দীর্ঘ সময়ের জন্য ক্রিকেটের বাইরে জোফরা আর্চার

লন্ডন, 6 অগস্ট : কনুই এর চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরা আর্চার (Joffra Archer) ৷ যার জেরে আগামী অক্টোবর মাস থেকে শুরু হতে চলা টি-20 বিশ্বকাপ এবং তার পর অস্ট্রেলিয়ায় আয়োজিত দ্যি অ্যাসেজ সিরিজ থেকে ছিটকে গেলেন ক্যারিবিয়ান বংশোদ্ভুত এই পেসার ৷ বৃহস্পতিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বোর্ড (England and Wales Board)-র তরফে এই খবরটি নিশ্চিত করা হয়েছে ৷ যেখানে ইসিবি (ECB)-র তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, গত সপ্তাহে 26 বছর বয়সী পেসারের ডান হাতের কনুই এর স্ক্যান করা হয়েছিল ৷ যেখানে দেখা গিয়েছে, তাঁর কনুই এর আগের চোটের জায়গায় আরেকটি ফ্র্যাকচারটি ধরা পড়েছে ৷ ফলে এই ক্রিকেট মরসুমে জোফরা আর্চার ইংল্যান্ডের জার্সি পরে মাঠে নামতে পারবেন না ৷

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই চোট সামনে আসায় তিনি এবছর আর কোনও ক্রিকেটে অংশ নিতে পারবেন না ৷ সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে চলা এলভি ইনসুওরেন্স টেস্ট সিরিজেও খেলতে পারবেন না ৷ আইসিসি টি-20 বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়ায় অ্যাসেজ সিরিজেও অংশ নিতে পারবেন না ৷’’ প্রসঙ্গত, 2019 সালে প্রথমবার ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতার পিছনে জোফরা আর্চারের বিশাল অবদান রয়েছে ৷ এমনকি 2021 টি-20 বিশ্বকাপেও ইংল্যান্ডের অন্যতম বোলার হিসেবে তাঁকে ভাবা হচ্ছিল ৷ যা অক্টোবর-নভেম্বর মাসে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী-তে আয়োজিত হতে চলেছে ৷ পাশাপাশি ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ায় আয়োজিত পাঁচ টেস্টের অ্যাসেজ সিরিজেও ইংল্যান্ডের অন্যতম ভরসার জায়গা ছিলেন জোফরা ৷ কারণ তাঁর গতি অস্ট্রেলিয়ার পিচে ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র ছিল ৷ কিন্তু, জোফরার কনুই এর ফ্র্যাকচার ইংল্যান্ড শিবিরের মনোবলেও চিড় ধরাতে পারে ৷

আরও পড়ুন : IND vs ENG : ঘাসে ভরা পিচের আভাস দিয়ে ভারতকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি অ্যান্ডারসনের

প্রসঙ্গত, শুধু জোফরা নন ৷ ইংল্যান্ড শিবিরে আরও একটি ধাক্কা ইতিমধ্যেই লেগেছে ৷ কয়েকদিন আগেই ইংল্যান্ডের এক নম্বর অলরাউন্ডার বেন স্টোকস শারীরিক কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য সন্ন্যাস নিয়েছেন ৷ ফলে তিনি ফের কবে জাতীয় দলে ফিরবেন, তা নিয়ে সংশয় রয়েছে ইংল্যান্ড শিবিরে ৷ 2019-2020-তে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমবার জোফরা আর্চার এর কনুই এর ফ্র্যাকচার ধরা পড়ে ৷ সেই সময় থেকে তাঁর কনুই এর জয়েন্টে কর্টিসন ইনজেকশন দিয়ে চিকিৎসা চালানো হচ্ছিল ৷ তার পর সুস্থ হয়ে জাতীয় দলে ফেরেন তিনি ৷ কিন্তু, এ বছর ভারত সফরে ওই হাতেই আরেকটি চোট পান জোফরা ৷ যার পর মে মাসে হাড়ের অস্ত্রোপচার হয় ব্রিটিশ পেসারের ৷ সেই সময় থেকে সম্পূর্ণভাবে মাঠের বাইরে ছিলেন তিনি ৷ এমনকি আশা করা হয়েছিল ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে কয়েকটি ম্যাচে হয়তো আর্চারকে পাওয়া যেতে পারে ৷ কিন্তু, সম্প্রতি যে রিপোর্ট এসেছে, তাতে এ বঠছর আর ক্রিকেটমুখী হতে পারবেন না জোফরা আর্চার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.