Jhulan Goswami: 600 উইকেট ঝুলিতে পুরে বিশ্বরেকর্ড ঝুলনের

author img

By

Published : Sep 26, 2021, 4:13 PM IST

India Woman Cricketer Jhulan Goswami Takes 600 Wickets in her Career
কেরিয়ারে 600 উইকেট শিকার ঝুলনের, গড়লেন বিশ্ব রেকর্ড ()

আন্তর্জাতিক ক্রিকেট এবং প্রথম শ্রেণির ক্রিকেট মিলিয়ে 600 উইকেট নিলেন ভারতের ঝুলন গোস্বামী ৷ আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজের শেষ ম্যাচে 3 উইকেট নেন তিনি ৷ অজি অধিনায়ক মেগ ল্যানিংকে শূন্য রানে আউট করে এই কৃতিত্ব অর্জন করেন ঝুলন ৷

ম্যাকয় (অস্ট্রেলিয়া), 26 সেপ্টেম্বর : অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দলের বিজয়রথ থামলেন ঝুলন গোস্বামীরা ৷ 26 ম্যাচ অপরাজিত থাকার পর ভারতের বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে 2 উইকেটে হারল অজি মহিলা ব্রিগেড ৷ যে জয়ে মূল ভূমিকা পালন করলেন বাংলার ঝুলন গোস্বামী ৷ 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি ৷ সেই সঙ্গে একটি বিশ্বরেকর্ডও গড়লেন 38 বছরের ঝুলন ৷ আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেট মিলিয়ে 600 উইকেট শিকার করলেন তিনি ৷

আজ ম্যাকয়ের হারব়্যাপ পার্ক স্টেডিয়ামে তৃতীয় ওয়ান’ডে ম্যাচে অজি অধিনায়ক মেগ ল্যানিংকে শূন্য রানে আউট করে কেরিয়ারের 600 উইকেটটি তুলে নেন ঝুলন ৷ এদিন 10 ওভার বল করে ঝুলন 37 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ৷ সেইসঙ্গে গোটা টুর্নামেন্টে ফর্মে না থাকার পর অবশেষে এই ম্যাচে নিজের বোলিং ছন্দ ফিরে পেয়েছেন ভারতের এই সিনিয়র ক্রিকেটার ৷ এদিন ম্যাচের শুরুতে অজি ওপেনার রেচল হ্যানেসকে 13 রানে প্যাভিলিয়নে পাঠান ঝুলন ৷ ওই ওভারেই অজি অধিনায়ককে শূন্য রানে আউট করে কেরিয়ারের 600 উইকেট দখল করেন ৷

অজি টেলএন্ডার অ্যানাবেল সাদার্ল্যান্ডকে আউট করেন ঝুলন ৷ বর্তমানে ঝুলনের দখলে আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণির ক্রিকেটে মিলিয়ে 601 উইকেট রয়েছে ৷ যার মধ্যে ওয়ান’ডে ক্রিকেটে 21.59 গড়ে 240 উইকেট নিয়েছেন ঝুলন গোস্বামী ৷ 11টি টেস্ট ম্যাচ খেলে 17.63 গড়ে মোট 41 টি উইকেট নিয়েছেন ৷ টি-20 আন্তর্জাতিকে 68 ম্যাচ খেলে মোট 56 উইকেট নিয়েছেন ঝুলন ৷ আর প্রথম শ্রেণির ক্রিকেটে মোট 264 উইকেটের শিকার করেছেন ঝুলন গোস্বামী ৷

আরও পড়ুন : INDW vs AUSW : সৌরভদের ইডেনের স্মৃতি ফেরালেন মিতালিরা, 26 ম্যাচ পর থামল অস্ট্রেলিয়ার বিজয়রথ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজের দ্বিতীয় ওয়ান’ডে-তে কার্যত জেতা ম্যাচ হারতে হয়েছিল ভারতকে ঝুলনের জন্যই ৷ যেখানে ভারতের বিরুদ্ধে 275 রান তাড়া করতে নেমে শেষ বলে ম্যাচের সঙ্গে সঙ্গে সিরিজও জিতে নেয় অস্ট্রেলিয়া ৷ ওই ম্যাচে শেষ ওভারে অস্ট্রেলিয়ার 13 রান দরকার ছিল জেতার জন্য ৷ যে ওভার করেছিলেন ভারতের সবচেয়ে অভিজ্ঞ মিডিয়াম পেসার ঝুলন ৷ কিন্তু, শেষ বল নো হওয়ায় একটি অতিরিক্ত বল পেয়ে যায় অজিরা ৷ ফলে শেষ বলে ম্যাচ জেতে তারা ৷

আরও পড়ুন : IPL 2021 PKBS vs SRH : 125 রান তাড়া করতেও ব্যর্থ, প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল হায়দরাবাদ

কিন্তু, শেষ ম্যাচে নিজের হারানো ছন্দ ফিরে পেয়ে খুশি ঝুলন ৷ এদিন ভারতীয় মহিলা দল ওয়ান’ডে ইতিহাসে রেকর্ড রান তাড়া করে ম্যাচ জিতেছে ৷ 3 বল বাকি থাকতে 265 রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারতের মেয়েরা ৷ এখানেও জয়সূচক রান আসে ঝুলনের ব্যাট থেকেই ৷ তিনি চার মেরে ভারতকে ম্যাচ জেতান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.