ETV Bharat / sports

ICC World Cup 2023: সেঞ্চুরি হাতছাড়া হলেও দল জেতায় খুশি শুভমন

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 1:51 PM IST

PHOTO COURTSEY : BCCI X
PHOTO COURTSEY : BCCI X

Shubman Gill: বুধবার ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত ৷ ভারতের ইনিংসে 80 রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওপেনার শুভমন গিল ৷ কিন্তু পেশিতে টান ধরায় পুরো সময় খেলতে পারেননি ৷ ফলে সেঞ্চুরি হাতছাড়া হয়েছে ৷ যদিও দল জেতায়এই নিয়ে তাঁর কোনও আফশোস নেই ৷

মুম্বই, 16 নভেম্বর: বিশ্বকাপের মাঝেই আইসিসি-র ক্রমতালিকায় এক নম্বর ব্যাটার হয়েছেন শুভমন গিল ৷ এর আগে ভালো শুরু করেও সেঞ্চুরি হাতছাড়া করেছেন মাঝপথে আউট হওয়ার জন্য ৷ কিন্তু বুধবার পায়ের পেশিতে টান তাঁকে সেঞ্চুরির লক্ষ্যে পৌঁছাতে দেয়নি ৷ 80 রানেই নট আউট থাকতে হয়েছে তাঁকে ৷ যদিও তার জন্য বিন্দুমাত্র আফশোস নেই ভারতীয় ক্রিকেটের এই তরুণ তুর্কির ৷ বরং দল ফাইনালে পৌঁছানোই তিনি খুশি ৷

সোমবার ওয়াংখেড়েতে ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে হাজির হয়েছিলেন এই ভারতীয় ওপেনার ৷ সেখানে তিনি বলেন, "আমার যদি ক্র্যাম্প না হত, তাহলে হয়তো আমি 100 স্কোর করতে পারতাম । কিন্তু আমি 100 স্কোর করি বা না করি, আমরা যে স্কোরে পৌঁছানোর চেষ্টা করছিলাম, আমরা সেখানে পৌঁছেছি এবং 400 রান করার আশা ছিল । আমরা তা করেছি । তাই আমি সেঞ্চুরি করি বা না করি তাতে কিছু যায় আসে না ।’’

অন্যদিকে ইনিংসের মাঝে নিজের অসুস্থতা নিয়ে তিনি বলেন, “সত্যি বলতে আমি আমার ব্যাটিংয়ের ক্ষেত্রে সত্যিই কিছু পরিবর্তন করিনি ৷ কিন্তু ডেঙ্গির কারণে আমার পেশি দুর্বল হয়ে পড়েছে ৷ সাধারণত, আমি এত তাড়াতাড়ি ক্র্যাম্প হয় না । আমার জন্য এটি দীর্ঘ সময়ের পরে হয়, এত তাড়াতাড়ি হয় না ।’’

রোহিতের সঙ্গে ওপেনিং পার্টনারশিপ: প্রতিম্যাচে মারকুটে ব্যাটিং দিয়ে শুরু করছেন রোহিত শর্মা ৷ সেই সময় উলটোদিকে একেবারে ধীর-স্থির ইনিংস খেলছেন শুভমন ৷ সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গও ওঠে ৷ এই নিয়ে শুভমন বলেন, “ওঁর (রোহিত) সম্পর্কে সবকিছুই আমাকে মুগ্ধ করে । আমি পাওয়ারপ্লে-তে একজন ছাত্র হিসেবে দাঁড়িয়ে থাকি । তিনি 10 ওভার খেলেন । আমি 15-20 বল খেলি । আমি বিশ্রাম করি এবং রোহিত এসে তাঁর কাজ করেন । তিনি চার, ছয় মারেন এবং আমি শুধু দেখি ।’’

শুভমনের হাতেও বড় শট রয়েছে ৷ ফলে রোহিতকে ওইভাবে মারমুখী ব্যাটিং করতে দেখে তাঁরও কি একই ধরনের শট খেলতে ইচ্ছে করে না ? গিলের উত্তর, “সত্যি বলতে, তিনি যখন থাকেন, আমি খেলার জন্য এত বল পাই না । আমার ভূমিকা শুধুমাত্র পাওয়ারপ্লে-তে নিজের খেলাটা খেলা ৷ বাউন্ডারির জন্য ভালো শটের অপেক্ষা করা ৷ পাওয়ারপ্লে শেষ হয়ে গেলে, আমি স্ট্রাইক রোটেট (একরান-দুইরান নেওয়া) করতে পারি ৷ তার পর স্পিনারদের খেলা শুরু করি ৷ এর পর আপনি কীভাবে খেলবেন, কোন বোলারকে কীভাবে খেলবেন, সেটা আপনার ব্যাপার ৷’’

কোহলির সঙ্গে পার্টনারশিপ: বেশ কয়েকটি ম্যাচে বিরাট কোহলির সঙ্গে বড় রানের পার্টনারশিপ করতে দেখা গিয়েছে শুভমন গিলকে ৷ বুধবারও ওয়াংখেড়েতে ভারতের ইনিংসকে বড় রানের দিকে তিনি ও বিরাট নিয়ে যান ৷ সেই নিয়ে তিনি বলেন, “আমরা পরিস্থিতি এবং কীভাবে খেলতে চাই, তা নিয়ে কথা বলি । এর পরে আমরা কেবল রান নিতে থাকি । আমাদের খেলা কিছুটা একই রকম৷ কারণ, আমরা স্ট্রাইক রোটেট (একরান-দুইরান নেওয়া) করতে পছন্দ করি । আমিও এক বা দুই রান নিয়ে এবং বাউন্ডারির বাইরে বল পাঠিয়ে রান নেওয়ায় ব্যস্ত থাকি ৷ আমরা একে অপরের খুব ভালো পরিপূরক ৷”

কোহলির 50তম সেঞ্চুরি নিয়ে গিলের প্রতিক্রিয়া: বুধবার সেমিফাইনালে বিরাট কোহলি ওয়ানডে-তে তাঁর 50তম সেঞ্চুরি পূরণ করেছেন ৷ সেই নিয়ে শুভমনের প্রতিক্রিয়া, “প্রতিবার খেলতে এসে তিনি বিশেষ কিছু করেন ৷ আর সেটা ধারাবাহিকভাবে করে যান ৷ গত 10-15 বছর অনুপ্রেরণাদায়ক । আমার মনে হয়, তাঁর যতটা দক্ষতা আছে, তার থেকেও বেশি আছে রান করার ক্ষিদে ৷ তিনি যে ক্ষিপ্রতার সঙ্গে খেলেন, সেটা আমাকে অনুপ্রাণিত করে ৷ বিশেষ করে ধারাবাহিভাবে তাঁর ভালো খেলা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে ৷’’

বর্তমান ভারতীয় দল সম্পর্কে: এখন দারুণ ছন্দে রয়েছে ভারতীয় দল ৷ পরপর দশটি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছে ৷ আর একটি ম্যাচ দূরে তৃতীয়বার বিশ্বজয়ের স্বপ্ন৷ ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, প্রতিটি বিভাগেই ভারত দারুণ পারফর্ম করছে ৷ তাই এই সামগ্রিক সাফল্য নিয়ে শুভমন গিলের বক্তব্য, “আমরা গত বছর বা তারও বেশি সময় ধরে একসঙ্গে খেলছি এবং আমরা আমাদের ভূমিকাগুলি বেশ ভালোভাবে জানি ৷ এটাই ব্যক্তিগতভাবে আমার কাছে আলাদা মনে হয় ৷ বোলাররা হয় রান কম দিচ্ছে এবং অথবা কম রানে আটকে রাখছে বিপক্ষকে ৷ এটাই অন্য দলের সঙ্গে আমাদের পার্থক্য তৈরি করছে ৷’’

আর যে মহম্মদ শামিকে খেলতে নাস্তানাবুদ হচ্ছে প্রতিটি দল, শামিকে নেটে খেলতে হয় শুভমনদের ৷ নেটে শামিকে মোকাবিলা কতটা চ্যালেঞ্জিং ৷ উত্তরে শুভমন বলেন, "ওকে নেটে খেলা খুব কঠিন ৷ কিন্তু এটাও মজার কারণ বুমরাহ, সিরাজ এবং শামি আমাদের বিরুদ্ধে নেটে বোলিং উপভোগ করেন ৷"

আরও পড়ুন:

  1. দশ কা দম! কিউয়ি 'বধ' করে ফাইনালে 'টিম ইন্ডিয়া', ফিরে দেখা রোহিতদের সফরনামা
  2. সেনসেশনাল শামি ! সাত শিকারে সেমি'র নায়ক বঙ্গ সম্রাট
  3. 'বিরাট' নজির চাক্ষুষ করে কোহলি-বন্দনায় বেকস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.