রোহিতদের সমর্থনে আমেরিকা থেকে হাজির ভারতীয় সমর্থকরা, আকাশছোঁয়া হোটেল ভাড়া

রোহিতদের সমর্থনে আমেরিকা থেকে হাজির ভারতীয় সমর্থকরা, আকাশছোঁয়া হোটেল ভাড়া
Skyscraper Ahmedabad Hotel Rentals Ahead of ICC Cricket World Cup Final: বিশ্বকাপ ফাইনাল দেখতে সুদূর আমেরিকা থেকে আমেদাবাদে এসেছেন অসংখ্য ভারতীয় সমর্থক ৷ ভারতীয় দলই বিশ্বকাপ জিতবে, এই আত্মবিশ্বাস তাঁদের ৷ কিন্তু, বিশ্বকাপ ফাইনালের আগে আকাশাছোঁয়া আমেদাবাদের হোটেল ভাড়া ৷ কুড়ি থেকে তিরিশ গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে দেশের ও বিদেশের বিভিন্ন শহর থেকে আসা সমর্থকদের ৷
আমেদাবাদ, 18 নভেম্বর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথের পারদ ক্রমশ চড়ছে ৷ আর সেই সঙ্গে চড়ছে হোটেল ভাড়া ৷ আমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল দেখতে আসা সমর্থকদের তাই নাজেহাল অবস্থা ৷ দেশের বিভিন্ন শহর তো বটেই, বিদেশ থেকেও প্রচুর সমর্থক ভারতীয় দলকে সমর্থনের জন্য আগামিকাল নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত থাকবেন ৷ কিন্তু, তাঁদের থাকার জন্য হোটেলের ভাড়া 20-30 গুণ বেড়ে গিয়েছে ৷
আজ সকালে আমেরিকার বিভিন্ন শহর থেকে 18 জনের একটি প্রবাসী ভারতীয়দের দল আমেদাবাদে পৌঁছেছে ৷ একটি ট্রাভেল এজেন্সির মারফত তাঁরা ভারতে এসেছেন ৷ আগামিকাল তাঁরা সকলে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন, ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য ৷ কিন্তু, হোটেল ভাড়া তাঁদের কাছে এই মুহূর্তে তুচ্ছ সমস্যা ৷ ভারতীয় দল তথা রোহিত শর্মাকে বিশ্বকাপ ট্রফি হাতে দেখাই তাঁদের আসল লক্ষ্য ৷
তেমনি এক প্রবাসী ভারতীয় ক্রিকেট সমর্থক ফ্লোরিডা থেকে এসেছেন পরিবারকে সঙ্গে নিয়ে ৷ তিনি বলেন, ‘‘ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল ম্যাচ দেখতে আমরা আমেদাবাদ এসেছি ৷ ভারত এই বিশ্বকাপে প্রতিটি লিগ ম্যাচ জিতেছে এবং ভারত ফাইনালও জিতবে ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের কথা আমরা শুনেছি। প্রথমবার ওই স্টেডিয়ামে একটি ম্যাচ দেখতে যাচ্ছি, তাও বিশ্বকাপের ফাইনাল ৷ আমরা এই ম্যাচ নিয়ে খুব উত্তেজিত ৷’’
জ্যোথই ভখতা ক্যালিফোর্নিয়া থেকে ভারতে এসেছেন ৷ তিনি বলেন, ‘‘আমি বিশেষ করে এই ম্যাচের জন্য ক্যালিফোর্নিয়া থেকে আমেদাবাদ এসেছি ৷ 19 নভেম্বর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ভারত জিতবে এটা আমার বিশ্বাস ৷ আমি বিরাট কোহলিকে আরও একটি শতকের জন্য শুভকামনা জানাতে চাই ৷’’
বিদেশ থেকে আসা সমর্থকরা হোটেল ভাড়া নিয়ে ভাবছেন না ৷ কিন্তু, সমস্য়ায় পড়ছেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে ক্রিকেট ম্যাচ দেখতে আসা সমর্থকরা ৷ 2 হাজার টাকার হোটেলের ঘরের জন্য 50 হাজার টাকা চাওয়া হচ্ছে ৷ তবে, যাঁরা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে এসেছেন, তাঁদের কোনও সমস্যা হয়নি ৷ যা নিয়ে পীযূষ পারিখ বলেন, ‘‘আমেরিকা থেকে 18 জন এসেছেন ৷ তাঁদের বিশ্বকাপ স্টেডিয়ামে নিয়ে যাওয়া থেকে শুরু করে হোটেলে পৌঁছে দেওয়া, সব দায়িত্ব আমাদের ৷ ফাইনালের টিকিট বুক করার পরেই, আমরা হোটেল টিকিট বুক করিয়েছি ৷ একাধিক হোটেলে 2 হাজারের ঘর 50 বা তারও বেশি টাকা ভাড়া নেওয়া হচ্ছে ৷’’
আরও পড়ুন:
