ETV Bharat / sports

IND vs NZ : আইয়ারের অভিষেক, টস জিতে কিউয়িদের ব্য়াটিংয়ের আমন্ত্রণ রোহিতের

author img

By

Published : Nov 17, 2021, 6:49 PM IST

Updated : Nov 17, 2021, 8:25 PM IST

IND vs NZ
আইয়ারের অভিষেক, টস জিতে প্রথম টি-20তে কিউয়িদের ব্য়াটিংয়ে পাঠালেন রোহিত

বিশ্বকাপ পরবর্তীতে বুধবার জয়পুরে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্য়াচে মাঠে নামল ভারতীয় দল ৷ টস জিতে কিউয়িদের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ক্যাপ্টেন রোহিত শর্মার ৷

জয়পুর, 17 নভেম্বর : বিশ্বকাপের ব্য়র্থতা ভুলে সামনে তাকানোর সময় ভারতীয় ক্রিকেট দলের ৷ নয়া অধিনায়ক রোহিত শর্মা এবং হেডস্য়ার রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটে সূচনা হচ্ছে নতুন যুগের ৷ বিশ্বকাপ পরবর্তীতে বুধবার জয়পুরে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের সিরিজের প্রথম টি-20 ম্য়াচ নামল ভারত ৷ টস জিতে কিউয়িদের প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন রোহিত ৷ উত্তরসূরি রোহিত প্রথম ম্য়াচে টস করতে নেমে অন্তত কোহলির মত মন্দভাগ্য়ের শিকার হলেন না ৷ জয়পুরে টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক হল নাইট ওপেনার ভেঙ্কটেশ আইয়ারের ৷

সিনিয়র দলের কোচ হিসেবে দ্রাবিড় প্রথম ম্যাচে এদিন পিচ পরীক্ষা করতে নামতেই সোয়াই মান সিং স্টেডিয়াম ফেটে পড়ল শব্দব্রহ্মে ৷ জেন্টলম্য়ান দ্রাবিড়কে কোচ হিসেবে মাঠে দেখে শ্রদ্ধা ঝরে পড়ছিল অনুরাগীদের ৷ পরবর্তীতে ক্য়াপ্টেন রোহিতের হাত থেকে জাতীয় দলের ক্য়াপ পেলেন পার্পল জার্সিতে আইপিএল মাতানো ভেঙ্কটেশ আইয়ার ৷ রোহিত-দ্রাবিড় যুগলবন্দিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচে দুই স্পিনার এবং তিন পেসার নিয়ে মাঠে নামল টিম ইণ্ডিয়া ৷

আরও পড়ুন : আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে সৌরভ

উইলিয়ামসনহীন টি-20 বিশ্বকাপে রানার্স নিউজিল্য়ান্ডকে টি-20 সিরিজে নেতৃত্ব দিচ্ছেন টিম সাউদি ৷ ভারতীয় দলে এদিন প্রত্য়াবর্তন ঘটল বিশ্বকাপে না থাকা শ্রেয়স আইয়ারের ৷ এখন দেখার কোহলি-বুমরা-শামিদের ছাড়া নতুন ভারতের পথচলা জয় দিয়ে শুরু হয় কি না ৷

একনজরে ভারতীয় একাদশ : রোহিত (অধিনায়ক), রাহুল, সূর্যকুমার, শ্রেয়স, পন্থ (উইকেটরক্ষক), আইয়ার, অক্ষর, অশ্বিন, ভুবনেশ্বর, সিরাজ, চাহার ৷

Last Updated :Nov 17, 2021, 8:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.