ETV Bharat / sports

Asian Games 2023: দ্বিতীয় সোনা ভারতের, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াডে সেরা দেশের মহিলা ক্রিকেট দল

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 2:44 PM IST

Updated : Sep 25, 2023, 3:31 PM IST

India Win Second Gold in 19th Asian Games: এশিয়াডে প্রথম সোনা ভারতীয় মহিলা ক্রিকেট দলের ৷ সেই সঙ্গে 19 তম এশিয়াডে দ্বিতীয় সোনা এল ভারতের ঘরে ৷

Image Courtesy: ICC Twitter/X
Image Courtesy: ICC Twitter/X

হ্যাংঝাউ, 25 সেপ্টেম্বর: বাংলার তিতাস সাধুর দুরন্ত বোলিংয়ের সৌজন্যে এশিয়াডে প্রথম সোনা ভারতীয় মহিলা ক্রিকেট দলের ৷ শ্রীলঙ্কাকে 19 রানে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা ৷ সেইসঙ্গে 19 তম এশিয়াডে দ্বিতীয় সোনা জিতল ভারত ৷ ফাইনালে প্রথমে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 116 রান তোলেন হরমনপ্রীত কউর অ্যান্ড কোম্পানি ৷ 116 রান ডিফেন্ড করতে নেমে শ্রীলঙ্কাকে একশোর মধ্যেই আটকে রাখল ভারতের মেয়েরা ৷ স্বর্ণপদক ম্যাচে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 97 রানের বেশি তুলতে পারেনি দ্বীপরাষ্ট্র ৷ 4 ওভারে একটা মেডেন-সহ 6 রান দিয়ে 3 উইকেট নেন হুগলির তিতাস ৷

ভারতীয় দলের সহঅধিনায়িকা স্মৃতি মন্ধানা (46) এবং জেমাইমা রদ্রিগেজ (42)-এর 73 রানের পার্টনারশিপে ভর করে ভারত নির্ধারিত 20 ওভারে 116 রান তোলে ৷ তবে, ভারতের বাকি ব্যাটাররা ফাইনালে রান করতে পারেননি ৷ শেফালি বর্মা (9), রিচা ঘোষ (9), ক্যাপ্টেন হরমনপ্রীত কউর (2), পূজা বস্ত্রকার (2) কেউই দুই সংখ্যার স্কোরে পৌঁছাতে পারেননি ৷ শ্রীলঙ্কার হয়ে 2টি করে উইকেট নিয়েছেন উদেশিকা প্রাবধানি, সুগন্ধিকা কুমারি এবং ইনোকা রণবীরা ৷ তবে, হ্যাংঝাউয়ের মন্থর উইকেটে ভারতের 116 রান যথেষ্ঠ ছিল শ্রীলঙ্কাকে হারানোর জন্য ৷

আরও পড়ুন: এশিয়াডে শুটিংয়ে চ্যাম্পিয়ন তিন! বিশ্ব রেকর্ড গড়ে ভারতের ঝুলিতে প্রথম সোনা; এল ব্রোঞ্জও

ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেটাই করে দেখালেন ভারতীয় বোলাররা ৷ মন্থর উইকেটে এ দিন অভিজ্ঞ দীপ্তি শর্মাকে দিয়ে বোলিং ওপেন করান হরমনপ্রীত ৷ দীপ্তি 4 ওভারে 25 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন ৷ পূজা বস্ত্রকারও তাঁর শেষ ওভারে একটি উইকেট তুলে নেন ৷ তবে, এশিয়াডের ফাইনালে ভারতকে প্রথম উইকেটটি এনে দেন বাংলার তিতাস ৷ ম্যাচের তৃতীয় ওভারে তাঁকে নিয়ে আসেন ক্যাপ্টেন হরমনপ্রীত কউর ৷ আর নিজের প্রথম ওভারের প্রথম বলেই অনুষ্কা সঞ্জীবনীকে আউট করেন তিতাস ৷ ওই ওভারেই দুরন্ত ইন স্যুইংগারে দ্বিতীয় ভিশমি গুরুরত্নেকে প্যাভিলিয়নে ফেরান তিনি ৷ শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামারি আতাপাত্তুর উইকেটও বঙ্গতনয়ার নামে ৷

Last Updated :Sep 25, 2023, 3:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.