ETV Bharat / sports

ধন্যি মেয়েদের অধ্যবসায় ! প্রথমদিনেই চারশো পেরিয়ে স্বস্তিতে হরমনপ্রীতরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 5:22 PM IST

India W vs England W Test Match: 9 বছর পর ভারতে আবার টেস্ট খেলছেন মহিলারা ৷ চার ব্যাটারের দুরন্ত অর্ধ-শতরানের জেরে প্রথম দিনেই চালকের আসনে ভারত ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং জেমিমা রড্রিগেজ, শুভা সতীশদের ৷

Etv Bharat
Etv Bharat

মুম্বই, 14 ডিসেম্বর: প্রথম দিনের ব্যাটিংয়ে কোচ অমল মজুমদারকে গর্বিত করলেন জেমিমা রড্রিগেজ, শুভা সতীশরা ৷ প্রায় 9 বছর পর ভারতে ফিরল মহিলাদের টেস্ট ক্রিকেট ৷ স্মৃতি মন্দানা এবং শেফালি বর্মা দ্রুত ড্রেসিংরুমে ফিরলেও ভারতীয় দল যে এতদিন টেস্ট ক্রিকেট খেলেইনি তা বোঝা গেল না শুভা, জেমিমাদের ব্যাটিংয়ে ৷ বরং প্রথম দিনে টসে জিতে যে রান স্কোরবোর্ডে তুললেন তাঁরা তা বিরাট কোহলি-রোহিত শর্মাদেরও বেশ খুশি করত ৷

শতরান অবশ্য এখনও পর্যন্ত পাননি কেউই ৷ তবে লড়াকু অর্ধ-শতরান এল শুভা, জেমিমার ব্যাট থেকে ৷ টেস্ট ম্যাচের প্রথম দিনে 2টি উইকেট দ্রুত খোয়ানোর পরেও 90.79 স্ট্রাইক রেটে 13টি চার দিয়ে সাজানো যে ঝকঝকে 69 রানের ইনিংস খেলেন শুভা তা অনেকদিন মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা ৷ পাশাপাশি 11টি চার-সহ 68 রানের ইনিংস এল জেমিমার ব্যাট থেকে ৷ মাত্র এক রানের জন্য অর্ধশতরান মাঠে রেখে আসেন অধিনায়ক হারমনপ্রীত কৌর ৷ তাঁর দুর্ভাগ্যজনক রান আউটের পর কিন্তু স্বস্তিকা ভাটিয়াও দ্রুত প্যাভেলিয়ানে ফেরেন ৷ তবে ততক্ষণে 66 রানের দুর্ধর্ষ ইনিংস খেলে দলকে 300 রানের গণ্ডি পার করিয়ে দিয়েছেন তিনি ৷

লোয়ার অর্ডারে অলরাউন্ডার দীপ্তি শর্মাও সুন্দর লড়াই করেন স্নেহ রানাকে সঙ্গে নিয়ে ৷ দলের হয়ে দিনের চতুর্থ অর্ধশতরানটি করেন দীপ্তিই ৷ তিনি আপাতত অপরাজিত 60 রানে ৷ তাঁর ব্যাট থেকে এসেছে 9টি চার এবং একটি ছয় ৷ দিনের একেবারে শেষলগ্নে 30 রানে আউট হন রানা ৷ দিনশেষে 7 উইকেটের বিনিময়ে 410 রান তুলেছে ভারতীয় দল ৷ দীপ্তির সঙ্গে ক্রিজে রয়েছেন পূজা বস্ত্রকর ৷ ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ 2 উইকেট শিকার করেন লুরেন বেল ৷

প্রথম দিনে ব্যাটিংয়ের পর স্বাভাবিকভাবেই চালকের আসনে ভারতীয় দল ৷ অন্তত এমনটাই দাবি ক্রিকেটপ্রেমীদের ৷ দ্বিতীয় দিনে ভারত কীভাবে ব্যাটিং করবে সেদিকে নজর থাকবে সকলেরই ৷ এর আগে 2002 সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই 467 রান তুলেছিল ভারতীয় মহিলা দল ৷ এখনও পর্যন্ত সেটাই ছিল টেস্টে ভারতীয় মহিলা দলের সর্বোচ্চ রান ৷ দ্বিতীয় সর্বোচ্চ রান হল 9 উইকেটে হারিয়ে 426 রান ৷ সেই রান বৃহস্পতিবার হরমনপ্রীতের দল টপকে যেতে পারে কি না সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপে 'হিট' শ্রেয়সেই ভরসা! আইপিএলে নাইটদের ঘর সামলাবেন আইয়ার
  2. মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া দায়িত্ব তাঁদের, মত হরমনপ্রীতের
  3. টেস্ট ক্রিকেট যথেষ্ট খেলা হচ্ছে না মহিলা দলের, ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে আক্ষেপ স্মৃতি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.