ETV Bharat / sports

INDW vs BANW 1st ODI: ওয়ান ডে'তে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম হার দেশের মহিলা ক্রিকেট দলের

author img

By

Published : Jul 16, 2023, 6:42 PM IST

INDW vs BANW 1st ODI ETV BHARAT
INDW vs BANW 1st ODI

ভারতীয় মহিলা দলের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ জয় বাংলাদেশের ৷ তাও মাত্র 152 রান ডিফেন্ড করে ৷ তিন ম্যাচের সিরিজে ভারতের মেয়েদের মাত্র 113 রানে অলআউট করে ইতিহাস গড়ল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ৷

ঢাকা, 16 জুলাই: কুড়ি-বিশের সিরিজ জিতলেও বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হার দিয়ে শুরু হল হরমনপ্রীত কৌরদের ৷ ডাকওয়ার্থ লুইস নিয়মে 40 রানে বাংলাদেশের কাছে পরাজিত হল ভারত ৷ 44 ওভারের ম্যাচে 153 রান তাড়া করতে ব্যর্থ হলেন ভারতীয় ব্যাটাররা ৷ 35.5 ওভারে মাত্র 113 রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস ৷ ভারতের হয়ে সর্বোচ্চ 20 রান করেন দীপ্তি শর্মা ৷ 7 ওভারে 29 দিয়ে 4 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন বাংলাদেশের মারুফা আখতার ৷

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম কোনও ওয়ান ডে ম্যাচ হারল ভারতের মেয়েরা ৷ রবিবার ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ 40 রানে হারল হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি ৷ বৃষ্টির কারণে এদিন 44 ওভারের ম্যাচ করার সিদ্ধান্ত নেন ম্যাচ অফিসিয়ালরা ৷ টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়িকা হরমনপ্রীত ৷ সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল তা ভারতীয় বোলারদের পারফরম্যান্সে প্রমাণিত ৷ আমনজোৎ করে চার উইকেটের সৌজন্যে 43 ওভারে মাত্র 152 রানে গুটিয়ে যায় বাংলাদেশ ৷

এছাড়া দেবিকা বৈদ্য 2 এবং দীপ্তি শর্মা একটি উইকেট নিয়েছেন ভারতের হয়ে ৷ বাংলাদেশের বাকি 3টি উইকেট পড়ে রান আউট ৷ ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় 44 ওভারে 153 রান ৷ কিন্তু, শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের উপরে চাপ তৈরি করতে থাকে বাংলাদেশের বোলাররা ৷ মাত্র 13 রানের মাথায় স্মৃতি মন্ধানার (11) উইকেট হারায় ভারত ৷ এর পর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে 'উইমেন ইন ব্লু'র ৷ রিচা ঘোষের জায়গায় ভারতীয় দলে সুযোগ পাওয়া যস্তিকা ভাটিয়া মাত্র 15 রান করেন ৷

আরও পড়ুন: অন্তিম ওভারে 4 উইকেট, ভারতকে ম্যাচ ও সিরিজ জেতালেন শেফালি

ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর মাত্র 5 রানে নাহিদা আখতারের শিকার হন ৷ জেমাইমা রদ্রিগেজ 10 রান করেছেন ৷ ভারতের হয়ে সর্বোচ্চ 20 রান করেন অলরাউন্ডার দীপ্তি শর্মা ৷ স্নেহ রানা শূন্যতে ফিরে যান ৷ 43 বল বাকি থাকতে মাত্র 113 রানে অলআউট হয়ে যায় ভারতীয় মহিলা দল ৷ প্রথম ওয়ান ডে-তে হারের পর তিন ম্যাচের সিরিজে ভারত 1-0 পিছিয়ে পড়ল ৷ সিরিজের দ্বিতীয় ম্যাচ19 জুলাই, অর্থাৎ আগামী বুধবার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.