ETV Bharat / sports

Women's WC 2022 : স্বপ্নভঙ্গ ! দীপ্তির নো বলে শেষ ভারতের বিশ্বকাপ অভিযান

author img

By

Published : Mar 27, 2022, 2:06 PM IST

Updated : Mar 27, 2022, 2:47 PM IST

কাজে এল না শেফালি, স্মৃতি, মিতালি, হরমনপ্রীতদের লড়াই ৷ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে শেষ ভারতের বিশ্বকাপ অভিযান ৷

India Women
ফাইল চিত্র স্বপ্নভঙ্গ ! দীপ্তির নো বলে শেষ ভারতের বিশ্বকাপ অভিযান

ক্রাইস্টচার্চ, 27 মার্চ : আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা ৷ প্রোটিয়া বধ করলে শেষ চারে জায়গা পাকা করত ভারতও ৷ ব্যাটাররা নিজেদের কাজ করলেও দলকে জেতাতে পারল না দলের বোলিং ইউনিট ৷ শেষ বলের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে শেষ ভারতের বিশ্বকাপ অভিযান ৷

ব্যাটারদের দাপটে 274 রান তুলেছিল ভারত ৷ ‘মাস্ট উইন’ ম্যাচে নামার আগেই ধাক্কা খেয়েছিল ভারত ৷ পেশির চোটের জন্য দল থেকে ছিটকে গিয়েছিলেন ঝুলন গোস্বামী ৷ বোলিং ইউনিটের প্রধান স্তম্ভকে ছাড়াই মাঠে নামাই এদিন ফ্যাক্টর হয়ে দাঁড়াল ৷ অবশ্য শেষ বল পর্যন্ত দাঁত চেপে লড়াই চালিয়েছে রাজেশ্বরী, দীপ্তিরা ৷

শেষ ওভারের পঞ্চম বলে মিগনন দু প্রেজকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিলেন দীপ্তি ৷ ওভার স্টেপিংয়ের কারণে সেই বলকে ‘নো বল’ ডিক্লেয়ার করে আম্পায়ার ৷ শেষ বলে প্রোটিয়াদের জয়ের জন্য প্রয়োজন ছিল 1 রান ৷ ওই বলে কোনও রান না দিলেও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করত ‘উইমেন ইন ব্লু’ ৷ সেখান থেকে ম্যাচ হেরে ফের বড় মঞ্চে স্বপ্নভঙ্গ হল ভারতের ৷

আরও পড়ুন : বুড়ো হাড়ের ভেলকি দেখল কলকাতা-চেন্নাই ম্যাচ

Last Updated :Mar 27, 2022, 2:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.