ETV Bharat / sports

IND vs SA: অক্ষরের পরিবর্তে একাদশে হুডা, প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং ভারতের

author img

By

Published : Oct 30, 2022, 4:29 PM IST

Updated : Oct 30, 2022, 5:00 PM IST

IND vs SA
প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং ভারতের

পারথে সুপার 12-এর তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং'য়ের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা (India win the toss and elect to bat first) ৷ অক্ষর প্যাটেলের পরিবর্তে দলে এলেন দীপক হুডা (Deepak Hooda replaces Axar Patel) ৷

পারথ, 30 অক্টোবর: পাকিস্তান-নেদারল্যান্ডসকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে ৷ আজ জিতলে কার্যত নিশ্চিত সেমিফাইনাল ৷ এমতাবস্থায় পারথে সুপার 12-এর তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং'য়ের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা (India win the toss and elect to bat first) ৷ একাদশে একটি পরিবর্তন নিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে নামল রোহিতব্রিগেড ৷ ব্যাটিং-অর্ডারে শক্তি বাড়াতে অক্ষর প্যাটেলের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একাদশে সুযোগ পেলেন দীপক হুডা (Deepak Hooda replaces Axar Patel) ৷

একটি পরিবর্তন দক্ষিণ আফ্রিকা একাদশেও ৷ তাবরাইজ শামসির পরিবর্তে লুঙ্গি এনগিদিকে একাদশে রেখে ভারতের বিরুদ্ধে নামল তারা (Lungi Ngidi replaces Tabraiz Shamsi in SA XI) ৷ টস জিতে রোহিত শর্মা বলেন, "এই উইকেটে কী করতে হবে আমাদের জানা আছে ৷ আমরা তৈরি ৷ ব্যাটারদের বাউন্সি উইকেটে মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জ ৷ সিমারদের সঠিক লেংথে বল করে যেতে হবে ৷ আমরা এই ম্যাচের গুরুত্ব জানি ৷ ধীরস্থির হয়ে পরিকল্পনা সঠিকভাবে রূপায়ণ করতে চাই আমরা ৷"

প্রোটিয়ারাও ভারতকে হারিয়ে সেমি নিশ্চিত করার পথে আরেক ধাপ এগিয়ে যেতে মরিয়া ৷ অধিনায়ক তেম্বা বাভুমা জানান, টস জিতলে তিনিও প্রথমে ব্যাটিং'য়ের সিদ্ধান্ত নিতেন ৷ ভারতকে বাগে আনতে দ্রুত কয়েকটি উইকেট চাইছেন প্রোটিয়া অধিনায়ক ৷

আরও পড়ুন: টি20 বিশ্বকাপে অবশেষে জয় পাকিস্তানের, ডাচদের 6 উইকেটে হারালেন বাবররা

একনজরে ভারতীয় একাদশ: রোহিত (অধিনায়ক), রাহুল, কোহলি, সূর্যকুমার, হুডা, হার্দিক, কার্তিক (উইকেটরক্ষক), অশ্বিন, ভুবনেশ্বর, শামি, আর্শদীপ

একনজরে দক্ষিণ আফ্রিকা একাদশ: বাভুমা (অধিনায়ক), ডি'কক (উইকেটরক্ষক), রসোউ, মার্করাম, মিলার, স্টাবস, পার্নেল, মহারাজ, রাবাদা, নর্তজে, এনগিদি ৷

Last Updated :Oct 30, 2022, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.