ETV Bharat / sports

WI vs IND 1st ODI: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শেষ বলে জয় ভারতের, 3 রানের জয়ে ম্যাচের সেরা শিখর

author img

By

Published : Jul 23, 2022, 10:33 AM IST

India Win Over West Indies in 1st ODI by Three Runs in Trinidad
India Win Over West Indies in 1st ODI by Three Runs in Trinidad

ওয়েস্ট ইন্ডিজকে প্রথম একদিনের ম্যাচে হারাল ভারত (India Win Over West Indies in 1st ODI by Three Runs in Trinidad) ৷ শেষ বল পর্যন্ত গড়ানো ম্যাচে ক্যারিবিয়ানদের 3 রানে হারাল শিখর ধাওয়ানের ভারত ৷ ম্যাচের সেরা অধিনায়ক শিখর (97) ৷

ত্রিনিদাদ, 23 জুলাই: ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটাই হল টানটান উত্তেজনার মধ্যে দিয়ে ( WI vs IND 1st ODI) ৷ আর উত্তেজনাপূর্ণ প্রথম একদিনের ম্যাচে জয় দিয়ে শুরু করল ভারতীয় দল ৷ রোহিত, বিরাট, বুমরাদের ছাড়াই অধিনায়ক শিখর ধাওয়ানের নেতৃত্বে 3 রানে ক্যারিবিয়ানদের হারাল ভারত (India Win Over West Indies in 1st ODI by Three Runs in Trinidad) ৷ ম্যাচে সেরা হয়েছেন অধিনায়ক শিখর ধাওয়ান (99 বলে 97 রান) ৷

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান ৷ কিন্তু, পোর্ট অফ স্পেনের পাটা উইকেটে তা ক্যারিবিয়ানদের কাছেই বুমেরাং হয়ে যায় ৷ শিখর ধাওয়ানের 97, শুভমানের 64 এবং শ্রেয়স আইয়ারের 54 রানের ইনিংসে ভর করে ভারত 7 উইকেট হারিয়ে 308 রান তোলে ৷ জবাবে 305 রানে থেমে যায় ক্যারিবিয়ানদের ইনিংস ৷ তবে, এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিয়ান পাওয়ার হিটিংয়ের সামনে কিছুটা হলেও নড়বড়ে দেখিয়েছে ভারতীয় বোলিংকে ৷

টস হেরে ব্যাটিং করা এ দিন কিছুটা হলেও শাপে বর হয় শিখরের কাছে ৷ কারণ, টসে দুই অধিনায়কই জানান, তাঁরা বোলিং করতে চান ৷ কিন্তু, পোর্ট অফ স্পেনের উইকেট পাটা হলেও, পুরনো বলে বড় শট খেলা কঠিন হয়ে দাঁড়িয়েছিল ৷ এদিন ভারতীয় দুই ওপেনার শিখর এবং শুভমান প্রথম উইকেটে 119 রানের পার্টনারশিপ করেন ৷ দ্বিতীয় উইকেটেও শিখর এবং শ্রেয়স 94 রান তোলেন ৷ শিখরকে এ দিন তাঁর কেরিয়ারের 18তম সেঞ্চুরি থেকে মাত্র 3 রান দূরে থামিয়ে দেন বাঁ-হাতি ক্যারিবিয়ান স্পিনার গুডাকেশ মোটিয়ে ৷

কিন্তু, শিখর যখন আউট হন সেই সময় ভারতের রান ছিল 213 ৷ সেই সময় মনে করা হচ্ছিল, ভারত সহজে 350 রান তুলে দেবে ৷ কিন্তু, মিডল অর্ডারের ব্যর্থতায় মাত্র 308 রানে থামতে হয় 'মেন ইন ব্লু'-কে ৷ শেষ দিকে দীপক হুডা (27) এবং অক্ষর প্যাটেলের (21) ব্যাটে ভর করে তিনশো পেরিয়ে যায় ভারত ৷

আরও পড়ুন: Birmingham 2022 CWG: ভিসা সমস্যায় ভারতীয় মহিলা দল, কমনওয়েলথ গেমসে খেলা নিয়ে চিন্তায় ক্রিকেটমহল

বোলিং করতে নেমে ভারতের দুই পেসার মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা শুরুটা ভালো করেছিলেন ৷ শেই হোপকে পঞ্চম ওভারে মাত্র 7 রানে ফিরিয়ে দেন সিরাজ ৷ কিন্তু, এরপর ওয়েস্ট ইন্ডিজের ইনিংস সামলান কাইল মেয়ার্স (75) এবং শামার্হ ব্রুকস (46) ৷ ব্রুকস এবং মেয়ার্সকে 5 রানের ব্যবধানে প্যাভিলিয়নে ফেরান শার্দূল ঠাকুর ৷ তারপর ফের অধিনায়ক নিকোলাস পুরান এবং ব্যান্ডন কিং-এর মধ্যে 51 রানের পার্টনারশিপ হয় ৷ পুরানকে 25 রানে আউট করেন সিরাজ ৷ তার কিছুক্ষণের যুজবেন্দ্র চাহালের বলে পাওয়ার হিটার রভমান পাওয়েল (6) এবং ব্র্যান্ডন কিং (54) আউট হতেই ম্যাচে ফেরে ভারত ৷

তবে, বাঁ-হাতি স্পিনার আকিল হোসেন (32 অপরাজিত) এবং মিডিয়াম পেসার রোমারিও শেপার্ড (39 অপরাজিত) ওয়েস্ট ইন্ডিজের আশা বাঁচিয়ে রাখেন ৷ তবে, শেষ ওভারে 15 রান তুলতে ব্যর্থ হন তাঁরা ৷ সিরাজ শেষ ওভারে 11 রান দেন ও সেই সঙ্গে ভারত 3 রানে প্রথম একদিনের ম্যাচ জিতে নেয় ৷ পোর্ট অফ স্পেনেই রবিবার দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামবেন শিখর ধাওয়ানরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.