ETV Bharat / sports

Asia Cup 2023: পাঁচ বছরের ট্রফি খরা কাটাতে রবিবার ফেভারিট হিসেবেই নামছে রোহিত-ব্রিগেড

author img

By PTI

Published : Sep 16, 2023, 6:12 PM IST

রবিবার কলম্বোয় এশিয়া কাপের ফাইনালে ফেভারিট হিসেবে নামছে টিম ইন্ডিয়া ৷ ট্রফি খরা কাটিয়ে বিশ্বকাপ শুরুর আগে মনোবল বাড়িয়ে নেওয়ার সহজ সুযোগ ভারতের সামনে ৷ পাঁচ বছর আগে শেষবার দুবাইয়ে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ ঘরে তুলেছিল রোহিতের ভারত ৷

Etv BharatAsia Cup 2023
রবিবার ফেভারিট হিসেবেই নামছে রোহিতব্রিগেড

কলম্বো, 16 সেপ্টেম্বর: গত এক দশক ধরে আইসিসি'র ফ্ল্যাগশিপ ইভেন্টে ট্রফি না-জেতার আক্ষেপ তো রয়েইছে ৷ হতাশা বাড়িয়েছে গত পাঁচ বছরে ক্যাবিনেটে কোনও ট্রফি না-আসা ৷ এমতাবস্থায় রবিবার কলম্বোয় এশিয়া কাপের ফাইনালে ফেভারিট হিসেবেই নামছে টিম ইন্ডিয়া ৷ ট্রফি খরা কাটিয়ে বিশ্বকাপ শুরুর আগে মনোবল বাড়িয়ে নেওয়ার সহজ সুযোগ ভারতের সামনে ৷

পাঁচ বছর আগে শেষবার দুবাইয়ে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ ঘরে তুলেছিল রোহিতের ভারত ৷ যে কোনও ফরম্যাটে টিম ইন্ডিয়ার জেতা শেষ ট্রফি সেটিই ৷ এরপর 2019 বিশ্বকাপ এবং 2022 টি-20 বিশ্বকাপের শেষ চার থেকে বিদায় নিয়েছিল 'মেন ইন ব্লু' ৷ সঙ্গে টানা দু'বার টেস্ট বিশ্বচ্যাম্পিয়নে তীরে গিয়ে ডুবেছে তরী ৷

এই অবস্থায় দাঁড়িয়ে ঘরের মাঠে বিশ্বকাপ শুরুর হাতে গোনা কয়েকদিন আগে ভারত যে ফেভারিট, সে কথা বলতে পারবে না অতি বড় সমর্থকও ৷ তবে রোহিতের দল এশিয়া কাপ জিতলে প্রতিপক্ষরা হয়তো ফের নতুন করে ছক কষার ভাবনাচিন্তা করবে ৷ ফেভারিটের তকমা সত্ত্বেও রবিবাসরীয় এশিয়া কাপ ফাইনালের আগে ভারতীয় দলের চোট উদ্বেগ ৷ সুপার-ফোরের শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ফাইনালে নেই অক্ষর প্যাটেল ৷ পরিবর্তে ডাক পড়েছে ওয়াশিংটন সুন্দরের ৷ বিশ্বকাপের আগে যা চিন্তার ভাঁজ ফেলেছে ম্যানেজমেন্টের কপালে ৷

ফাইনালের আগে চোট উদ্বেগ শ্রীলঙ্কা শিবিরেও ৷ ভারতের বিরুদ্ধে আগামিকালের ম্যাচে চোটের কারণে দলের সেরা স্পিনার মহীশ থিকশানাকে পাবে না দাসুন শানাকার দল ৷ সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া ভারতীয় দল ৷ বিশ্বকাপের আগে কোচিং কেরিয়ারের প্রথম ট্রফি নতুন করে পরিকল্পনা সাজাতে সাহায্য করবে দলের হেডস্যর রাহুল দ্রাবিড়কেও ৷

আরও পড়ুন: অক্ষরের চোট, ফাইনালের আগে শ্রীলঙ্কা থেকে ডাক পড়ল ওয়াশিংটনের

নিয়মরক্ষার ম্যাচে হওয়ায় শুক্রবার বাংলাদেশ ম্যাচে বিশ্রামে ছিলেন নিয়মিত দলের পাঁচ সদস্য ৷ শুভমন গিলের শতরান সত্ত্বেও বাংলাদেশি স্পিনারদের বিরুদ্ধে নড়বড়ে দেখিয়েছে ভারতীয় ব্যাটিং লাইন-আপকে ৷ বিরাট কোহলি-হার্দিক পান্ডিয়াদের প্রত্যাবর্তন নিঃসন্দেহে ব্যাটিং ইউনিটে বাড়তি শক্তি যোগ করবে ৷ ফাইনালের আগে গিলের সেঞ্চুরি পঞ্জাব ওপেনারকে তো বাড়তি আত্মবিশ্বাস জোগাবেই ৷

একই কথা প্রযোজ্য বোলিং ইউনিটের ক্ষেত্রেও ৷ গতকাল 59 রানে বাংলাদেশের 4 উইকেট তুলে নেওয়ার পরেও ডেথ ওভারে যথেচ্ছ রান খরচ করেন ভারতীয় বোলাররা ৷ জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবের প্রত্যাবর্তনে সেই সমস্যা মিটবে ৷

সবমিলিয় অক্ষরকে নিয়ে উদ্বেগের মাঝেই বিশ্বকাপের আগে খামতির জায়গাগুলো পূরণে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া ৷ পরবর্তীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনম্যাচের সিরিজ রয়েছে রোহিতদের ৷ তার আগে আগামীকালের জয় বদলে দিতে পারে সমস্ত সমীকরণ ৷ অন্যদিকে সুপার-ফোরের ভুলচুক শুধরে ঘরের মাঠে সুবিধে কাজে লাগিয়ে বাজিমাত করতে মরিয়া দ্বীপরাষ্ট্রও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.