ETV Bharat / sports

IND vs SL : দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ় গুটিয়ে ফেলতে চাইছেন ধাওয়ানরা

author img

By

Published : Jul 19, 2021, 3:19 PM IST

IND vs SL
IND vs SL

প্রথম ওয়ান ডে ম্যাচেই দুরন্ত ফর্মে দেখা গিয়েছে শিখরকে ৷ সুনেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ৷ একটুর জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে ৷

কলম্বো, 19 জুলাই : দলে অধিকাংশই তরুণ মুখ ৷ বেশিরভাগ সিনিয়রদের অনুপস্থিতিতে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পেয়েছিলেন ইশান কিষাণ, ক্রুণাল পাণ্ডিয়ারা ৷ সুযোগ পুরোমাত্রায় কাজে লাগিয়েছেন তাঁরা ৷ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে এবং শিখর ধাওয়ানের নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স দিয়েছে ভারত ৷ নয়া কোচ-ক্যাপ্টেন জুটি প্রথম ম্যাচে সফল ৷ মঙ্গলবার সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ ৷ এক ম্যাচ হাতে রেখেই লঙ্কানদের বিরুদ্ধে সিরিজ় গুটিয়ে ফেলতে চাইছেন ধাওয়ানরা ৷

বলতে গেলে অর্জুন রণতুঙ্গাকে মুখের উপর জবাব দিয়েছে দেশের তরুণ ব্রিগেড ৷ সিরিজ় শুরু আগেই ভারত দ্বিতীয় সারির দল পাঠিয়ে শ্রীলঙ্কাকে অপমান করেছে বলে কাঁদুনি গাইতে শুরু করেছিলেন এই প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক ৷ পূর্ণ শক্তির এই ভারতীয় দল যে কোনও 'বি' টিম নয় তা প্রথম ম্যাচেই বুঝে গিয়েছে শ্রীলঙ্কা ৷ ম্যাচের পর বীরেন্দ্র সেহওয়াগ এই নিয়ে রণতুঙ্গাকে খোঁচা দিয়েছেন ৷

সীমিত ওভারে নিজেকে সেভাবে খুঁজে পাচ্ছিলেন না ৷ তার উপর ঘাড়ে নেতৃত্বের বাড়তি বোঝা এসে পড়েছে ৷ কিন্তু প্রথম ওয়ান ডে ম্যাচেই দুরন্ত ফর্মে দেখা গিয়েছে শিখরকে ৷ সুনেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ৷ একটুর জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে ৷ লঙ্কানদের রান আর একটু বেশি হলে গতকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শতরানটা করেই ফেলতেন গব্বর ৷

রবিবার ওয়ান ডে ফরম্যাটে দুজনের অভিষেক হয়েছে ৷ ইশান কিষাণ এবং সুর্যকুমার যাদব ৷ আইপিএলের দৌলতে ক্রিকেটপ্রেমীদের কাছে দু‘জনের প্রতিভা অজানা নয় ৷ আইপিএলের জো়ন থেকে যে তারা এখনও বেরোতে পারেননি তা ভালোমতো টের পেয়েছে দাসুন শনাকার শ্রীলঙ্কা ৷ 50 ওভারের ফরম্যাটকে টি-20-র পর্যায়ে নামিয়ে আনলেন পৃথ্বী শ, ইশান কিষাণ, সূর্যকুমার যাদবরা ৷ শ্রীলঙ্কার বোলিং বিভাগকে রীতিমতো বিপর্যস্ত দেখাচ্ছিল ৷

আরও পড়ুন : Tokyo Olympics : চিয়ার ফর ইন্ডিয়া, আবেদন বিরাট-মিতালির

দীর্ঘ সময় পর কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চহ্বাল জুটির দাপট চোখে পড়ল ৷ কুল-চা জুটি ফের প্রমাণ করেছে জুটি হিসেবে তাঁরা অনবদ্য ৷ দেশের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও পাঁচ ওভার হাত ঘুরিয়ে উইকেট পেয়েছেন ৷ তবে ভুবনেশ্বর কুমারের জন্য দিনটা ভাল যায়নি ৷

টি-20 বিশ্বকাপের আগে দলের তরুণ ব্রিগেডের এই পারফরম্যান্স স্বস্তিতে রাখবে দলকে ৷ দ্রাবিড় মন্ত্রে দীক্ষিত এই তরুণ ব্রিগেড মঙ্গলবারের ম্যাচের আগে চাপে ফেলে দিল টিম ম্যানেজমেন্টকে ৷ কাকে ছেড়ে কাকে রাখবে ৷ পারফেক্ট একাদশ গড়ে তোলাটাই এখন চাপের ৷ তবে ধরে নেওয়াই যায় দ্বিতীয় ওডিআইতে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না টিম ম্যানেজমেন্ট ৷ স্কোয়াডে থাকা দলের বাকি তরুণদের সুযোগ দেওয়ার আগে সিরিজ়টা পকেটে পুরে নিতে চাইবেন ধাওয়ানরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.