ETV Bharat / sports

সিরিজ় বাঁচাতে কোহলিদের লক্ষ্য 390

author img

By

Published : Nov 29, 2020, 9:29 AM IST

Updated : Nov 29, 2020, 1:57 PM IST

আগের দিনে যেখানে শেষ করেছিলেন, আজ সেখান থেকেই শুরু করলেন স্মিথ ৷ ভারতীয় বোলারদের কার্যত ক্লাকব স্তরে নামিয়ে এনে মাত্র 64 বলে করলেন 104 রান ৷ স্মিথের এই বিধ্বংসী ফর্ম টেস্ট শুরুর আগে ভারতীয় শিবিরে চিন্তার কারণ হতেই পারে ৷

IND updatesvs AUS 2020
IND vupdatess AUS 2020

সিডনি, 29 নভেম্বর : ফেরে শতরান স্টিভ স্মিথের ৷ অর্ধশতরান ডেভিড ওয়ার্নার, অ্যারোন ফিঞ্চ, মার্নাস লাবুশেন ও গ্লেন ম্যাক্সওয়েলের ৷ পাঁচ ব্যাটসম্যানের ঝোড়ো ব্যাটিংয়ে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া ৷ ভারতকে বিশাল 390 রানের টার্গেট দিল অজ়িরা ৷

আগের দিনে যেখানে শেষ করেছিলেন, আজ সেখান থেকেই শুরু করলেন স্মিথ ৷ ভারতীয় বোলারদের কার্যত ক্লাকব স্তরে নামিয়ে এনে মাত্র 64 বলে করলেন 104 রান ৷ স্মিথের এই বিধ্বংসী ফর্ম টেস্ট শুরুর আগে ভারতীয় শিবিরে চিন্তার কারণ হতেই পারে ৷ অন্যদিকে ম্যাক্সওয়েল ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁকে কার্যত আগের ম্যাক্সওয়েলের ছায়া মনে হয়েছে ৷ সিডনিতে পরপর দুই ম্যাচেই নজর কাড়লেন তিনি ৷ আজ 29 বলে খেলেলেন 63 রানের অপরাজিত ইনিংস ৷

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজ়ি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ ৷ প্রথম ম্যাচেতর মতোই ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন দুই অজ়ি ওপেনার ফিঞ্চ ও ওয়ার্নার ৷ গড়েন 142 রানের পার্টনারশিপ ৷ তবে ব্যক্তিগত 60 রানে শামির বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাঁকে ৷

ফিঞ্চ আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফেরেন আর এক সেট ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ৷ শ্রেয়স আইয়ারের দুরন্ত থ্রোয়ে রান আউট হন তিনি ৷ 77 বলে 83 রান করেন ওয়ার্নার ৷ তার পর মার্নাস লাবুশেনকে সঙ্গী করে রানের গতি বাড়িতে থাকেন স্মিথ ৷ অন্যদিকে নিজেজর স্বভাবসিদ্ধ ব্যাটিং করলেন মার্নাস ৷ 61 বলে তাঁর সংগ্রহ 70 রান ৷

ভারতীয় বোলারদের মধ্যে একটি করে উইকেট নিলেন শামি, বুমরা ও পাণ্ডিয়া ৷ অনেকদিন পর ফের বোলিং করতে দেখা গেল হার্দিককে ৷ 4 ওভার বোলিং করে 24 রান দিয়ে তুলে নিলেন স্মিথের উইকেট ৷

Last Updated : Nov 29, 2020, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.