ETV Bharat / sports

মার্করামের লড়াকু সেঞ্চুরি, সিরিজ ড্র করতে রোহিতদের দরকার একশোর কম রান

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 3:36 PM IST

Updated : Jan 4, 2024, 4:22 PM IST

India Need 79 Runs to win Cape town test in South Africa
India Need 79 Runs to win Cape town test in South Africa

India vs South Africa: দ্বিতীয় ইনিংসেও দাপুটে পেস বোলিং জাসপ্রীত বুমরা, মুকেশ কুমার, মহম্মদ সিরাজদের ৷ জয়ের জন্য ভারতের দরকার একশোরও কম রান ৷ দক্ষিণ আফ্রিকার হয়ে একা কুম্ভ রক্ষা করেন এডেইন মার্করাম ৷

কেপটাউন, 4 জানুয়ারি: জাসপ্রীত বুমরার দাপুটে বোলিংয়ে 176 রানে গুটিয়ে গেল প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস ৷ এডেইন মার্করামের চোয়াল চাপা লড়াই সত্ত্বেও ভারতের সামনে বড় রানের টার্গেট দিতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা ৷ কেপটাউন টেস্ট জিততে রোহিত-বিরাটদের দরকার মাত্র 79 রান ৷

প্রথম ইনিংসে যেখানে শেষ করেছিলেন মহম্মদ সিরাজ, দ্বিতীয় ইনিংসে যেন সেখান থেকেই শুরু করেন বুমরা ৷ তাঁর আগুনে বোলিং কোমর ভেঙে দেয় প্রোটিয়া মিডল অর্ডারের ৷ ট্রিস্টেন স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভারেনি সকলেই বুমরার শিকার ৷ দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের প্রথম আঘাত হানেন বাংলার মুকেশ কুমার ৷ প্রথম ইনিংসে তিনি দু ওভার হাত ঘুরিয়ে কোনও রান না দিয়েই 2 উইকেট নিয়েছিলেন ৷ দ্বিতীয় ইনিংসেও তাঁর হাত ধরে ড্রেসিংরুমে ফেরেন টনি ডি'জর্জি ও ডিন এলগার ৷ তবে বল হাতে ভয়ংকর ছিলেন বুমরা ৷ 61 রান খরচ করে 6টি উইকেট তুলে নেন তিনি ৷

প্রথম ইনিংসে বল হাতে নেতৃত্বের পর দ্বিতীয় ইনিংসে বুমরাকে সঙ্গ দেন সিরাজ ৷ তবে প্রোটিয়া ইনিংসের গুরুত্বপূর্ণ উইকেটটি তাঁরই ঝুলিতে ৷ তিনি ঘরে ফেরান মার্করামকে ৷ ভারতীয় পেস বোলারদের সামনে সতীর্থরা মাথা নিচু করে প্যাভিলিয়নে ফিরলেও কঠিন পিচে আদর্শ ব্যাটিংয়ের উদাহরণ তুলে ধরেন মার্করাম ৷ তাঁর ডিফেন্সের দেওয়াল ভঙতে গিয়ে এক সময় দিশেহারা দেখিয়েছিল ভারতীয় বোলারদেরও ৷ শেষ পর্যন্ত 106 রানে মার্করাম প্যাভিলিয়নে ফেরার পর প্রোটিয়া ইনিংসের সমাপ্তি ঘটাতে বেশি সময় ব্যয় করেননি বুমরারা ৷

প্রথম ইনিংস শেষে 98 রান এগিেয় থাকার দৌলতে ভারতের জন্য় টার্গেট খুব কঠিন নয় ৷ আর 79 রান তুলে নিতে পারলেই প্রথম টেস্টে হারের ক্ষত ভুলে সিরিজ ড্র করে ঘরে ফিরতে পারবে ভারতীয় দল ৷ জয়ের লক্ষ্য নিয়েই রেনবো নেশনে পা দিয়েছিলেন রোহিত শর্মা ৷ সেই আশা পূর্ণ হয়নি ৷ তবে হোয়াইট ওয়াশ বাঁচিয়ে সিরিজ ড্র করতে পারলেও নিশ্চয় খুশি হবেন বিরাট কোহলি-শ্রেয়াস আইয়াররা ৷

আরও পড়ুন:

  1. 11 বল, 6 উইকেট, 5 শূন্য; রোহিত-কোহলির দৌলতে লজ্জা এড়াল টিম ইন্ডিয়া
  2. কেরিয়ারের সেরা টেস্ট বোলিং, সিরাজি স্পেলে আঁধারে প্রোটিয়া শিবির
  3. রেনবো নেশনে সিরাজদের ইতিহাস! ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর দক্ষিণ আফ্রিকার
Last Updated :Jan 4, 2024, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.