ETV Bharat / sports

IND vs SA: অস্ট্রেলিয়ার 19 বছরের পুরনো রেকর্ড ছুঁয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

author img

By

Published : Oct 11, 2022, 8:39 PM IST

IND vs SA
অস্ট্রেলিয়ার 19 বছরের পুরনো রেকর্ড ছুঁয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

সিরিজের নির্ণায়ক ম্যাচে সফরকারী দলকে হেলায় হারাল শিখর ধাওয়ান (Shikhar Dhawan) নেতৃত্বাধীন ভারতের অপেক্ষাকৃত তরুণ দল ৷ কুলদীপ যাদব-মহম্মদ সিরাজদের দাপটে মাত্র 99 রানে গুটিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকাকে এদিন 7 উইকেটে হারাল ভারত (India beat South Africa by 7 wickets in third ODI) ৷

নয়াদিল্লি, 11 অক্টোবর: পিছিয়ে পড়েও প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতল টিম ইন্ডিয়া ৷ মঙ্গলবার সিরিজের নির্ণায়ক ম্যাচে সফরকারী দলকে হেলায় হারাল শিখর ধাওয়ান (Shikhar Dhawan) নেতৃত্বাধীন ভারতের অপেক্ষাকৃত তরুণ দল ৷ কুলদীপ যাদব-মহম্মদ সিরাজদের দাপটে মাত্র 99 রানে গুটিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকাকে এদিন 7 উইকেটে হারাল ভারত (India beat South Africa by 7 wickets in third ODI) ৷

সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচে এদিন টস জিতে ডেভিড মিলারের দলকে প্রথমে ব্যাটিং'য়ে আমন্ত্রণ জানান ধাওয়ান ৷ শুরুটা করেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ৷ এরপর একে একে মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের দাপটে 28তম ওভারের প্রথম বলে 99 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা ৷ ভারতীয় বোলারদের দাপটে এদিন মাথা তোলার সুযোগটুকু পাননি প্রোটিয়া ব্যাটাররা ৷ সফরকারী দলের হয়ে সর্বোচ্চ 34 রান করেন হেনরিক ক্লাসেন (Heinrich Klaasen) ৷

বিপক্ষের ব্যাটিং-অর্ডারকে মূলত ভাঙার কাজ করেন চায়নাম্যান কুলদীপ যাদব ৷ 4.1 ওভারে 18 রান দিয়ে চার উইকেট নেন কুলদীপ (Kuldeep Yadav takes 4 wickets) ৷ 2টি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ এবং শাহবাজ আহমেদ ৷ প্রোটিয়ারা একশোর মধ্যে গুটিয়ে যেতেই ভারতের সিরিজ জয় কার্যত নিশ্চিত হয়ে যায় ৷

আরও পড়ুন: কুলদীপের ঘূর্ণিতে মাত্র 99 রানে শেষ প্রোটিয়ারা

রান তাড়া করতে তিন উইকেট খোয়ালেও 20 তম ওভারেই জয় নিশ্চিত করে ফেলে ভারত ৷ 49 রান করেন ওপেনার শুভমান গিল (Shubman Gill) ৷ শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) অপরাজিত থাকেন 28 রানে ৷ ফিরোজ শাহ কোটলায় জয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার 19 বছরের পুরনো একটি রেকর্ড স্পর্শ করল ভারত ৷ একই ক্যালেন্ডার ইয়ারে 38টি ম্যাচ জয়ের নজির গড়ল তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.