ETV Bharat / sports

U19 WC : চ্যাম্পিয়নদের হেলায় হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

author img

By

Published : Jan 30, 2022, 10:21 AM IST

অষ্টম উইকেটে এসএম মেহেরব এবং আশিকুর জামানের 50 রানের জুটিতে একশোর গন্ডি পেরোয় টাইগাররা ৷ মেহেরব করেন 30, আশিকুরের ব্যাট থেকে আসে 16 রান ৷ 38তম ওভারে 111 রানেই গুটিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা (Bangladesh bundled out for 111) ৷

U19 WC quarter final
চ্যাম্পিয়নদের হেলায় হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

অ্যান্টিগা, 30 জানুয়ারি : ফেভারিট হিসেবে শুরু করেও গতবার ফাইনালে গিয়ে খেতাব হাতছাড়া হয়েছিল বাংলাদেশের কাছে হেরেই ৷ স্বাভাবিকভাবেই শনিবার কোয়ার্টার ফাইনালে বদলার মনোভাব নিয়েই শুরু করেছিল ভারত ৷ পাশাপাশি করোনা সারিয়ে অধিনায়ক যশ ধুল-সহ বাকিদের প্রত্যাবর্তন দলকে বাড়তি মোটিভেট করেছিল ৷ ফলে অ্যান্টিগায় শেষ আটের লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশকে হেলায় হারাল ভারত (India beat Bangladesh in U19 wc QF) ৷ প্রতিবেশী দেশকে 5 উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের শেষ চারে অস্ট্রেলিয়ার মুখে 'মেন ইন ব্লু' ৷ বল হাতে এদিন ভারতের জয়ের নায়ক বাংলার পেসার রবি কুমার ৷

প্রত্যাবর্তনে টস জিতে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক যশ ধুল ৷ রবি এবং বাঁ-হাতি স্পিনার ভিকি ওস্তওয়ালের দাপটে পুরোপুরি বাংলাদেশের প্রথমসারির ব্যাটাররা ৷ আইচ মোল্লা (17) ছাড়া দু'অঙ্কের রানে পৌঁছতে বাকিরা 56 রানে 7 উইকেট হারানো বাংলাদেশ তিন অঙ্কের রানে যে পৌঁছবে কেউ ভাবেনি ৷ অষ্টম উইকেটে এসএম মেহেরব এবং আশিকুর জামানের 50 রানের জুটিতে একশোর গন্ডি পেরোয় টাইগাররা ৷ মেহেরব করেন 30, আশিকুরের ব্যাট থেকে আসে 16 রান ৷ 38তম ওভারে 111 রানেই গুটিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা (Bangladesh bundled out for 111) ৷

আরও পড়ুন : U19 Cricket WC : বাসুর বদলি আরাধ্য, শেষ-আটের আগে স্বস্তি দিয়ে ভাইরাসমুক্ত যশ ধুলরা

সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে হার্নুর সিং শূন্য রানে ফিরলেও দ্বিতীয় উইকেটে অংক্রিশ রঘুবংশী এবং শেখ রশিদের 70 রানের জুটিতে শেষ চার নিশ্চিত হয়ে যায় ভারতের ৷ অংক্রিশ 44 এবং রশিদ করেন 26 রান ৷ এরপর দ্রুত চার উইকেট খোয়ালেও ম্যাচ কঠিন হয়নি গতবারের রানার্সদের ৷ 20 রানে অপরাজিত থেকে 115 বল আগেই দলকে সেমিফাইনালে পৌঁছে দেন অধিনায়ক ধুল ৷ 7 ওভারে 14 রান দিয়ে 3 উইকেট রবি কুমারের ৷ 25 রানে 2 উইকেট ওস্তওয়ালের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.