ETV Bharat / sports

ICC World Cup 2023: সামারার বিক্রমে নেদারল্যান্ডস 'জয়' শ্রীলঙ্কার! চলতি বিশ্বকাপে খাতা খুলল কুশলের দল

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 6:45 PM IST

নেদারল্যান্ডসকে 5 উইকেট হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল শ্রীলঙ্কা ৷ এদিন শ্রীলঙ্কার হয়ে নায়ক হয়ে উঠলেন সান্দিরা সামারাবিক্রমা ৷

ICC World Cup 2023
চলতি বিশ্বকাপে খাতা খুলল শ্রীলঙ্কা

লখনউ, 21 অক্টোবর: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় সড় অঘটন ঘটিয়ে রীতিমতো সকলকে চমকে দিয়েছিল নেদারল্যান্ডস ৷ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের দুরন্ত অর্ধ-শতরানের জেরে প্রোটিয়াদের জয়রথ থামিয়ে দিয়েছিল তারা ৷ তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে থামল সেই জয়যাত্রা ৷ শনিবার লখনউয়ের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 263 রানের টার্গেট দিয়েছিল ডাচবাহিনী ৷ জবাবে 10 বল বাকি থাকতেই 5 উইকেট হারিয়ে জয় তুলে নিল শ্রীলঙ্কা ৷

শনিবার ব্যাট করতে নেমে এদিন পাথুম নিশাঙ্কা এবং সান্দিরা সামারাবিক্রমার ব্যাটে ভর দিয়ে জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা ৷ ওপেনার কুশল পেরেরাকে এদিন মাত্র 5 রানেই ঘরে ফিরিয়েছিলেন আরিয়ান দত্ত ৷ আরিয়ানের শিকার হন অধিনায়ক কুশল মেন্ডিসও ৷ 52 রানের দুই উইকেট হারিয়ে যখন রীতিমতো চাপে লঙ্কাবাহিনী তখন দলের হাল ধরেন নিশাঙ্কা এবং সামারাবিক্রমা ৷ 52 বলে 9টি চার দিয়ে সাজানো 54 রানের ইনিংস উপহার দেন লঙ্কান ওপেনার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তিনি সাজঘরে ফেরার পর সামারাবিক্রমা জুটি বাঁধেন চরিথ আশালঙ্কার সঙ্গে ৷ দুই মিডল অর্ডার ব্যাটার এদিন যোগ করেন আরও 74 রান ৷ ফের একবার আরিয়ান দত্তের বলেই ম্যাচে ফেরে নেদারল্যান্ডস ৷ 44 রানের ইনিংস খেলে ড্রেসিংরুমের পথ ধরেন আশালঙ্কা ৷ তবে উইকেট পতন প্রভাব ফেলতে পারেনি সামারাবিক্রমার ব্যাটিংয়ে ৷ শেষ পর্যন্ত ক্রিজে টিকে থেকে তিনি জয়ের পথে পৌঁছে দেন শ্রীলঙ্কাকে ৷ 107 বলে 91 রানের ইনিংস খেলে এদিন দলকে জয় এনে দেন সামারা ৷

আরও পড়ুন: টেবল-টপারদের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া

দিনের শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল নেদারল্যান্ডস ৷ দিলশান মধুশঙ্কা এবং কাসুন রাজিথার আগুনে বোলিংয়ের সামনে সেভাবে মাথা তুলতে পারেননি নেদারল্যান্ডসের ব্যাটাররা ৷ বরং 91 রানেই 6 উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় তারা ৷ এহেন কঠিন পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করেন সাইবার্নড এঙ্গেলব্রেখট এবং লোগান ভ্যান বিক ৷ সাইবার্নডের 72 এবং ভ্যান বিকের 59 রানের ইনিংসের সৌজন্যে 262 রানের লড়াকু স্কোর খাড়া করে ডাচবাহিনী ৷ তবে জয়ের জন্য় এই রান মোটেই যথেষ্ট ছিল না ৷ চলতি বিশ্বকাপে এটাই ছিল শ্রীলঙ্কার প্রথম জয় ৷ এর আগে লাগাতার তিন ম্যাচে পরাজিত হতে হয়েছে তাদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.